ETV Bharat / bharat

TOP NEWS: সন্ধে 7টা

author img

By

Published : Sep 9, 2022, 7:00 PM IST

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

TOP NEWS
ETV Bharat

1. SSKM Hospital: প্রোটিন জমে শ্বাসকষ্ট, সুস্থ করতে ধোয়া হল ফুসফুস; ফের নজির গড়ল এসএসকেএম

পালমোনারি অ্যালভিওলার প্রোটিনোসিস বা ফুসফুসে প্রোটিন জমে শ্বাসকষ্টে ভোগা রোগীকে সুস্থ করলেন এসএসকেএম হাসপাতালের (SSKM Hospital) চিকিৎসকরা ৷ তাও আবার রোগীর ফুসফুস ধুয়ে (Wash Lungs to Heal in SSKM) ৷ বীরভূমের রবিন শেখ আপাতত সুস্থ রয়েছেন ৷

2. DA case: ডিএ মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রাখল কলকাতা হাইকোর্ট

রাজ্য সরকারী কর্মচারীরা (Bengal Government Employees) কেন্দ্রের হারে কি মহার্ঘ ভাতা (Dearness Allowance) পাবেন ? সম্প্রতি বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ৷ তার বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে মামলা করে রাজ্য সরকার ৷ শুক্রবার সেই মামলার শুনানি শেষ হল ৷ আদালত রায়দান স্থগিত রেখেছে ৷

3. Heroin Seized: কলকাতা বন্দরে 200 কোটির হেরোইন উদ্ধার করল গুজরাত এটিএস

কলকাতা বন্দর (Kolkata Port) থেকে উদ্ধার হল প্রায় 40 কিলোগ্রাম হেরোইন (Heroin Seized) ৷ যার বাজারদর আনুমানিক 200 কোটি টাকা ৷ গুজরাত পুলিশের (Gujarat Police) সন্ত্রাসবিরোধী শাখা (Anti Terrorist Squad) বা এটিএস (ATS) এবং ডিরেক্টোরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (Directorate of Revenue Intelligence)-এর যৌথ অভিযানে (Joint Operation) মিলল সাফল্য ৷

4. Anubrata Mondal: আমি চোর না ডাকাত যে আটকে রাখবে, হুংকার অনুব্রতর

গাড়ি থেকেই হুংকার অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal)৷ কলকাতা যাওয়ার পথে সংবাদমাধ্যমের সামনে তিনি জানান, চোর না ডাকাত যে তাঁকে আটকে রাখা হবে ৷

5. Electrocution Death: জমির ফেন্সিংয়ের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যক্তির মৃত্যু, ধামাচাপা দিতে দেহ পুঁতে দেওয়ার অভিযোগ

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিষ্ণুপুরে এক ব্যক্তির মৃত্যু ৷ ঘটনা ধামাচাপা দিতে দেহ মাটিতে পুঁতে দেওয়ার অভিযোগ (Burying Body to Cover up Electrocution Death) ৷ ঘটনায় 2 জনকে গ্রেফতার করা হয়েছে ৷ পুলিশ তদন্ত শুরু করেছে ৷

6. SSC Recruitment Case: স্কুল সার্ভিস কমিশনের ডেটা রুম খুলে দেওয়ার নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-এর ডেটা রুম (Data room of School Service Commission) খুলে দেওয়ার নির্দেশ শুক্রবার দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । এতদিন সিবিআই তদন্তের স্বার্থে এই ডেটা রুমের পাহারায় ছিল সিআরপিএফ (SSC Data Room) ৷

7. Queen Elizabeth II: রানির প্রয়াণে একদিনের রাষ্ট্রীয় শোক পালন ভারতে, ঘোষণা কেন্দ্রের

ব্রিটিশ সম্রাজ্ঞী (British Monarch) রানি দ্বিতীয় এলিজাবেথের (Queen Elizabeth II) প্রয়াণে একদিনের রাষ্ট্রীয় শোক পালন (One Day State Mourning) করবে ভারত ৷ শুক্রবার কেন্দ্রীয় সরকারের (Government of India) পক্ষ থেকে একথা ঘোষণা করা হয় ৷

8. HC Fines Bus Owner বেআইনি রুটে বাস চালানোয় মালিককে 2 লক্ষ টাকা জরিমানা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

ধর্মতলা-পুরুলিয়া বেআইনি রুটে বাস চালানোয় বাস মালিককে (HC Fines Bus Owner) 2 লক্ষ টাকা জরিমানা করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay)৷

9. BJP Slams Rahul Gandhi: 41 হাজার টাকার টি-শার্ট পরে ভারত জোড়ো যাত্রায় রাহুল, অভিযোগ বিজেপির

তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra) শুরু করেছে কংগ্রেস ৷ শেষ হবে কাশ্মীরে ৷ সেই যাত্রায় রাহুল গান্ধি (Congress MP Rahul Gandhi) 41 হাজার টাকার টি-শার্ট পরেছেন ৷ এমনই অভিযোগ তুলেছে বিজেপি ৷

10. Honey Singh Divorce: বিবাহবিচ্ছেদ হানি সিং-এর, স্ত্রী শালিনীকে খোরপোশ দিতে হবে 1 কোটি টাকা

বিবাহ বিচ্ছেদ হয়ে গেল ব়্যাপার ইয়ো ইয়ো হানি সিং-এর (Honey Singh Divorce)৷ স্ত্রী শালিনী তলওয়ারকে (Shalini Talwar) এক কোটি টাকা খোরপোশ দিতে হবে তাঁকে (Whopping alimony)৷

