ETV Bharat / bharat

Top News @ সকাল 9টা - Secunderabad Lodge Fire

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে (Top News at 9 am) ৷

Top News
সকাল 9টা
author img

By

Published : Sep 13, 2022, 9:04 AM IST

1. Nabanna on Raninagar Factory: টাটা নয়, রানিনগরে কারখানা করছে কোকা কোলা, বিভ্রান্তি দূর করল নবান্ন

নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে সোমবার একটি কারখানার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ৷ মঞ্চ থেকেই তিনি জানান, রানিনগরে ওই কারখানাটি নাকি টাটাদের ৷ পরে বিভ্রান্তি দূর করে বিবৃতি জারি করে নবান্ন (CM Slip of Tongue) ৷

2. BJP Nabanna Rally: দুপুরে নবান্ন অভিযান গেরুয়া শিবিরের, মমতা আজ পশ্চিম মেদিনীপুরে

আজ গেরুয়া শিবিরের নবান্ন অভিযান (Nabanna Chalo) ৷ রাজ্যে 'বেড়ে চলা দুর্নীতি' থেকে শুরু করে 'মূল্য়বৃদ্ধি'র প্রতিবাদেই এই নবান্ন অভিযান ৷ এদিকে জেলা সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী । পশ্চিম মেদিনীপুরে তাঁর একাধিক কর্মসূচি রয়েছে (Mamata Banerjee in Paschim Medinipur) ৷

3. Secunderabad Lodge Fire: লজে আগুন, ধোঁয়ায় দমবন্ধ হয়ে 1 মহিলা-সহ মৃত 8, আহত বহু

লজে অগ্নিকান্ড ৷ আর তার জেরে দমবন্ধ হয়ে মৃত্যু 8 পর্যটকের (Fire in Secunderabad Lodge) ৷ এরমধ্যে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন 3 জন ৷ পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় আরও 4 জনের ৷ হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় একজনের । মৃতদের মধ্যে এক মহিলাও আছেন বলে জানা গিয়েছে ৷
4. Market Price in Kolkata: বৃষ্টির জেরে দাম বাড়ল সবজির,জেনে নিন বাজারদরের সব খুঁটিনাটি

বাজার যাওয়ার আগে একনজরে দেখে নিন বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম (Kolkata Market Price) ৷

5. West Bengal Weather Update: নবান্ন অভিযানে বাধা হতে পারে বৃষ্টি, কাল থেকে কমবে প্রভাব

আর মাত্র কয়েকঘণ্টা পরেই শুরু বিজেপির নবান্ন অভিযান (West Bengal Weather Update) ৷ এদিকে নিম্নচাপের জেরে শহরজুড়ে অবিরাম বৃষ্টি চলছে ৷ আগামিকাল পর্যন্ত পরিস্থিতির বিশেষ পরিবর্তন হবে না ।

6. BJP Nabanna Abhijan: নবান্ন অভিযানের জেরে মঙ্গলে শহর অবরুদ্ধ হওয়ার আশঙ্কা, নিয়ন্ত্রিত হবে হাওড়া ও দ্বিতীয় হুগলি ব্রিজে যান চলাচল

বিজেপির নবান্ন অভিযানের (BJP Nabanna Abhijan) জেরে মঙ্গলে বেশ কয়েক ঘণ্টার জন্য কলকাতার ট্রাফিক ব্যবস্থায় প্রভাব পড়ার আশঙ্কা ৷ একাধিক রাস্তায় করা হবে যান নিয়ন্ত্রণ (Nabanna Abhijan programme may effect kolkata traffic) ৷

7. Sovandeb Chattopadhyay: 'আমাদের দলের লোকেরা ধরা পড়েছে, কারও দায়িত্ব নেব না', দুর্নীতি প্রসঙ্গে মন্তব্য শোভনদেবের

দুর্নীতি ইস্যুতে মুখ খুললেন তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শোভদেব চট্টোপাধ্যায় (TMC MLA Sovandeb Chattopadhyay) ৷ তাঁর নাম করে সম্পদ বাড়াতেও কর্মীদের নিষেধ করেছেন তিনি (Sovandeb Chattopadhyay comments on corruption issue) ৷

8. Sukanta on Nabanna Abhijan: কোনও ধারাই নবান্ন অভিযানে আটকাতে পারবে না বিজেপিকে, হুঁশিয়ারি সুকান্তর

কোনও ধারাই নবান্ন অভিযানে আটকাতে পারবে না বিজেপিকে (Sukanta on Nabanna Abhijan)৷ এই হুঁশিয়ারি দিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)৷

9. Menaka Gambhir: কয়লাপাচার কাণ্ডে মেনকাকে সাড়ে 7 ঘণ্টা জিজ্ঞাসাবাদ ইডির

কয়লাপাচার কাণ্ডে (Coal Smuggling Scam) অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) শ্যালিকা মেনকা গম্ভীরকে (Menaka Gambhir) সাড়ে সাত ঘণ্টা ধরে জেরা করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) ৷ সোমবার বিধাননগরের সিজিও কমপ্লেক্সে মেনকাকে জেরা করেন ইডির আধিকারিকরা ৷

10. BJP Nabanna Abhijan: বিজেপির নবান্ন অভিযানে ভয় পেয়ে জেলা সফরে মমতা, কটাক্ষ সুকান্তর

বিজেপির নবান্ন অভিযানের দিনেই মমতা বন্দ্যোপাধ্যায় জেলা সফরে ৷ এই সফর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ৷ বললেন, ভয় পেয়ে পালিয়েছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee Afraid for BJP Nabanna Abhijan) ৷

