ETV Bharat / bharat

Sharad Pawar On Goa Election: গোয়ায় কংগ্রেস-তৃণমূলের সঙ্গে জোটের বার্তা পাওয়ারের

author img

By

Published : Jan 11, 2022, 7:08 PM IST

গোয়ায় বিধানসভা ভোটে সমমনোভাবাপন্ন দলগুলির সঙ্গে একসঙ্গে লড়ার বার্তা দিলেন এনসিপি প্রধান শরদ পাওয়ার (Sharad Pawar On Goa Election) ৷ জোট গড়া নিয়ে কংগ্রেস এবং তৃণমূলের সঙ্গে কথা চলছে বলেও জানান তিনি ৷

Sharad Pawar On Goa Election
গোয়ায় কংগ্রেস-তৃণমূলের সঙ্গে জোটের বার্তা পাওয়ারের

মুম্বই, 11 জানুয়ারি: আগামী মাসেই বিধানসভা ভোট রয়েছে গোয়ায় ৷ গোয়ায় শাসকদল বিজেপিকে রুখতে কংগ্রেস ও তৃণমূলের সঙ্গে জোট গড়ার ইঙ্গিত দিলেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার ৷ সংবাদ সংস্থা এএনআইকে তিনি জানিয়েছেন, গোয়ায় জোট গড়তে কংগ্রেস ও তৃণমূলের সঙ্গে কথা চলছে (Sharad Pawar On Goa Election) ৷ মঙ্গলবার তিনি বলেন, " বিজেপিকে হারাতে সমমনোভাবাপন্ন দলগুলির সঙ্গে একসঙ্গে লড়তে চাই ৷ " এর জন্য তিনি অন্যান্য বিরোধী দলগুলির সঙ্গে কথা বলার বিষয়েও আগ্রহ প্রকাশ করেন ৷ এই বিষয়ে এনসিপি নেতা প্রফুল প্যাটেল, শিবসেনা নেতা সঞ্জয় রাউত কংগ্রেসের সঙ্গে কথা বলেছেন বলেও এনসিপি প্রধান জানান ৷

গোয়ার নির্বাচন প্রসঙ্গে বলতে গিয়ে পাওয়ার বলেন, "আমাদের একটাই লক্ষ্য যেভাবেই হোক বিজেপিকে পরাস্ত করতে হবে ৷ গোয়ায় পরিবর্তন প্রয়োজন ৷ ক্ষমতা থেকে বিজেপিকে হটানোই আমাদের প্রধান লক্ষ্য ৷ " তিনি আরও বলেন, "গোয়ায় নির্বাচনে বিজেপি সাম্প্রদায়িকতাকে সামনে রেখেই লড়বে ৷ তবে আমি নিশ্চিত সাধারণ মানুষ তা গ্রহণ করবে না ৷ "গোয়ার নির্বাচনকে পাখির চোখ করেছে তৃণমূল ৷ ইতিমধ্যেই সেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী-সহ একাধিক কংগ্রেস নেতা তৃণমূলে যোগ দিয়েছেন ৷ যার জেরে কংগ্রেস ও তৃণমূলের ফাটল আরও চওড়া হয়েছে ৷ কংগ্রেস সাফ জানিয়ে দিয়েছে, গোয়ায় তারা কোনওভাবেই তৃণমূলের সঙ্গে জোট করবে না ৷ এই পরিস্থিতিতে শরদ পাওয়ারের কংগ্রেস এবং তৃণমূলের সঙ্গে জোট গঠনের বার্তা কীভাবে ফলপ্রসু হয়, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল ৷

