নয়াদিল্লি, 9 জানুয়ারি: সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নিট স্নাতকোত্তরের (NEET-PG Counselling To begin) ভর্তি শুরু হচ্ছে আগামী 12 জানুয়ারি অর্থাৎ বুধবার থেকে ৷ রবিবার এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য (Union Health Minister Mansukh Mandaviya)৷
টুইটে একথা ঘোষণা করে তিনি জানিয়েছেন, "মাননীয় সুপ্রিম কোর্টের (Supreme Court on NEET PG councelling) নির্দেশ অনুযায়ী আবাসিক ডাক্তারদের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা মেনেই 2022 সালের 12 জানুয়ারি থেকে NEET-PG কাউন্সেলিং (NEET-PG Counselling For Medical Admissions To begin) শুরু করছে এমসিসি ৷ এই পদক্ষেপ দেশে কোভিড 19-এর বিরুদ্ধে লড়াইকে আরও শক্তিশালী করে তুলবে ৷ সব প্রার্থীদের জন্য আমার তরফে শুভেচ্ছা রইল ৷"
আরও পড়ুন: NEET PG councelling : 27 শতাংশ OBC, 10 শতাংশ EWS সংরক্ষণে ভর্তির সিদ্ধান্ত বহাল সুপ্রিম কোর্টে
গত শুক্রবার আবাসিক ডাক্তার ও মেডিক্যাল ছাত্রছাত্রীদের বিরাট স্বস্তি দেয় শীর্ষ আদালত ৷ সুপ্রিম কোর্ট 2021-22 শিক্ষাবর্ষে 27% ওবিসি সংরক্ষণ এবং 10% অর্থনৈতিক দুর্বল শ্রেণি বা ইডব্লিউএস সংরক্ষণে ভর্তির সিদ্ধান্ত বহাল রাখে ৷ 2021-22 শিক্ষাবর্ষে নিটের ভর্তিতে সর্বভারতীয় সংরক্ষণে 27% ওবিসি, 10% ইডব্লিউএস বজায় রাখা হয়েছে ৷ এমনকি 8 লক্ষ টাকা আয় পর্যন্ত মানুষকে অর্থনৈতিক দুর্বল শ্রেণির অন্তর্ভুক্ত করার ক্ষেত্রেও কোনও পরিবর্তন করা হয়নি ৷
আরও পড়ুন : Delhi Doctors Protest : দিল্লিতে পথে বসে স্বাস্থ্য পরিষেবা বন্ধের হুমকি চিকিৎসকদের
গত 25 অক্টোবর নিট কাউন্সেলিংয়ের মাধ্যমে ডাক্তারি পড়ুয়াদের ভর্তির কথা ছিল ৷ কিন্তু আদালত কেন্দ্রকে প্রশ্ন করে কেন অর্থনৈতিক দুর্বল শ্রেণির জন্য 8 লক্ষা টাকা আয়ের মাপকাঠি করেছে তারা ৷ এর ফলে পিছিয়ে যায় কাউন্সেলিং ৷ যার জেরে 50 হাজার আবাসিক ডাক্তারের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যায় ৷ সম্প্রতি এই নিয়ে দিল্লিতে চিকিৎসকেরা বিক্ষোভও দেখান ৷ কাউন্সেলিং শুরু হলে কোভিডের বাড়-বাড়ন্তের কঠিন পরিস্থিতিতে 45,000-এরও বেশি জুনিয়র ডাক্তার কাজে যোগ দিতে পারবেন ৷