1. SSKM Hospital: প্রোটিন জমে শ্বাসকষ্ট, সুস্থ করতে ধোয়া হল ফুসফুস; ফের নজির গড়ল এসএসকেএম

পালমোনারি অ্যালভিওলার প্রোটিনোসিস বা ফুসফুসে প্রোটিন জমে শ্বাসকষ্টে ভোগা রোগীকে সুস্থ করলেন এসএসকেএম হাসপাতালের (SSKM Hospital) চিকিৎসকরা ৷ তাও আবার রোগীর ফুসফুস ধুয়ে (Wash Lungs to Heal in SSKM) ৷ বীরভূমের রবিন শেখ আপাতত সুস্থ রয়েছেন ৷

2. DA case: ডিএ মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রাখল কলকাতা হাইকোর্ট

রাজ্য সরকারী কর্মচারীরা (Bengal Government Employees) কেন্দ্রের হারে কি মহার্ঘ ভাতা (Dearness Allowance) পাবেন ? সম্প্রতি বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ৷ তার বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে মামলা করে রাজ্য সরকার ৷ শুক্রবার সেই মামলার শুনানি শেষ হল ৷ আদালত রায়দান স্থগিত রেখেছে ৷

3. Heroin Seized: কলকাতা বন্দরে 200 কোটির হেরোইন উদ্ধার করল গুজরাত এটিএস

কলকাতা বন্দর (Kolkata Port) থেকে উদ্ধার হল প্রায় 40 কিলোগ্রাম হেরোইন (Heroin Seized) ৷ যার বাজারদর আনুমানিক 200 কোটি টাকা ৷ গুজরাত পুলিশের (Gujarat Police) সন্ত্রাসবিরোধী শাখা (Anti Terrorist Squad) বা এটিএস (ATS) এবং ডিরেক্টোরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (Directorate of Revenue Intelligence)-এর যৌথ অভিযানে (Joint Operation) মিলল সাফল্য ৷

4. Anubrata Mondal: আমি চোর না ডাকাত যে আটকে রাখবে, হুংকার অনুব্রতর

গাড়ি থেকেই হুংকার অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal)৷ কলকাতা যাওয়ার পথে সংবাদমাধ্যমের সামনে তিনি জানান, চোর না ডাকাত যে তাঁকে আটকে রাখা হবে ৷

5. Electrocution Death: জমির ফেন্সিংয়ের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যক্তির মৃত্যু, ধামাচাপা দিতে দেহ পুঁতে দেওয়ার অভিযোগ

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিষ্ণুপুরে এক ব্যক্তির মৃত্যু ৷ ঘটনা ধামাচাপা দিতে দেহ মাটিতে পুঁতে দেওয়ার অভিযোগ (Burying Body to Cover up Electrocution Death) ৷ ঘটনায় 2 জনকে গ্রেফতার করা হয়েছে ৷ পুলিশ তদন্ত শুরু করেছে ৷

6. SSC Recruitment Case: স্কুল সার্ভিস কমিশনের ডেটা রুম খুলে দেওয়ার নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-এর ডেটা রুম (Data room of School Service Commission) খুলে দেওয়ার নির্দেশ শুক্রবার দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । এতদিন সিবিআই তদন্তের স্বার্থে এই ডেটা রুমের পাহারায় ছিল সিআরপিএফ (SSC Data Room) ৷

7. Queen Elizabeth II: রানির প্রয়াণে একদিনের রাষ্ট্রীয় শোক পালন ভারতে, ঘোষণা কেন্দ্রের

ব্রিটিশ সম্রাজ্ঞী (British Monarch) রানি দ্বিতীয় এলিজাবেথের (Queen Elizabeth II) প্রয়াণে একদিনের রাষ্ট্রীয় শোক পালন (One Day State Mourning) করবে ভারত ৷ শুক্রবার কেন্দ্রীয় সরকারের (Government of India) পক্ষ থেকে একথা ঘোষণা করা হয় ৷

8. HC Fines Bus Owner বেআইনি রুটে বাস চালানোয় মালিককে 2 লক্ষ টাকা জরিমানা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

ধর্মতলা-পুরুলিয়া বেআইনি রুটে বাস চালানোয় বাস মালিককে (HC Fines Bus Owner) 2 লক্ষ টাকা জরিমানা করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay)৷

9. BJP Slams Rahul Gandhi: 41 হাজার টাকার টি-শার্ট পরে ভারত জোড়ো যাত্রায় রাহুল, অভিযোগ বিজেপির

তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra) শুরু করেছে কংগ্রেস ৷ শেষ হবে কাশ্মীরে ৷ সেই যাত্রায় রাহুল গান্ধি (Congress MP Rahul Gandhi) 41 হাজার টাকার টি-শার্ট পরেছেন ৷ এমনই অভিযোগ তুলেছে বিজেপি ৷

10. Honey Singh Divorce: বিবাহবিচ্ছেদ হানি সিং-এর, স্ত্রী শালিনীকে খোরপোশ দিতে হবে 1 কোটি টাকা

বিবাহ বিচ্ছেদ হয়ে গেল ব়্যাপার ইয়ো ইয়ো হানি সিং-এর (Honey Singh Divorce)৷ স্ত্রী শালিনী তলওয়ারকে (Shalini Talwar) এক কোটি টাকা খোরপোশ দিতে হবে তাঁকে (Whopping alimony)৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.