ETV Bharat / bharat

টপ নিউজ় @ রাত 9 টা

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

টপ নিউজ়
টপ নিউজ়
author img

By

Published : Oct 13, 2021, 9:02 PM IST

1.Manmohan Singh : অসুস্থ হয়ে হাসপাতালে মনমোহন সিং

চলতি বছরের এপ্রিলে কোভিড 19-এ আক্রান্ত হয়ে দিল্লি এইমসেই ভর্তি হয়েছিলেন তিনি ৷ গতবছরও বুকের সমস্যা নিয়ে রাজধানীর এইমসের কার্ডিওলজি বিভাগে ভর্তি হয়েছিলেন ৷

2.KKR vs DC : ফাইনালে ওঠার লড়াইয়ে টস জিতে দিল্লির বিরুদ্ধে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত কলকাতার

শারজার বাইশ গজে চলতি আইপিএলে এর আগে তিনটি ম্যাচ খেলেছে কলকাতা নাইট রাইডার্স ৷ দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালস ছাড়াও এলিমিনেটরে রয়্যালস চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলেছে কেকেআর ৷ তিনটি ম্যাচই জিতেছে কলকাতা ৷ এর মধ্যে নাইট বোলারদের বিরুদ্ধে ম্যাচে একটিও ছক্কা হাঁকাতে পারেনি আরসিবি ও ক্যাপিটালস ব্যাটাররা ৷

3.Mamata Banerjee : শক্তিরূপেন সংস্থিতা ; মালদায় কন্যাশ্রী, যুবশ্রী সহযোগে দশভুজা মমতা

তৃতীয় বার তৃণমূলনেত্রী বাংলায় ক্ষমতায় ফেরার পর থেকেই তাঁকে নিয়ে মাতৃমূর্তি গড়ার হিড়িক পড়ে গিয়েছে রাজ্য জুড়ে । সেই তালিকায় রয়েছে মালদাও । ‘খেলা হবে’ স্লোগানকে সামনে রেখে সেখানে মমতাকেই দুর্গারূপে তুলে ধরা হয়েছে ।

4.Lakhimpur Kheri Case : কেন্দ্রের সঙ্গে কথা বলার আশ্বাস রাষ্ট্রপতির, রাইসিনা থেকে বেরিয়ে জানাল কংগ্রেস

কংগ্রেসের দাবি, মন্ত্রী অজয় মিশ্রের ছেলের বিরুদ্ধে কৃষকদের উপর গাড়ি চালিয়ে দেওয়ার অভিযোগ । মন্ত্রীকে না সরালে তাঁর ছেলের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত হওয়া কোনও ভাবেই সম্ভব নয় । সরকারের সঙ্গে এ নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন রাষ্ট্রপতি ।

5.Durga Puja: মহাষ্টমীতে বালুরঘাটে পাড়ার পুজোয় অঞ্জলি দিলেন সুকান্ত মজুমদার

মহাষ্টমীতে পুষ্পাঞ্জলি দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ বালুরঘাটে পাড়ার পুজো মণ্ডপে গিয়ে অষ্টমীর অঞ্জলি দেন তিনি ৷ এ দিন সকাল 10টা নাগাদ সুকান্ত মজুমদার তাঁর বাড়ির পাশে মৈত্রী চক্র ক্লাবের দুর্গাপুজো অঞ্জলি দেন ৷

6.Corona in Bengal : রাজ্যে দৈনিক সংক্রমণ সাড়ে সাতশোর উপরই, কলকাতায় আক্রান্ত 200-র বেশি

টানা কয়েকদিন সাড়ে সাতশোর উপর থাকার পর সোমবার দৈনিক সংক্রমণ 600-র ঘরে নেমেছিল ৷ মঙ্গলবার থেকে ফের তা সাড়ে সাতশো ছাড়িয়ে যায় ৷ জেলাগুলির মধ্যে চিন্তা বাড়াচ্ছে কলকাতা ও উত্তর 24 পরগনা ৷

7.Aryan Khan Bail Hearing : আজও কাটাতে হবে জেলেই , বৃহস্পতিবার ফের শাহরুখ-পুত্রের জামিনের শুনানি

মুম্বইয়ের বিশেষ আদালতে বুধবার জামিন মিলল না শাহরুখ-পুত্র আরিয়ানের ৷ দীর্ঘ সওয়াল-জবাবের পর এদিনের মত মুলতুবি হয়ে যায় আদালত ৷ আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার ফের শাহরুখ-পুত্রের জামিনের শুনানি ৷

