ETV Bharat / bharat

আত্মপ্রকাশ করল ছোটদের জন্য নতুন চ্যানেল ইটিভি বাল্যভারত - ইটিভি বাল্যভারতের উদ্বোধন

ছোটরা বরাবরই কার্টুন ভালোবাসে ৷ আর তা যদি নিজের মাতৃভাষায় পাওয়া যায় , তাহলে তো আর কথাই নেই ৷ সেই কথা ভেবেই ছোটদের মনোরঞ্জন করার জন্য ইটিভি বাল্যভারতের আত্মপ্রকাশ ৷ ইংরেজি, হিন্দি ও বাংলার পাশাপাশি গুজরাতি, কন্নড়, মারাঠি, মালায়ালম, ওড়িয়া, পঞ্জাবি, তেলেগু এবং তামিল ভাষায় শুরু হল এই চ্যানেল ।

etv-bal-bharat launched
etv-bal-bharat launched
author img

By

Published : Apr 27, 2021, 10:37 AM IST

Updated : Apr 27, 2021, 1:07 PM IST

হায়দরাবাদ, 27 এপ্রিল : উদ্বোধন হল ছোটদের জন্য নতুন বিনোদনমূলক চ্যানেল ইটিভি বাল্যভারত ৷ আজ সকাল সাড়ে 10টা নাগাদ চ্যানেলটির উদ্বোধন করলেন রামোজি গ্রুপ অফ কোম্পানিজ়ের চেয়ারম্যান রামোজি রাও ৷ এই টেলিভিশন চ্যানেলটি আর পাঁচটা চ্যানেলের থেকে সম্পূর্ণ আলাদা । বাংলাসহ মোট 12টি ভাষায় ছোটরা আনন্দ নিতে পারবে অভিমন্যু, প্যাকম্যান, মিলি জুলি, টিন ট্যানের মতো অ্যানিমেশন সিরিজ়ের ৷

ছোটরা বরাবরই কার্টুন ভালোবাসে ৷ আর তা যদি নিজের মাতৃভাষায় পাওয়া যায় , তাহলে তো আর কথাই নেই ৷ সেই কথা ভেবেই ছোটদের মনোরঞ্জন করার জন্য ইটিভি বাল্যভারতের আত্মপ্রকাশ ৷ ইংরেজি, হিন্দি ও বাংলার পাশাপাশি অহমিয়া, গুজরাতি, কন্নড়, মারাঠি, মালায়ালম, ওড়িয়া, পঞ্জাবি, তেলেগু এবং তামিল ভাষায় শুরু হল এই চ্যানেল । শুধু ছোট নয়, তরুণ দর্শকদেরও এই চ্যানেলটি হতাশ করবে না । এখানে যে কার্টুন অনুষ্ঠানগুলি সম্প্রচারিত হবে তা সকলের জন্যে মানানসই এবং বিনোদনমূলক ।

আজ ইটিভি বাল্য ভারতের উদ্বোধনী অনুষ্ঠানে এসে রামোজি গ্রুপের চেয়ারম্যান রামোজি রাও বলেন, আপনাদের জন্য সুন্দর উপহার । আপনার নিজের ভাষা এবং ইংরেজি ভাষাতেও এই চ্যানেল দেখতে পারেন । ছোটদের বলছি ইটিভি বাল্যভারতের সাহায্যে তোমরা ও তোমাদের বন্ধুরা সবাই মিলে উপভোগ করতে পারবে । আমার শুভকামনা রইল ।"

আত্মপ্রকাশ করল ছোটদের জন্য নতুন চ্যানেল ইটিভি বাল্যভারত

মনোরঞ্জনের একাধিক উপাদান থাকছে এখানে । স্বাস্থ্যকর অভিমন্যুর মতো কৌতুকপূর্ণ এবং কৌতুহল উদ্রেককারী অ্যানিমেটেড সিরিজ এখানে দেখানো হবে । এর ফলে শিশুদের মানসিক বিকাশ যেমন পরিপূর্ণভাবে হবে, তেমনই তারা অফুরন্ত আনন্দ উপভোগ করতে পারবে । শিশুমনের কৌতুহল উদ্রেক করতে এই চ্যানেলটি কার্যকরী ভূমিকা গ্রহণ করবে । বাস্তবের সঙ্গে সামঞ্জস্য রেখে এই চ্যানেলের অ্যাডভেঞ্চার, অ্যাকশন, কমেডি এবং গল্পগুলিকে তৈরি করা হয়েছে । বিভিন্ন আঞ্চলিক বৈশিষ্ট্যকে সামনে রেখে এবং তার মর্যাদা ও গ্রহণযোগ্যতা তুলে ধরে বিভিন্ন অনুষ্ঠান পরিবেশন করা হবে ।

