ETV Bharat / bharat

Top News: বিকেল 5টা - news at a glance

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে (Top News) ৷

ETV Bharat
news at a glance
author img

By

Published : Nov 5, 2022, 5:01 PM IST

1. WB DA Issue: 'খেলা-মেলা আছে, ডিএ নেই', মহার্ঘ ভাতা প্রসঙ্গে রাজ্য সরকারকে আক্রমণ বিরোধীদের

রাজ্য সরকার জানিয়ে দিয়েছে, সরকারি কর্মচারীদের ডিএ দেওয়া সম্ভব নয় (WB DA Issue) ৷ এই প্রসঙ্গেই এবার রাজ্য সরকারকে একহাত নিলেন বিরোধীরা (Opposition Slams WB State Government) ।

2. WB DA Issue: 'কোষাগার ফাঁকা, মহার্ঘ ভাতা দেওয়া সম্ভব নয়', হলফনামায় উল্লেখ রাজ্যের

চলতি অর্থবর্ষের বাজেটে যে টাকা ধার্য করা আছে, তাতে সরকারি কর্মচারীদের ডিএ দেওয়া সম্ভব নয় ৷ কলকাতা হাইকোর্টে হলফনামায় সাফ জানিয়ে দিয়েছে রাজ্য সরকার (West Bengal Government affidavit over DA in Calcutta High Court) ৷

3. Sukanta Majumdar: অনন্ত মহারাজের উলটো সুর সুকান্তের গলায়, ওড়ালেন বঙ্গভঙ্গের সম্ভাবনা

বিজেপি-এর নেতা ও জনপ্রতিনিধিরা বারবার বঙ্গভঙ্গের পক্ষে সওয়াল করলেও উলটো সুর শোনা গেল দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) গলায় ৷ এর আগে গ্রেটার নেতা অনন্ত মহারাজ (Ananta Maharaj) দাবি করেছিলেন, উত্তরবঙ্গকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল (Division of Bengal) হিসাবে প্রতিষ্ঠা করা এখন নাকি শুধুই সময়ের অপেক্ষা !

4. BGPM: হামরো পার্টি ছেড়ে অনিতের ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চাতে যোগ দুই জিটিএ সভাসদের

ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চায় (BGPM) যোগ দিলেন হামরো পার্টির দুই নেতা তথা জিটিএ (GTA) সভাসদ প্রমোস্কার ব্লোন ও ভূপেন্দ্র ছেত্রী । শনিবার তাঁরা দার্জিলিংয়ে তাঁরা দলবদল করেন ৷

5. Malda Congress: পঞ্চায়েত ভোটে গড় পুনরুদ্ধারের মালদায় প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক

আগামী বছর পঞ্চায়েত নির্বাচন (Panchayat Elections 2023) ৷ তার আগে মালদায় কংগ্রেসের (Congress) গড় পুনরুদ্ধারে ওই জেলায় হাজির হলেন দলের পর্যবেক্ষক ড. এ চেল্লাকুমার ৷

6. Virat Kohli Birthday Celebrations: অনুরাগীদের নিয়ে 'বিরাট' জন্মদিন পালন ট্রাফিক গার্ডের

বিরাট কোহলির জন্মদিন পালন করল ‘বিরাট কোহলি হেল্প ফাউন্ডেশন’ ও ‘সাঁতরাগাছি-কোনা ট্রাফিক বিভাগ’ (Virat Kohli Birthday Celebrations by Howrah Traffic Guard) ৷

7. Child Death: আর জি করে শিশুর অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তেজনা

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (RG Kar Medical College and Hospital) শিশুমৃত্যু । মৃত শিশুর মাথায় রয়েছে আঘাতের চিহ্ন । শুক্রবার গভীর রাতে মৃত্যু হয় শিশুটির (Child Death) । হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলছে পরিবার ।

8. KL Rahul on Athiya Birthday: বান্ধবী আথিয়ার জন্মদিনে ভালোবাসা মাখা শুভেচ্ছা রাহুলের

ভারতীয় ওপেনার কেএল রাহুলের সঙ্গে আথিয়া শেট্টির সম্পর্কের কথা কারোরই অজানা নয় ৷ আর অভিনেত্রী আথিয়ার জন্মদিনে শুভেচ্ছা জানাতে কোনও ভুল করলেন না এই ডানহাতি ব্যাটার ৷

9. Cattle Smuggling Case: অনুব্রতকে জেরা করতে আসানসোল সংশোধনাগারে সিবিআই

গরুপাচার মামলায় (Cattle Smuggling Case) অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) আবারও জেরা ৷ শনিবার আসানসোল সংশোধনাগারে (Asansol Special Correctional Home) পৌঁছলেন সিবিআই (CBI)-এর দুই প্রতিনিধি ৷

10. Aparupa Poddar: তৃণমূল সাংসদ অপরূপার স্বামী ও মেয়ে ডেঙ্গিতে আক্রান্ত

তাঁরা সপরিবার হায়দরাবাদে গিয়েছিলেন ৷ অক্টোবরের শেষে রাজ্যে ফেরেন ৷ এরপর আরামবাগে তৃণমূল সাংসদের স্বামী ও ছোট মেয়ের ডেঙ্গি ধরা পড়ে (Arambagh Dengue News) ৷

