নয়াদিল্লি, 1 ফেব্রুয়ারি: বুধবারের বাজেটে মধ্যবিত্তের মন জয়ের চেষ্টা । মহিলা ও বয়স্কদের জন্য বাজেটে একগুচ্ছ ঘোষণা করেছেন নির্মলা সীতারমন । কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, দু'বছরের জন্য 7.5 শতাংশের নির্দিষ্ট সুদের হার-সহ একটি 'মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট' চালু হচ্ছে । একই সঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন, সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে (এসসিএসএস) বিনিয়োগকৃত সর্বাধিক পরিমাণ অর্থ এখন 15 লক্ষ টাকার দ্বিগুণ বেড়ে 30 লক্ষ টাকা করার ঘোষণাও করা হয়েছে ।
এদিন প্রায় দেড় ঘণ্টা বাজেট বক্তৃতা দেন নির্মলা । দীর্ঘ বক্তৃতায় তিনি বলেন, "সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের সর্বোচ্চ আমানতের সীমা 15 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 30 লক্ষ টাকা করা হবে ।" একই সঙ্গে তিনি প্রস্তাব করেন, মাসিক আয় অ্যাকাউন্ট স্কিমের জন্য সর্বোচ্চ জমার সীমা একক অ্যাকাউন্টের জন্য 4.5 লক্ষ টাকা থেকে 9 লক্ষ টাকা এবং একটি জয়েন্ট অ্যাকাউন্টের জন্য 9 লক্ষ থেকে 15 লক্ষ টাকা করা হবে ।
আরও পড়ুন: অমৃতকালের প্রথম বাজেট কৃষক থেকে মধ্যবিত্তের স্বপ্নপূরণ করবে, বললেন প্রধানমন্ত্রী
একই সঙ্গে 'আজাদি কা অমৃত মহোৎসব মহিলা সম্মান বাঁচত পত্র' (মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট) ঘোষণা করেন সীতারমন । কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, "এটি একটি এককালীন নতুন ছোট সঞ্চয় প্রকল্প । মহিলা সম্মান সঞ্চয় শংসাপত্র, মার্চ 2025 পর্যন্ত দু'বছরের জন্য উপলব্ধ করা হবে । এটি 7.5 শতাংশের নির্দিষ্ট সুদের হারে 2 বছরের জন্য মহিলা বা মেয়েদের নামে 2 লক্ষ টাকা পর্যন্ত আমানত সুবিধা প্রদান করবে ।"
আরও পড়ুন: ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য 9,000 কোটি টাকার ক্রেডিট গ্যারান্টি স্কিম চালু করবে কেন্দ্র
সীতারমন আরও ঘোষণা করেন, বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগকারী শিক্ষা ও সুরক্ষা তহবিল কর্তৃপক্ষের কাছ থেকে দাবি না-করা শেয়ার এবং অনাদায়ী লভ্যাংশ পুনরুদ্ধার করার জন্য একটি সমন্বিত আইটি পোর্টাল স্থাপন করা হবে ।