8.Kailash Vijayvargiya : কৈলাস বিজয়বর্গীয়র আগাম জামিন সংক্রান্ত মামলার তড়িঘড়ি শুনানি নিয়ে প্রশ্ন

2018 সালে বিজেপির 3 নেতা কৈলাস বিজয়বর্গীয়, প্রদীপ জোশি ও জিষ্ণু বসুর নামে যৌন হেনস্থার অভিযোগ জানিয়েছিলেন একজন মহিলা ৷ কলকাতার ভবানীপুর থানায় অভিযোগ দায়ের হয়েছিল। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে পুলিশ।

9.Pujo Parikrama : বাঁকুড়ায় নাগাল্যান্ড

মহাষ্টমীর পুজো পরিক্রমায় আজ বাঁকুড়ার ইন্দপুরের বাংলা নবারুণ সংঘের পুজো মণ্ডপ । সাড়ে ছ'লাখ টাকা বাজেটে তাদের এবারের থিম 'নাগাল্যান্ডের আদিবাসী ঐতিহ্য' ৷ এখানে 700 বছরের পুরনো নাগাল্যান্ডের আঙ্গামী নামক নাগা উপজাতির সংস্কৃতি ও জীবনযাত্রাকে ফুটিয়ে তোলা হয়েছে বলে জানান পুজো উদ্যোক্তারা ৷

10.Sub Inspector died : অভিযুক্তকে জেরার সময় অসুস্থ, হাসপাতালে মৃত্যু সাব-ইনস্পেক্টরের

গত শুক্রবার উল্টোডাঙা থানা এলাকায় বছর তিনেকের একটি শিশু নিখোঁজ হয়। পরিবারের তরফে অপহরণের মামলা দায়ের করা হয়। সাব-ইনস্পেক্টর আফতাব মেহতাব ঘটনাটির তদন্ত করছিলেন। মঙ্গলবারই অভিযুক্তকে গ্রেফতার করেন তিনি। শিশুটি কোথার রয়েছে, কেন অপহরণ করেছে ? তা জানতেই উল্টোডাঙা থানায় অভিযুক্তকে জেরা করছিলেন ওই সাব-ইনস্পেক্টর ৷

1.Manmohan Singh : অসুস্থ হয়ে হাসপাতালে মনমোহন সিং

চলতি বছরের এপ্রিলে কোভিড 19-এ আক্রান্ত হয়ে দিল্লি এইমসেই ভর্তি হয়েছিলেন তিনি ৷ গতবছরও বুকের সমস্যা নিয়ে রাজধানীর এইমসের কার্ডিওলজি বিভাগে ভর্তি হয়েছিলেন ৷

2.KKR vs DC : ফাইনালে ওঠার লড়াইয়ে টস জিতে দিল্লির বিরুদ্ধে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত কলকাতার

শারজার বাইশ গজে চলতি আইপিএলে এর আগে তিনটি ম্যাচ খেলেছে কলকাতা নাইট রাইডার্স ৷ দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালস ছাড়াও এলিমিনেটরে রয়্যালস চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলেছে কেকেআর ৷ তিনটি ম্যাচই জিতেছে কলকাতা ৷ এর মধ্যে নাইট বোলারদের বিরুদ্ধে ম্যাচে একটিও ছক্কা হাঁকাতে পারেনি আরসিবি ও ক্যাপিটালস ব্যাটাররা ৷

3.Mamata Banerjee : শক্তিরূপেন সংস্থিতা ; মালদায় কন্যাশ্রী, যুবশ্রী সহযোগে দশভুজা মমতা

তৃতীয় বার তৃণমূলনেত্রী বাংলায় ক্ষমতায় ফেরার পর থেকেই তাঁকে নিয়ে মাতৃমূর্তি গড়ার হিড়িক পড়ে গিয়েছে রাজ্য জুড়ে । সেই তালিকায় রয়েছে মালদাও । ‘খেলা হবে’ স্লোগানকে সামনে রেখে সেখানে মমতাকেই দুর্গারূপে তুলে ধরা হয়েছে ।

4.Lakhimpur Kheri Case : কেন্দ্রের সঙ্গে কথা বলার আশ্বাস রাষ্ট্রপতির, রাইসিনা থেকে বেরিয়ে জানাল কংগ্রেস