আরও পড়ুন: আজ শরদ পাওয়ারের বাড়িতে তৃণমূল সুপ্রিমো মমতা

আগামী মাসেই 5 রাজ্যের বিধানসভা ভোট ৷ এই 5 রাজ্যের মধ্যে গোয়া, মনিপুর এবং উত্তরপ্রদেশের নির্বাচনে লড়াইয়ের বার্তাও দেন পাওয়ার ৷ উত্তরপ্রদেশে বিজেপি মন্ত্রীর সমাজবাদী পার্টিতেও যোগ নিয়েও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে একহাত নেন তিনি ৷ পাশাপাশি সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব বৈঠক ডাকলে সেই বৈঠকে যোগদানের বার্তাও দেন পাওয়ার ৷

মুম্বই, 11 জানুয়ারি: আগামী মাসেই বিধানসভা ভোট রয়েছে গোয়ায় ৷ গোয়ায় শাসকদল বিজেপিকে রুখতে কংগ্রেস ও তৃণমূলের সঙ্গে জোট গড়ার ইঙ্গিত দিলেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার ৷ সংবাদ সংস্থা এএনআইকে তিনি জানিয়েছেন, গোয়ায় জোট গড়তে কংগ্রেস ও তৃণমূলের সঙ্গে কথা চলছে (Sharad Pawar On Goa Election) ৷ মঙ্গলবার তিনি বলেন, " বিজেপিকে হারাতে সমমনোভাবাপন্ন দলগুলির সঙ্গে একসঙ্গে লড়তে চাই ৷ " এর জন্য তিনি অন্যান্য বিরোধী দলগুলির সঙ্গে কথা বলার বিষয়েও আগ্রহ প্রকাশ করেন ৷ এই বিষয়ে এনসিপি নেতা প্রফুল প্যাটেল, শিবসেনা নেতা সঞ্জয় রাউত কংগ্রেসের সঙ্গে কথা বলেছেন বলেও এনসিপি প্রধান জানান ৷

গোয়ার নির্বাচন প্রসঙ্গে বলতে গিয়ে পাওয়ার বলেন, "আমাদের একটাই লক্ষ্য যেভাবেই হোক বিজেপিকে পরাস্ত করতে হবে ৷ গোয়ায় পরিবর্তন প্রয়োজন ৷ ক্ষমতা থেকে বিজেপিকে হটানোই আমাদের প্রধান লক্ষ্য ৷ " তিনি আরও বলেন, "গোয়ায় নির্বাচনে বিজেপি সাম্প্রদায়িকতাকে সামনে রেখেই লড়বে ৷ তবে আমি নিশ্চিত সাধারণ মানুষ তা গ্রহণ করবে না ৷ "গোয়ার নির্বাচনকে পাখির চোখ করেছে তৃণমূল ৷ ইতিমধ্যেই সেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী-সহ একাধিক কংগ্রেস নেতা তৃণমূলে যোগ দিয়েছেন ৷ যার জেরে কংগ্রেস ও তৃণমূলের ফাটল আরও চওড়া হয়েছে ৷ কংগ্রেস সাফ জানিয়ে দিয়েছে, গোয়ায় তারা কোনওভাবেই তৃণমূলের সঙ্গে জোট করবে না ৷ এই পরিস্থিতিতে শরদ পাওয়ারের কংগ্রেস এবং তৃণমূলের সঙ্গে জোট গঠনের বার্তা কীভাবে ফলপ্রসু হয়, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল ৷

আরও পড়ুন: আজ শরদ পাওয়ারের বাড়িতে তৃণমূল সুপ্রিমো মমতা

আগামী মাসেই 5 রাজ্যের বিধানসভা ভোট ৷ এই 5 রাজ্যের মধ্যে গোয়া, মনিপুর এবং উত্তরপ্রদেশের নির্বাচনে লড়াইয়ের বার্তাও দেন পাওয়ার ৷ উত্তরপ্রদেশে বিজেপি মন্ত্রীর সমাজবাদী পার্টিতেও যোগ নিয়েও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে একহাত নেন তিনি ৷ পাশাপাশি সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব বৈঠক ডাকলে সেই বৈঠকে যোগদানের বার্তাও দেন পাওয়ার ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.