মুম্বাই, 7 জানুয়ারি : কৃষক আন্দোলন নিয়ে চলা টুইট বিতর্কে নতুন মাত্রা ৷ এবার মুখ খুললেন এনসিপি (জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি) প্রধান শরদ পাওয়ার । তিনি খোদ সচিন তেণ্ডুলকরকে ভেবেচিন্তে কথা বলার পরামর্শ দিলেন ।
দিল্লির কৃষক বিক্ষোভকে সমর্থন করে বিভিন্ন আন্তর্জাতিক ব্যক্তিত্বরা টুইট করার পর কড়া বার্তা দেওয়া হয় ভারতের বিদেশ মন্ত্রকের তরফে ৷ এই প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র টুইটের পর কেন্দ্রীয় সরকারের সমর্থনে বলিউড তারকা থেকে দেশের ক্রিকেটাররা একযোগে টুইট করতে শুরু করেন । সরকারের সমর্থনে এই টুইট করার পরই অনুরাগীদের ক্ষোভের শিকার হন সেলেবরা । টুইটারে কার্যত তারকাদের তুলধোনা করেন ভক্তরা । যা থেকে বাদ পড়েননি ক্রিকেট ঈশ্বরও সচিন তেন্ডুলকরও ৷ সচিন ঐক্যবদ্ধভারত নিয়ে টুইট করায় ক্ষোভে ফেটে পড়েন অনুরাগীরা । ভক্তদের বক্তব্য, সচিন এতদিন কৃষক আন্দোলন নিয়ে এক লাইন লেখেননি, এখন লিখছেন কেন ! এবার একই বিষয়ে মুখ খুললেন এনসিপি প্রধান শরদ পাওয়ার । তিনি বলেন, "অনেক ভারতীয় তারকাকেই এই বিষয়ে কটাক্ষের শিকার হতে হয়েছে । সচিনকে আমি পরামর্শ দেব, ক্রিকেটের বাইরের বিষয়ে কথা বললে যেন আরও বেশি সতর্ক হয়ে কথা বলেন ।"
-
#WATCH: NCP chief Sharad Pawar says, "Many people have reacted sharply to the stand taken by them (Indian celebrities). I would advise Sachin (Tendulkar) to exercise caution while speaking about any other field." pic.twitter.com/adUmovzzDX
— ANI (@ANI) February 6, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#WATCH: NCP chief Sharad Pawar says, "Many people have reacted sharply to the stand taken by them (Indian celebrities). I would advise Sachin (Tendulkar) to exercise caution while speaking about any other field." pic.twitter.com/adUmovzzDX
— ANI (@ANI) February 6, 2021#WATCH: NCP chief Sharad Pawar says, "Many people have reacted sharply to the stand taken by them (Indian celebrities). I would advise Sachin (Tendulkar) to exercise caution while speaking about any other field." pic.twitter.com/adUmovzzDX
— ANI (@ANI) February 6, 2021
আরও পডু়ন : ঈশ্বরের পতন ! "সব শ্রদ্ধা হারালাম" জানিয়ে দিলেন ভক্তরা
কৃষক আন্দোলনে খালিস্তানি যোগ প্রসঙ্গেও এদিন কেন্দ্রের তীব্র নিন্দা করেন পাওয়ার । তাঁর কথায়, "অভিযোগ উঠছে যাঁদের বিরুদ্ধে তাঁরা এদেশের অন্নদাতা কৃষক । তাঁদের খালিস্তানি কিংবা সন্ত্রাসবাদী বলা একেবারেই উচিত নয় ।"