ETV Bharat / bharat

Opening of New Parliament Building: নয়া সংসদ ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

বহু তর্ক-বিতর্ক পেরিয়ে রবিবার নয়া সংসদ ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ গতকালই তাঁর হাতে সেঙ্গল তুলে দিয়েছেন মাদুরাই অধিনাম ৷ নিরাপত্তার চাদরে ঢাকা পড়েছে রাজধানী ৷ অদূরে আন্দোলনকারী কুস্তিগিররা চ্যালেঞ্জ জানিয়েছে, তাঁরা যে কোনও উপায়ে এই নয়া সংসদ ভবনে যাবেন ৷

ETV Bharat
নয়া সংসদ ভবন
author img

By

Published : May 28, 2023, 7:05 AM IST

Updated : May 28, 2023, 12:38 PM IST

নয়াদিল্লি, 28 মে: কথা ছিল আগে থেকেই ৷ সেই মতো রবিবার সাভারকর জয়ন্তীতে উদ্বোধন হল নয়া সংসদ ভবনের ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবিবার সকাল 9টা নাগাদ পুজো সেরে সেঙ্গল স্থাপন করেন নয়া সংসদ ভবনের লোকসভা কক্ষে ৷ দুপুর নাগাদ দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠান হওয়ার কথা ৷ উদ্বোধন করে এই নয়া ভবনটিকে দেশের জন্য উৎসর্গ করেন প্রধানমন্ত্রী।

বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে পুজোর সূচনা হয় ৷ এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে সেঙ্গল তুলে দেন তামিলনাড়ুর আধিনাম সন্ন্যাসীরা ৷ লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এই উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন ৷ কেন্দ্রীয় সরকার এই উদ্বোধনী অনুষ্ঠানের বিস্তারিত তথ্য প্রকাশ্যে আনেনি ৷ সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে, এই উদ্বোধনী অনুষ্ঠানটি দু'টি পর্যায়ে হবে ৷ প্রায় 20টি দল এই অনুষ্ঠান বয়কট করেছে ৷ আর ওয়াইএসআরকংগ্রেস, বিজেডি-সহ 25টি দল এই উদ্বোধনী অনুষ্ঠানে থাকার কথা আগেই জানা গিয়েছে ৷ এই দলগুলির মধ্যে বেশির ভাগই বিজেপির নেতৃত্বে গঠিত এনডিএ সরকারের অংশ নয় ৷

সকাল 7.15 মিনিট থেকে অনুষ্ঠানের সূচনা হয় ৷ ধুতি-পাঞ্জাবিতে সুসজ্জিত হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একা প্রবেশ করেন নয়া সংসদ ভবনের 1 নং গেট দিয়ে ৷ তাঁর সঙ্গে ছিলেন না রাষ্ট্রপতি, উপ-রাষ্ট্রপতি, কোনও মন্ত্রী, নেতা বা রাজনৈতিক ব্যক্তিত্ব ৷ তাঁকে স্বাগত জানান লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ৷

এরপর আরও নানা ধরনের অনুষ্ঠান হওয়ার কথা দিনের বিভিন্ন সময়ে। আজ এই অনুষ্ঠানে বহু বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন ৷ স্বভাবতই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা দিল্লি ৷ লুটিয়েন'স দিল্লির সর্বত্রই শুধু পুলিশ আর নিরাপত্তা বাহিনীর জওয়ানদের সদর্প উপস্থিতি ৷ নয়া সংসদ ভবনের চারদিকে বহু স্তরীয় ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে ৷ এই ভবনটি উচ্চ-নিরাপত্তা এলাকায় অবস্থিত হওয়ায় সিসিটিভি ক্যামেরার নজরদারিও চলছে সারাক্ষণ ৷

নয়া সংসদ ভবন থেকে দু'কিলোমিটার দূরত্বে ভারতীয় কুস্তিগীররা অবস্থান বিক্ষোভ করছেন ৷ রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতি ব্রিজভূষণ সিংয়ের গ্রেফতারির দাবিতে কুস্তিগিররা অবস্থান বিক্ষোভ করছেন ৷ তাঁর বিরুদ্ধে মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থার অভিযোগ উঠেছে ৷ নিজেদের দাবি নিয়ে বেশ কয়েকমাস ধরেই সরব তাঁরা।

তাঁরা হুঁশিয়ারি দিয়েছেন, যে কোনও মূল্যে মহিলা কুস্তিগিররা তাঁদের 'মহিলা মহাপঞ্চায়েত' নিয় এই নয়া সংসদ ভবনের কাছে পৌঁছবেন ৷ তাই আগেভাগে বিশাল পুলিশবাহিনী, পুলিশ পিকেট, ব্যারিকেড দিয়ে প্রয়োজনীয় বন্দোবস্ত করেছে পুলিশ প্রশাসন ৷ এই কুস্তিগিরদের পাশে থাকার বার্তা দিয়েছেন ভারতীয় কিষাণ ইউনিয়ন বা বিকেইউ নেতা রাকেশ টিকায়েত ৷ 2019-20 সালের কৃষক আন্দোলনের অন্যতম মুখ হয়ে উঠেছিলেন তিনি ৷