1. Nabanna on Raninagar Factory: টাটা নয়, রানিনগরে কারখানা করছে কোকা কোলা, বিভ্রান্তি দূর করল নবান্ন

নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে সোমবার একটি কারখানার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ৷ মঞ্চ থেকেই তিনি জানান, রানিনগরে ওই কারখানাটি নাকি টাটাদের ৷ পরে বিভ্রান্তি দূর করে বিবৃতি জারি করে নবান্ন (CM Slip of Tongue) ৷

2. BJP Nabanna Rally: দুপুরে নবান্ন অভিযান গেরুয়া শিবিরের, মমতা আজ পশ্চিম মেদিনীপুরে

আজ গেরুয়া শিবিরের নবান্ন অভিযান (Nabanna Chalo) ৷ রাজ্যে 'বেড়ে চলা দুর্নীতি' থেকে শুরু করে 'মূল্য়বৃদ্ধি'র প্রতিবাদেই এই নবান্ন অভিযান ৷ এদিকে জেলা সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী । পশ্চিম মেদিনীপুরে তাঁর একাধিক কর্মসূচি রয়েছে (Mamata Banerjee in Paschim Medinipur) ৷

3. Secunderabad Lodge Fire: লজে আগুন, ধোঁয়ায় দমবন্ধ হয়ে 1 মহিলা-সহ মৃত 8, আহত বহু

লজে অগ্নিকান্ড ৷ আর তার জেরে দমবন্ধ হয়ে মৃত্যু 8 পর্যটকের (Fire in Secunderabad Lodge) ৷ এরমধ্যে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন 3 জন ৷ পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় আরও 4 জনের ৷ হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় একজনের । মৃতদের মধ্যে এক মহিলাও আছেন বলে জানা গিয়েছে ৷
4. Market Price in Kolkata: বৃষ্টির জেরে দাম বাড়ল সবজির,জেনে নিন বাজারদরের সব খুঁটিনাটি

বাজার যাওয়ার আগে একনজরে দেখে নিন বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম (Kolkata Market Price) ৷

5. West Bengal Weather Update: নবান্ন অভিযানে বাধা হতে পারে বৃষ্টি, কাল থেকে কমবে প্রভাব

আর মাত্র কয়েকঘণ্টা পরেই শুরু বিজেপির নবান্ন অভিযান (West Bengal Weather Update) ৷ এদিকে নিম্নচাপের জেরে শহরজুড়ে অবিরাম বৃষ্টি চলছে ৷ আগামিকাল পর্যন্ত পরিস্থিতির বিশেষ পরিবর্তন হবে না ।

6. BJP Nabanna Abhijan: নবান্ন অভিযানের জেরে মঙ্গলে শহর অবরুদ্ধ হওয়ার আশঙ্কা, নিয়ন্ত্রিত হবে হাওড়া ও দ্বিতীয় হুগলি ব্রিজে যান চলাচল

বিজেপির নবান্ন অভিযানের (BJP Nabanna Abhijan) জেরে মঙ্গলে বেশ কয়েক ঘণ্টার জন্য কলকাতার ট্রাফিক ব্যবস্থায় প্রভাব পড়ার আশঙ্কা ৷ একাধিক রাস্তায় করা হবে যান নিয়ন্ত্রণ (Nabanna Abhijan programme may effect kolkata traffic) ৷

7. Sovandeb Chattopadhyay: 'আমাদের দলের লোকেরা ধরা পড়েছে, কারও দায়িত্ব নেব না', দুর্নীতি প্রসঙ্গে মন্তব্য শোভনদেবের

দুর্নীতি ইস্যুতে মুখ খুললেন তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শোভদেব চট্টোপাধ্যায় (TMC MLA Sovandeb Chattopadhyay) ৷ তাঁর নাম করে সম্পদ বাড়াতেও কর্মীদের নিষেধ করেছেন তিনি (Sovandeb Chattopadhyay comments on corruption issue) ৷

8. Sukanta on Nabanna Abhijan: কোনও ধারাই নবান্ন অভিযানে আটকাতে পারবে না বিজেপিকে, হুঁশিয়ারি সুকান্তর

কোনও ধারাই নবান্ন অভিযানে আটকাতে পারবে না বিজেপিকে (Sukanta on Nabanna Abhijan)৷ এই হুঁশিয়ারি দিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)৷

9. Menaka Gambhir: কয়লাপাচার কাণ্ডে মেনকাকে সাড়ে 7 ঘণ্টা জিজ্ঞাসাবাদ ইডির

কয়লাপাচার কাণ্ডে (Coal Smuggling Scam) অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) শ্যালিকা মেনকা গম্ভীরকে (Menaka Gambhir) সাড়ে সাত ঘণ্টা ধরে জেরা করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) ৷ সোমবার বিধাননগরের সিজিও কমপ্লেক্সে মেনকাকে জেরা করেন ইডির আধিকারিকরা ৷

10. BJP Nabanna Abhijan: বিজেপির নবান্ন অভিযানে ভয় পেয়ে জেলা সফরে মমতা, কটাক্ষ সুকান্তর

বিজেপির নবান্ন অভিযানের দিনেই মমতা বন্দ্যোপাধ্যায় জেলা সফরে ৷ এই সফর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ৷ বললেন, ভয় পেয়ে পালিয়েছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee Afraid for BJP Nabanna Abhijan) ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.