ETV Bharat / bharat

NDRF Twitter handle hacked: হ্যাক হয়ে গেল এনডিআরএফ-এর অফিসিয়াল টুইটার হ্যান্ডেল

author img

By

Published : Jan 23, 2022, 1:10 PM IST

হ্যাক হয়ে গেল এনডিআরএফ-এর অফিসিয়াল টুইটার হ্যান্ডেল (NDRF Twitter handle hacked)৷ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ডিরেক্টর জেনারেল অতুল কারওয়াল (NDRF Director General Atul Karwal) ৷

ndrf-twitter-handle-hacked-will-look-into-it-right-away- says dg-atul-karwal
হ্যাক হয়ে গেল এনডিআরএফ-এর অফিসিয়াল টুইটার হ্যান্ডেল

নয়াদিল্লি, 23 জানুয়ারি: হ্যাক করা হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর অফিসিয়াল টুইটার হ্যান্ডেল (NDRF Twitter handle hacked) ৷ রবিবার একথা জানালেন এনডিআরএফ-এর ডিরেক্টর জেনারেল অতুল কারওয়াল ৷ বর্তমানে এই অ্যাকাউন্টটি সম্পূর্ণ নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে ৷ গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন এনডিআরএফ-এর ডিজি (NDRF Director General Atul Karwal) ৷

গত 19 জানুয়ারি পালিত হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর 17তম স্থাপনা দিবস (17th Raising Day of NDRF)৷ তার কয়েকদিন কাটতে না কাটতেই শনিবার হ্যাক হয়ে গেল এনডিআরএফ-এর টুইটার হ্যান্ডেল @NDRFHQ ৷ বর্তমানে সেই হ্যান্ডেল থেকে এনডিআরএফ-এর আগের কোনও পোস্ট দেখা যাচ্ছে না ৷ তবে দেখা যাচ্ছে, অফিসিয়াল ডিসপ্লেতে থাকা ছবি ৷ অন্যান্য হ্যান্ডেলের মতো এটি সক্রিয় অবস্থাতেও নেই ৷ অবিলম্বে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন এনডিআরএফ-এর ডিজি অতুল কারওয়াল ৷ শিগগিরই পুনরায় এই হ্যান্ডেলটি সক্রিয় হবে বলেও আশ্বস্ত করেছেন তিনি ৷

আরও পড়ুন: NDRF Deployment for Cyclone Jawad : জাওয়াদ মোকাবিলায় মোতায়েন এনডিআরএফের 64টি দল

2006 সালে গঠিত হয় এমডিআরএফ (NDRF twitter hacked) ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আওতায় থাকা এই বাহিনী এখনও পর্যন্ত 1.44 লাখেরও বেশি জীবন বাঁচিয়েছে এবং বিপর্যয়ে দেশে ও দেশের বাইরে আটকে পড়া 7 লাখেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছে ৷ 2011 সালে জাপানের ত্রয়ী বিপর্যয় ও 2015 সালে নেপালের ভয়াবহ ভূমিকম্পের সময় এনডিআরএফ-এর দ্রুত ও নিরলস পরিশ্রম গোটা বিশ্বের প্রশংসা কুড়িয়ে নিয়েছে ৷

আরও পড়ুন: NDRF : হাওড়ায় জলবন্দি বাড়ি থেকে বৃদ্ধার দেহ উদ্ধার বিপর্যয় মোকাবিলা বাহিনীর

নয়াদিল্লি, 23 জানুয়ারি: হ্যাক করা হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর অফিসিয়াল টুইটার হ্যান্ডেল (NDRF Twitter handle hacked) ৷ রবিবার একথা জানালেন এনডিআরএফ-এর ডিরেক্টর জেনারেল অতুল কারওয়াল ৷ বর্তমানে এই অ্যাকাউন্টটি সম্পূর্ণ নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে ৷ গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন এনডিআরএফ-এর ডিজি (NDRF Director General Atul Karwal) ৷

গত 19 জানুয়ারি পালিত হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর 17তম স্থাপনা দিবস (17th Raising Day of NDRF)৷ তার কয়েকদিন কাটতে না কাটতেই শনিবার হ্যাক হয়ে গেল এনডিআরএফ-এর টুইটার হ্যান্ডেল @NDRFHQ ৷ বর্তমানে সেই হ্যান্ডেল থেকে এনডিআরএফ-এর আগের কোনও পোস্ট দেখা যাচ্ছে না ৷ তবে দেখা যাচ্ছে, অফিসিয়াল ডিসপ্লেতে থাকা ছবি ৷ অন্যান্য হ্যান্ডেলের মতো এটি সক্রিয় অবস্থাতেও নেই ৷ অবিলম্বে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন এনডিআরএফ-এর ডিজি অতুল কারওয়াল ৷ শিগগিরই পুনরায় এই হ্যান্ডেলটি সক্রিয় হবে বলেও আশ্বস্ত করেছেন তিনি ৷

আরও পড়ুন: NDRF Deployment for Cyclone Jawad : জাওয়াদ মোকাবিলায় মোতায়েন এনডিআরএফের 64টি দল

2006 সালে গঠিত হয় এমডিআরএফ (NDRF twitter hacked) ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আওতায় থাকা এই বাহিনী এখনও পর্যন্ত 1.44 লাখেরও বেশি জীবন বাঁচিয়েছে এবং বিপর্যয়ে দেশে ও দেশের বাইরে আটকে পড়া 7 লাখেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছে ৷ 2011 সালে জাপানের ত্রয়ী বিপর্যয় ও 2015 সালে নেপালের ভয়াবহ ভূমিকম্পের সময় এনডিআরএফ-এর দ্রুত ও নিরলস পরিশ্রম গোটা বিশ্বের প্রশংসা কুড়িয়ে নিয়েছে ৷

আরও পড়ুন: NDRF : হাওড়ায় জলবন্দি বাড়ি থেকে বৃদ্ধার দেহ উদ্ধার বিপর্যয় মোকাবিলা বাহিনীর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.