ETV Bharat / bharat

নেতাজির ভাইঝির প্রয়াণে শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

চিত্রা ঘোষ রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতির সঙ্গে জড়িত ছিলেন। তার পর তিনি শিক্ষাজগতের সঙ্গে যুক্ত হন। দীর্ঘ সময় তিনি বেথুন কলেজে শিক্ষকতা করেছেন।

Netaji''s niece Chitra Ghosh dies of cardiac arrest, PM condoles
নেতাজির ভাইঝির প্রয়াণে শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর
author img

By

Published : Jan 8, 2021, 4:11 PM IST

দিল্লি, 8 জানুয়ারি : নেতাজির ভাইঝি ও শরৎচন্দ্র বোসের কনিষ্ঠ কন্যা চিত্রা ঘোষ পরলোকগমন করেছেন গতকাল। এই ঘটনা নিয়ে শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কয়েক বছর আগে চিত্রাদেবীর সঙ্গে দেখাও করেছিলেন প্রধানমন্ত্রী। সেই সময় নানা বিষয়ে তাঁর সঙ্গে আলোচনা করেছিলেন। সেই কথার স্মৃতি তুলে ধরেছেন প্রধানমন্ত্রী।

এই নিয়ে মোদি টুইট করেছেন। সেখানে তিনি লিখেছেন, "শিক্ষাজগত ও সামাজিক ক্ষেত্রে প্রফেসর চিত্রা ঘোষের অসাধারণ অবদান রয়েছে। আমি তাঁর সঙ্গে আমার কথা বলার স্মৃতি মনে করছিলাম। যখন আমরা নেতাজি সংক্রান্ত ফাইল প্রকাশ-সহ একাধিক বিষয়ে আলোচনা করেছি। তাঁর প্রয়াণে দুঃখ পেয়েছি। তাঁর পরিবারকে জানাই সমবেদনা। ওম শান্তি।"

আরও পড়ুন: রাজনীতিতে প্রবেশের ইচ্ছাপ্রকাশ রবার্ট বঢরার

চিত্রা ঘোষ রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতির সঙ্গে জড়িত ছিলেন। তার পর তিনি শিক্ষাজগতের সঙ্গে যুক্ত হন। দীর্ঘ সময় তিনি বেথুন কলেজে শিক্ষকতা করেছেন। লেডি ব্র্যাবোর্ন কলেজে পলিটিক্যাল সায়েন্স বিভাগের প্রধানের দায়িত্বও তিনি সামলেছেন। পলিটিক্যাল সায়েন্স ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে তিনি কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অতিথি অধ্যাপক হিসেবেও পড়িয়েছেন। পরে তিনি নেতাজি ইনস্টিটিউট ফর এশিয়ান স্টাডিজ়ে সামাজিক ও রাজনীতির ইতিহাস নিয়ে পড়িয়েছেন। এছাড়া একাধিক বইও লিখেছেন চিত্রাদেবী।

দিল্লি, 8 জানুয়ারি : নেতাজির ভাইঝি ও শরৎচন্দ্র বোসের কনিষ্ঠ কন্যা চিত্রা ঘোষ পরলোকগমন করেছেন গতকাল। এই ঘটনা নিয়ে শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কয়েক বছর আগে চিত্রাদেবীর সঙ্গে দেখাও করেছিলেন প্রধানমন্ত্রী। সেই সময় নানা বিষয়ে তাঁর সঙ্গে আলোচনা করেছিলেন। সেই কথার স্মৃতি তুলে ধরেছেন প্রধানমন্ত্রী।

এই নিয়ে মোদি টুইট করেছেন। সেখানে তিনি লিখেছেন, "শিক্ষাজগত ও সামাজিক ক্ষেত্রে প্রফেসর চিত্রা ঘোষের অসাধারণ অবদান রয়েছে। আমি তাঁর সঙ্গে আমার কথা বলার স্মৃতি মনে করছিলাম। যখন আমরা নেতাজি সংক্রান্ত ফাইল প্রকাশ-সহ একাধিক বিষয়ে আলোচনা করেছি। তাঁর প্রয়াণে দুঃখ পেয়েছি। তাঁর পরিবারকে জানাই সমবেদনা। ওম শান্তি।"

আরও পড়ুন: রাজনীতিতে প্রবেশের ইচ্ছাপ্রকাশ রবার্ট বঢরার

চিত্রা ঘোষ রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতির সঙ্গে জড়িত ছিলেন। তার পর তিনি শিক্ষাজগতের সঙ্গে যুক্ত হন। দীর্ঘ সময় তিনি বেথুন কলেজে শিক্ষকতা করেছেন। লেডি ব্র্যাবোর্ন কলেজে পলিটিক্যাল সায়েন্স বিভাগের প্রধানের দায়িত্বও তিনি সামলেছেন। পলিটিক্যাল সায়েন্স ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে তিনি কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অতিথি অধ্যাপক হিসেবেও পড়িয়েছেন। পরে তিনি নেতাজি ইনস্টিটিউট ফর এশিয়ান স্টাডিজ়ে সামাজিক ও রাজনীতির ইতিহাস নিয়ে পড়িয়েছেন। এছাড়া একাধিক বইও লিখেছেন চিত্রাদেবী।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.