1. WB DA Issue: 'খেলা-মেলা আছে, ডিএ নেই', মহার্ঘ ভাতা প্রসঙ্গে রাজ্য সরকারকে আক্রমণ বিরোধীদের

রাজ্য সরকার জানিয়ে দিয়েছে, সরকারি কর্মচারীদের ডিএ দেওয়া সম্ভব নয় (WB DA Issue) ৷ এই প্রসঙ্গেই এবার রাজ্য সরকারকে একহাত নিলেন বিরোধীরা (Opposition Slams WB State Government) ।

2. WB DA Issue: 'কোষাগার ফাঁকা, মহার্ঘ ভাতা দেওয়া সম্ভব নয়', হলফনামায় উল্লেখ রাজ্যের

চলতি অর্থবর্ষের বাজেটে যে টাকা ধার্য করা আছে, তাতে সরকারি কর্মচারীদের ডিএ দেওয়া সম্ভব নয় ৷ কলকাতা হাইকোর্টে হলফনামায় সাফ জানিয়ে দিয়েছে রাজ্য সরকার (West Bengal Government affidavit over DA in Calcutta High Court) ৷

3. Sukanta Majumdar: অনন্ত মহারাজের উলটো সুর সুকান্তের গলায়, ওড়ালেন বঙ্গভঙ্গের সম্ভাবনা

বিজেপি-এর নেতা ও জনপ্রতিনিধিরা বারবার বঙ্গভঙ্গের পক্ষে সওয়াল করলেও উলটো সুর শোনা গেল দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) গলায় ৷ এর আগে গ্রেটার নেতা অনন্ত মহারাজ (Ananta Maharaj) দাবি করেছিলেন, উত্তরবঙ্গকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল (Division of Bengal) হিসাবে প্রতিষ্ঠা করা এখন নাকি শুধুই সময়ের অপেক্ষা !

4. BGPM: হামরো পার্টি ছেড়ে অনিতের ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চাতে যোগ দুই জিটিএ সভাসদের

ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চায় (BGPM) যোগ দিলেন হামরো পার্টির দুই নেতা তথা জিটিএ (GTA) সভাসদ প্রমোস্কার ব্লোন ও ভূপেন্দ্র ছেত্রী । শনিবার তাঁরা দার্জিলিংয়ে তাঁরা দলবদল করেন ৷

5. Malda Congress: পঞ্চায়েত ভোটে গড় পুনরুদ্ধারের মালদায় প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক

আগামী বছর পঞ্চায়েত নির্বাচন (Panchayat Elections 2023) ৷ তার আগে মালদায় কংগ্রেসের (Congress) গড় পুনরুদ্ধারে ওই জেলায় হাজির হলেন দলের পর্যবেক্ষক ড. এ চেল্লাকুমার ৷

6. Virat Kohli Birthday Celebrations: অনুরাগীদের নিয়ে 'বিরাট' জন্মদিন পালন ট্রাফিক গার্ডের

বিরাট কোহলির জন্মদিন পালন করল ‘বিরাট কোহলি হেল্প ফাউন্ডেশন’ ও ‘সাঁতরাগাছি-কোনা ট্রাফিক বিভাগ’ (Virat Kohli Birthday Celebrations by Howrah Traffic Guard) ৷

7. Child Death: আর জি করে শিশুর অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তেজনা

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (RG Kar Medical College and Hospital) শিশুমৃত্যু । মৃত শিশুর মাথায় রয়েছে আঘাতের চিহ্ন । শুক্রবার গভীর রাতে মৃত্যু হয় শিশুটির (Child Death) । হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলছে পরিবার ।

8. KL Rahul on Athiya Birthday: বান্ধবী আথিয়ার জন্মদিনে ভালোবাসা মাখা শুভেচ্ছা রাহুলের

ভারতীয় ওপেনার কেএল রাহুলের সঙ্গে আথিয়া শেট্টির সম্পর্কের কথা কারোরই অজানা নয় ৷ আর অভিনেত্রী আথিয়ার জন্মদিনে শুভেচ্ছা জানাতে কোনও ভুল করলেন না এই ডানহাতি ব্যাটার ৷

9. Cattle Smuggling Case: অনুব্রতকে জেরা করতে আসানসোল সংশোধনাগারে সিবিআই

গরুপাচার মামলায় (Cattle Smuggling Case) অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) আবারও জেরা ৷ শনিবার আসানসোল সংশোধনাগারে (Asansol Special Correctional Home) পৌঁছলেন সিবিআই (CBI)-এর দুই প্রতিনিধি ৷

10. Aparupa Poddar: তৃণমূল সাংসদ অপরূপার স্বামী ও মেয়ে ডেঙ্গিতে আক্রান্ত

তাঁরা সপরিবার হায়দরাবাদে গিয়েছিলেন ৷ অক্টোবরের শেষে রাজ্যে ফেরেন ৷ এরপর আরামবাগে তৃণমূল সাংসদের স্বামী ও ছোট মেয়ের ডেঙ্গি ধরা পড়ে (Arambagh Dengue News) ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.