কংগ্রেসের দাবি, মন্ত্রী অজয় মিশ্রের ছেলের বিরুদ্ধে কৃষকদের উপর গাড়ি চালিয়ে দেওয়ার অভিযোগ । মন্ত্রীকে না সরালে তাঁর ছেলের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত হওয়া কোনও ভাবেই সম্ভব নয় । সরকারের সঙ্গে এ নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন রাষ্ট্রপতি ।

5.Durga Puja: মহাষ্টমীতে বালুরঘাটে পাড়ার পুজোয় অঞ্জলি দিলেন সুকান্ত মজুমদার

মহাষ্টমীতে পুষ্পাঞ্জলি দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ বালুরঘাটে পাড়ার পুজো মণ্ডপে গিয়ে অষ্টমীর অঞ্জলি দেন তিনি ৷ এ দিন সকাল 10টা নাগাদ সুকান্ত মজুমদার তাঁর বাড়ির পাশে মৈত্রী চক্র ক্লাবের দুর্গাপুজো অঞ্জলি দেন ৷

6.Corona in Bengal : রাজ্যে দৈনিক সংক্রমণ সাড়ে সাতশোর উপরই, কলকাতায় আক্রান্ত 200-র বেশি

টানা কয়েকদিন সাড়ে সাতশোর উপর থাকার পর সোমবার দৈনিক সংক্রমণ 600-র ঘরে নেমেছিল ৷ মঙ্গলবার থেকে ফের তা সাড়ে সাতশো ছাড়িয়ে যায় ৷ জেলাগুলির মধ্যে চিন্তা বাড়াচ্ছে কলকাতা ও উত্তর 24 পরগনা ৷

7.Aryan Khan Bail Hearing : আজও কাটাতে হবে জেলেই , বৃহস্পতিবার ফের শাহরুখ-পুত্রের জামিনের শুনানি

মুম্বইয়ের বিশেষ আদালতে বুধবার জামিন মিলল না শাহরুখ-পুত্র আরিয়ানের ৷ দীর্ঘ সওয়াল-জবাবের পর এদিনের মত মুলতুবি হয়ে যায় আদালত ৷ আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার ফের শাহরুখ-পুত্রের জামিনের শুনানি ৷

8.Kailash Vijayvargiya : কৈলাস বিজয়বর্গীয়র আগাম জামিন সংক্রান্ত মামলার তড়িঘড়ি শুনানি নিয়ে প্রশ্ন

2018 সালে বিজেপির 3 নেতা কৈলাস বিজয়বর্গীয়, প্রদীপ জোশি ও জিষ্ণু বসুর নামে যৌন হেনস্থার অভিযোগ জানিয়েছিলেন একজন মহিলা ৷ কলকাতার ভবানীপুর থানায় অভিযোগ দায়ের হয়েছিল। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে পুলিশ।

9.Pujo Parikrama : বাঁকুড়ায় নাগাল্যান্ড

মহাষ্টমীর পুজো পরিক্রমায় আজ বাঁকুড়ার ইন্দপুরের বাংলা নবারুণ সংঘের পুজো মণ্ডপ । সাড়ে ছ'লাখ টাকা বাজেটে তাদের এবারের থিম 'নাগাল্যান্ডের আদিবাসী ঐতিহ্য' ৷ এখানে 700 বছরের পুরনো নাগাল্যান্ডের আঙ্গামী নামক নাগা উপজাতির সংস্কৃতি ও জীবনযাত্রাকে ফুটিয়ে তোলা হয়েছে বলে জানান পুজো উদ্যোক্তারা ৷

10.Sub Inspector died : অভিযুক্তকে জেরার সময় অসুস্থ, হাসপাতালে মৃত্যু সাব-ইনস্পেক্টরের

গত শুক্রবার উল্টোডাঙা থানা এলাকায় বছর তিনেকের একটি শিশু নিখোঁজ হয়। পরিবারের তরফে অপহরণের মামলা দায়ের করা হয়। সাব-ইনস্পেক্টর আফতাব মেহতাব ঘটনাটির তদন্ত করছিলেন। মঙ্গলবারই অভিযুক্তকে গ্রেফতার করেন তিনি। শিশুটি কোথার রয়েছে, কেন অপহরণ করেছে ? তা জানতেই উল্টোডাঙা থানায় অভিযুক্তকে জেরা করছিলেন ওই সাব-ইনস্পেক্টর ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.