আরও পড়ুন: মোদির হাতে সেঙ্গল, ঐতিহাসিক রাজদণ্ডেই শুরু নতুন ইতিহাস

এই কৃষক নেতা জানিয়েছেন, রবিবার সকাল সাড়ে 10টা নাগাদ তিনি দিল্লির গাজিয়াপুর সীমানায় হাজির হবেন ৷ এরপর আন্দোলনকারী কুস্তিগিরদের সমর্থন করতে রাজধানীতে প্রবেশ করবে কৃষকদের দল ৷ দিল্লিতে ঢোকার অন্য রাস্তাগুলি দিয়েও কৃষকেরা রাজধানীতে প্রবেশ করবে বলে জানিয়েছেন টিকায়েত ৷

এমন পরিস্থিতির মোকাবিলায় আগেভাগে বিশেষ ব্যবস্থা নিয়েছে পুলিশ প্রশাসন ৷ দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন বা এমসিডিকে সাময়িক কারাগারের বন্দোবস্ত করার অনুরোধ জানিয়েছে পুলিশ ৷ কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে এমসি প্রাইমারি গার্লস স্কুল, কাঞ্জাওয়ালা চৌক, ওল্ড বাওয়ানায় সংশ্লিষ্ট ব্যক্তিদের আটক করে রাখা হবে ৷

পুলিশের এক উচ্চাধিকারিক জানিয়েছেন, দিল্লির সীমানায় কড়া নজরদারি চলছে ৷ পুলিশ পিকেটের সংখ্যা বাড়ানো হয়েছে ৷ একের পর এক ব্যারিকেড রাখা হয়েছে ৷ রাজধানীতে ঢোকার আগে প্রত্যেক ব্যক্তিকে ভালোভাবে পরীক্ষা করে তবেই প্রবেশের অনুমতি দেওয়া হবে ৷ এমনকী বাদ যাচ্ছে না যানবাহন ৷ প্রতিটি গাড়ি পরীক্ষা করে দেখবে পুলিশ ৷ তাই আজ রাজধানীতে কোনও ভাবে আইন ও শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে দেবে না পুলিশ-প্রশাসন ৷

আরও পড়ুন: রবিবার উদ্বোধন নতুন সংসদ ভবনের, কেমন দেখতে সংসদের অন্দরমহল; দেখে নিন এক নজরে

নয়াদিল্লি, 28 মে: কথা ছিল আগে থেকেই ৷ সেই মতো রবিবার সাভারকর জয়ন্তীতে উদ্বোধন হল নয়া সংসদ ভবনের ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবিবার সকাল 9টা নাগাদ পুজো সেরে সেঙ্গল স্থাপন করেন নয়া সংসদ ভবনের লোকসভা কক্ষে ৷ দুপুর নাগাদ দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠান হওয়ার কথা ৷ উদ্বোধন করে এই নয়া ভবনটিকে দেশের জন্য উৎসর্গ করেন প্রধানমন্ত্রী।

বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে পুজোর সূচনা হয় ৷ এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে সেঙ্গল তুলে দেন তামিলনাড়ুর আধিনাম সন্ন্যাসীরা ৷ লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এই উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন ৷ কেন্দ্রীয় সরকার এই উদ্বোধনী অনুষ্ঠানের বিস্তারিত তথ্য প্রকাশ্যে আনেনি ৷ সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে, এই উদ্বোধনী অনুষ্ঠানটি দু'টি পর্যায়ে হবে ৷ প্রায় 20টি দল এই অনুষ্ঠান বয়কট করেছে ৷ আর ওয়াইএসআরকংগ্রেস, বিজেডি-সহ 25টি দল এই উদ্বোধনী অনুষ্ঠানে থাকার কথা আগেই জানা গিয়েছে ৷ এই দলগুলির মধ্যে বেশির ভাগই বিজেপির নেতৃত্বে গঠিত এনডিএ সরকারের অংশ নয় ৷

সকাল 7.15 মিনিট থেকে অনুষ্ঠানের সূচনা হয় ৷ ধুতি-পাঞ্জাবিতে সুসজ্জিত হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একা প্রবেশ করেন নয়া সংসদ ভবনের 1 নং গেট দিয়ে ৷ তাঁর সঙ্গে ছিলেন না রাষ্ট্রপতি, উপ-রাষ্ট্রপতি, কোনও মন্ত্রী, নেতা বা রাজনৈতিক ব্যক্তিত্ব ৷ তাঁকে স্বাগত জানান লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ৷