হায়দরাবাদ, 27 এপ্রিল : উদ্বোধন হল ছোটদের জন্য নতুন বিনোদনমূলক চ্যানেল ইটিভি বাল্যভারত ৷ আজ সকাল সাড়ে 10টা নাগাদ চ্যানেলটির উদ্বোধন করলেন রামোজি গ্রুপ অফ কোম্পানিজ়ের চেয়ারম্যান রামোজি রাও ৷ এই টেলিভিশন চ্যানেলটি আর পাঁচটা চ্যানেলের থেকে সম্পূর্ণ আলাদা । বাংলাসহ মোট 12টি ভাষায় ছোটরা আনন্দ নিতে পারবে অভিমন্যু, প্যাকম্যান, মিলি জুলি, টিন ট্যানের মতো অ্যানিমেশন সিরিজ়ের ৷

ছোটরা বরাবরই কার্টুন ভালোবাসে ৷ আর তা যদি নিজের মাতৃভাষায় পাওয়া যায় , তাহলে তো আর কথাই নেই ৷ সেই কথা ভেবেই ছোটদের মনোরঞ্জন করার জন্য ইটিভি বাল্যভারতের আত্মপ্রকাশ ৷ ইংরেজি, হিন্দি ও বাংলার পাশাপাশি অহমিয়া, গুজরাতি, কন্নড়, মারাঠি, মালায়ালম, ওড়িয়া, পঞ্জাবি, তেলেগু এবং তামিল ভাষায় শুরু হল এই চ্যানেল । শুধু ছোট নয়, তরুণ দর্শকদেরও এই চ্যানেলটি হতাশ করবে না । এখানে যে কার্টুন অনুষ্ঠানগুলি সম্প্রচারিত হবে তা সকলের জন্যে মানানসই এবং বিনোদনমূলক ।

আজ ইটিভি বাল্য ভারতের উদ্বোধনী অনুষ্ঠানে এসে রামোজি গ্রুপের চেয়ারম্যান রামোজি রাও বলেন, আপনাদের জন্য সুন্দর উপহার । আপনার নিজের ভাষা এবং ইংরেজি ভাষাতেও এই চ্যানেল দেখতে পারেন । ছোটদের বলছি ইটিভি বাল্যভারতের সাহায্যে তোমরা ও তোমাদের বন্ধুরা সবাই মিলে উপভোগ করতে পারবে । আমার শুভকামনা রইল ।"

আত্মপ্রকাশ করল ছোটদের জন্য নতুন চ্যানেল ইটিভি বাল্যভারত

মনোরঞ্জনের একাধিক উপাদান থাকছে এখানে । স্বাস্থ্যকর অভিমন্যুর মতো কৌতুকপূর্ণ এবং কৌতুহল উদ্রেককারী অ্যানিমেটেড সিরিজ এখানে দেখানো হবে । এর ফলে শিশুদের মানসিক বিকাশ যেমন পরিপূর্ণভাবে হবে, তেমনই তারা অফুরন্ত আনন্দ উপভোগ করতে পারবে । শিশুমনের কৌতুহল উদ্রেক করতে এই চ্যানেলটি কার্যকরী ভূমিকা গ্রহণ করবে । বাস্তবের সঙ্গে সামঞ্জস্য রেখে এই চ্যানেলের অ্যাডভেঞ্চার, অ্যাকশন, কমেডি এবং গল্পগুলিকে তৈরি করা হয়েছে । বিভিন্ন আঞ্চলিক বৈশিষ্ট্যকে সামনে রেখে এবং তার মর্যাদা ও গ্রহণযোগ্যতা তুলে ধরে বিভিন্ন অনুষ্ঠান পরিবেশন করা হবে ।

Last Updated : Apr 27, 2021, 1:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.