মুম্বই, 13 জানুয়ারি : বিধানসভা ভোট ঘোষণা হতেই উত্তরপ্রদেশ বিজেপিতে ভাঙন শুরু হয়েছে ৷ রোজই কেউ না কেউ গেরুয়া শিবির ছেড়ে বেরিয়ে আসছেন ৷ এটাই বিজেপির শেষের শুরু বলে মনে করছেন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি বা এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার (Pawar Attack on UP BJP) ৷
বৃহস্পতিবার তিনি বিজেপিকে কটাক্ষ করে বলেছেন, ‘‘এমন একটা দিন যাচ্ছে না, যেদিন কেউ বিজেপি ছাড়ছে না ৷ উত্তরপ্রদেশের উদারহণই দেখুন ৷ 13 জন বিধায়ক বিজেপি ছাড়লেন অন্য দলে যোগ দিতে ৷ আমি জানতে পেরেছি আজই আরও চারজন বিজেপি বিধায়ক দল ছাড়বে (ncp chief sahard pawar says more leader will quits bjp soon) ৷’’
এখানে উল্লেখ করা প্রয়োজন, উত্তরপ্রদেশ বিজেপিতে এখন প্রস্থান পর্ব শুরু হয়েছে ৷ গত সোমবার থেকে বিজেপিতে ভাঙন শুরু হয়েছে ৷ প্রথমে বিজেপি ছেড়ে সমাজবাদী পার্টিতে যোগদান করেন যোগী আদিত্যনাথ সরকারের মন্ত্রী স্বামী প্রসাদ মৌর্য ৷
তারপর একে একে বাকিরাও দল ছাড়তে শুরু করেছেন ৷ বৃহস্পতিবার দল ছাড়েন বিজেপি বিধায়ক মুকেশ বর্মা ৷ পরে যোগী সরকারের মন্ত্রী ধরম সিং সাইনিও মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়েছেন ৷ বিজেপি ছেড়ে যোগ দিয়েছেন সমাজবাদী পার্টিতে ৷ যাঁরা গেরুয়া শিবির ত্যাগ করছেন সকলেই স্বামী প্রসাদ মৌর্যর অনুগামী বলেই জানা গিয়েছে ৷ আর এই পরিস্থিতিতেই কটাক্ষ করেছেন শরদ পাওয়ার ৷
প্রসঙ্গত, উত্তরপ্রদেশে সাত দফায় বিধানসভা ভোট (UP Assembly Polls 2022) ৷ আগামী 10 ফেব্রুয়ারি থেকে 7 মার্চ পর্যন্ত ওই রাজ্যের 403টি বিধানসভা আসনে নির্বাচন ৷ 10 মার্চ ভোটের ফল ঘোষণা ৷ গত সপ্তাহে ভোট ঘোষণা হয় ৷ তারপর শরদ পাওয়ার উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির সঙ্গে জোট গড়ে ভোটে লড়ার ঘোষণাও করেন ৷
আরও পড়ুন : UP Assembly Polls 2022 : যোগী-রাজ্যে বিজেপিতে ভাঙন চলছেই, দল ছাড়লেন আরও এক বিধায়ক