এরপর আরও নানা ধরনের অনুষ্ঠান হওয়ার কথা দিনের বিভিন্ন সময়ে। আজ এই অনুষ্ঠানে বহু বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন ৷ স্বভাবতই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা দিল্লি ৷ লুটিয়েন'স দিল্লির সর্বত্রই শুধু পুলিশ আর নিরাপত্তা বাহিনীর জওয়ানদের সদর্প উপস্থিতি ৷ নয়া সংসদ ভবনের চারদিকে বহু স্তরীয় ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে ৷ এই ভবনটি উচ্চ-নিরাপত্তা এলাকায় অবস্থিত হওয়ায় সিসিটিভি ক্যামেরার নজরদারিও চলছে সারাক্ষণ ৷

নয়া সংসদ ভবন থেকে দু'কিলোমিটার দূরত্বে ভারতীয় কুস্তিগীররা অবস্থান বিক্ষোভ করছেন ৷ রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতি ব্রিজভূষণ সিংয়ের গ্রেফতারির দাবিতে কুস্তিগিররা অবস্থান বিক্ষোভ করছেন ৷ তাঁর বিরুদ্ধে মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থার অভিযোগ উঠেছে ৷ নিজেদের দাবি নিয়ে বেশ কয়েকমাস ধরেই সরব তাঁরা।

তাঁরা হুঁশিয়ারি দিয়েছেন, যে কোনও মূল্যে মহিলা কুস্তিগিররা তাঁদের 'মহিলা মহাপঞ্চায়েত' নিয় এই নয়া সংসদ ভবনের কাছে পৌঁছবেন ৷ তাই আগেভাগে বিশাল পুলিশবাহিনী, পুলিশ পিকেট, ব্যারিকেড দিয়ে প্রয়োজনীয় বন্দোবস্ত করেছে পুলিশ প্রশাসন ৷ এই কুস্তিগিরদের পাশে থাকার বার্তা দিয়েছেন ভারতীয় কিষাণ ইউনিয়ন বা বিকেইউ নেতা রাকেশ টিকায়েত ৷ 2019-20 সালের কৃষক আন্দোলনের অন্যতম মুখ হয়ে উঠেছিলেন তিনি ৷

আরও পড়ুন: মোদির হাতে সেঙ্গল, ঐতিহাসিক রাজদণ্ডেই শুরু নতুন ইতিহাস

এই কৃষক নেতা জানিয়েছেন, রবিবার সকাল সাড়ে 10টা নাগাদ তিনি দিল্লির গাজিয়াপুর সীমানায় হাজির হবেন ৷ এরপর আন্দোলনকারী কুস্তিগিরদের সমর্থন করতে রাজধানীতে প্রবেশ করবে কৃষকদের দল ৷ দিল্লিতে ঢোকার অন্য রাস্তাগুলি দিয়েও কৃষকেরা রাজধানীতে প্রবেশ করবে বলে জানিয়েছেন টিকায়েত ৷

এমন পরিস্থিতির মোকাবিলায় আগেভাগে বিশেষ ব্যবস্থা নিয়েছে পুলিশ প্রশাসন ৷ দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন বা এমসিডিকে সাময়িক কারাগারের বন্দোবস্ত করার অনুরোধ জানিয়েছে পুলিশ ৷ কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে এমসি প্রাইমারি গার্লস স্কুল, কাঞ্জাওয়ালা চৌক, ওল্ড বাওয়ানায় সংশ্লিষ্ট ব্যক্তিদের আটক করে রাখা হবে ৷

পুলিশের এক উচ্চাধিকারিক জানিয়েছেন, দিল্লির সীমানায় কড়া নজরদারি চলছে ৷ পুলিশ পিকেটের সংখ্যা বাড়ানো হয়েছে ৷ একের পর এক ব্যারিকেড রাখা হয়েছে ৷ রাজধানীতে ঢোকার আগে প্রত্যেক ব্যক্তিকে ভালোভাবে পরীক্ষা করে তবেই প্রবেশের অনুমতি দেওয়া হবে ৷ এমনকী বাদ যাচ্ছে না যানবাহন ৷ প্রতিটি গাড়ি পরীক্ষা করে দেখবে পুলিশ ৷ তাই আজ রাজধানীতে কোনও ভাবে আইন ও শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে দেবে না পুলিশ-প্রশাসন ৷

আরও পড়ুন: রবিবার উদ্বোধন নতুন সংসদ ভবনের, কেমন দেখতে সংসদের অন্দরমহল; দেখে নিন এক নজরে

Last Updated : May 28, 2023, 12:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.