ETV Bharat / bharat

NDRF Deployment for Cyclone Jawad : জাওয়াদ মোকাবিলায় মোতায়েন এনডিআরএফের 64টি দল - latest news on cyclone jawad

রবিবার ওড়িশা উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় জাওয়াদ ৷ পরিস্থিতির মোকাবিলায় এনডিআরএফের 64টি দল মোতায়েন করা হয়েছে (NDRF Deployment for Cyclone Jawad) ৷

13805417_thumbnail_3x2_ndrf_aspera.jpg
জাওয়াদ মোকাবিলায় মোতায়েন এনডিআরএফের 64টি দল
author img

By

Published : Dec 3, 2021, 5:39 PM IST

নয়াদিল্লি, 3 ডিসেম্বর : ঘূর্ণিঝড় জাওয়াদের মোকাবিলায় এনডিআরএফ-এর 64টি দলকে মোতায়েন করা হয়েছে (ndrf teams deployment for cyclone jawad) ৷ এনডিআরএফ-এর ডিজি অতুল কারওয়াল এই তথ্য দিয়েছেন ৷ তিনি জানিয়েছেন 46টি দল ইতিমধ্যে উপকূলবর্তী এলাকায় পৌঁছে গিয়েছে ৷ তাদের সেখানেই পাঠানো হয়েছে, যেখানে জাওয়াদের প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে বলে মনে করা হচ্ছে ৷ আর বাকি 18টি দলকে আপাতত রিজার্ভে রাখা হয়েছে ৷ প্রয়োজন পড়লে তাদেরও ব্যবহার করা হবে ৷

বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই ঘূর্ণিঝড় জাওয়াদ আছড়ে পড়ার কথা ওড়িশা উপকূলে ৷ এর প্রভাব অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ছাড়াও পড়বে পশ্চিমবঙ্গে ৷ তাই ঘূর্ণিঝড়ের আগে সতর্কতামূলক ব্যবস্থা নিতে ও পরে ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে দ্রুত উদ্ধারকাজ শুরু করতেই ওই দলগুলিকে মোতায়েন করা হয়েছে বলে তিনি জানান ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন যে, এনডিআরএফ-এর একটি দলে 30 জন সদস্য থাকেন ৷ তাঁদের কাছে সব রকমের পরিকাঠামো থাকে ৷ বিদ্যুতের তার কাটা, গাছ কাটা থেকে সব বিপর্যয় সামাল দিতে পারে তারা ৷ এবার বিপর্যয় সঠিকভাবে মোকাবিলা করা যাবে বলে আশা প্রকাশ করেছেন অতুল কারওয়াল ৷

আরও পড়ুন : Cyclone Jawad Updates: শনিবারই আছড়ে পড়বে ঘূর্ণিঝড় জাওয়াদ, প্রভাব বাংলাতেও

আগামী রবিবার ওড়িশা উপকূলে ওই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার কথা ৷ সেই নিয়ে ইতিমধ্যে পরিস্থিতি পর্যালোচনা করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi Reviewd Situation) নেতৃত্বে তৈরি জাতীয় বিপর্যয় মোকাবিলা কমিটি (NCMC) ৷ রবিবার ভোর পর্যন্ত পরিস্থিতির উপর নজর রাখছেন সরকারের শীর্ষ আধিকারিকরা ৷

নয়াদিল্লি, 3 ডিসেম্বর : ঘূর্ণিঝড় জাওয়াদের মোকাবিলায় এনডিআরএফ-এর 64টি দলকে মোতায়েন করা হয়েছে (ndrf teams deployment for cyclone jawad) ৷ এনডিআরএফ-এর ডিজি অতুল কারওয়াল এই তথ্য দিয়েছেন ৷ তিনি জানিয়েছেন 46টি দল ইতিমধ্যে উপকূলবর্তী এলাকায় পৌঁছে গিয়েছে ৷ তাদের সেখানেই পাঠানো হয়েছে, যেখানে জাওয়াদের প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে বলে মনে করা হচ্ছে ৷ আর বাকি 18টি দলকে আপাতত রিজার্ভে রাখা হয়েছে ৷ প্রয়োজন পড়লে তাদেরও ব্যবহার করা হবে ৷

বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই ঘূর্ণিঝড় জাওয়াদ আছড়ে পড়ার কথা ওড়িশা উপকূলে ৷ এর প্রভাব অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ছাড়াও পড়বে পশ্চিমবঙ্গে ৷ তাই ঘূর্ণিঝড়ের আগে সতর্কতামূলক ব্যবস্থা নিতে ও পরে ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে দ্রুত উদ্ধারকাজ শুরু করতেই ওই দলগুলিকে মোতায়েন করা হয়েছে বলে তিনি জানান ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন যে, এনডিআরএফ-এর একটি দলে 30 জন সদস্য থাকেন ৷ তাঁদের কাছে সব রকমের পরিকাঠামো থাকে ৷ বিদ্যুতের তার কাটা, গাছ কাটা থেকে সব বিপর্যয় সামাল দিতে পারে তারা ৷ এবার বিপর্যয় সঠিকভাবে মোকাবিলা করা যাবে বলে আশা প্রকাশ করেছেন অতুল কারওয়াল ৷

আরও পড়ুন : Cyclone Jawad Updates: শনিবারই আছড়ে পড়বে ঘূর্ণিঝড় জাওয়াদ, প্রভাব বাংলাতেও

আগামী রবিবার ওড়িশা উপকূলে ওই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার কথা ৷ সেই নিয়ে ইতিমধ্যে পরিস্থিতি পর্যালোচনা করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi Reviewd Situation) নেতৃত্বে তৈরি জাতীয় বিপর্যয় মোকাবিলা কমিটি (NCMC) ৷ রবিবার ভোর পর্যন্ত পরিস্থিতির উপর নজর রাখছেন সরকারের শীর্ষ আধিকারিকরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.