ETV Bharat / bharat

Drug Trafficking: দফায় দফায় এনসিবি অভিযান মুম্বইয়ে, 135 কোটি টাকার মাদক-সহ গ্রেফতার 9 পাচারকারী

মুম্বইয়ে দফায় দফায় অভিযান এনসিবির ৷ তিন জায়াগা থেকে 6 কেজি 958গ্রাম কোকোন, 199 কেজি 25 কেজি ঘুমের ওষুধ বাজেয়াপ্ত করেছে পুলিশ ৷ সেইসঙ্গে 3 জন বিদেশি-সহ 9 জন পাচারকারীকে গ্রেফতার করেছে এনসিবি ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 14, 2023, 1:58 PM IST

মুম্বই, 14 অক্টোবর: মুম্বইয়ে সক্রিয় ড্রাগ পাচার চক্র ৷ তিন জায়াগা থেকে 6 কেজি 958 গ্রাম কোকেন ও 199 কেজি 25 গ্রাম ঘুমের ওষুধ বাজেয়াপ্ত করেছে পুলিশ ৷ সেইসঙ্গে তিন বিদেশি-সহ 9 জনকে গ্রেফতার করেছে এনসিবি ৷ উদ্ধার হওয়া মাদকের মূল্য প্রায় 135 কোটি টাকা ৷ প্রাথমিকভাবে এনসিবি আধিকারিকদের অনুমান মাদকগুলি গোয়া, বেঙ্গালুরু, দিল্লি, হায়দরাবাদে পাচার করাই উদ্দেশ্য ছিল পাচারকারীদের ৷

তদন্তে জনা গিয়েছে, ঘটনায় এক নাইজেরিয়ার নাগরিকের জড়িত থাকার প্রমাণ মিলেছে ৷ অভিযুক্তের নাম পল ইকেনা ৷ তিনি নভি মুম্বইয়ের বাসিন্দা ৷ এছড়াও শাকির ও সুফিয়ান নামে অপর দুই অভিযুক্তের সন্ধান মিলেছে ৷ যারা সুরাতের বাসিন্দা ৷ তিনজনের কাছ থেকে 1.990 কেজি মাদক উদ্ধার হয়েছে ৷ পল ইকেনা নামে ওই ব্যক্তি এর আগও মাদক পাচারের দায়ে আগেও গ্রেফতার হয়েছিলেন ৷ তদন্তরকারী সংস্তার তথ্য অনুয়ায়ী 1989 সালে, 4 কেজি মাদক পাচারের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছিল ৷ 2001 সালে 11 কেজি হেরোইন পাচার করতে গিয়ে তিনি ধরা পড়েন ৷ 2023 সালে জানুয়ারি মাসে বেঙ্গালুরুতে একটি জালিয়াতি মামলায় তার নাম জড়ায় ৷

অন্যদিকে, মাদক পাচারের অভিযোগে অ্যাভেলিনা আলভারেজ নামে আরও মহিলাকে গ্রেফতার করা হয়েছে ৷ তদন্তে জানা গিয়েছে, চলতি মাসের 12 তারিখ সাও পাওলো থেকে দুবাই হয়ে মুম্বইয়ে এসেছে ওই মহিলা ৷ স্থানীয় খেতওয়ারি এলাকার একটি হোটেল থাকছিলেন তিনি ৷ গোপন সূত্রে খবর পেয়ে ওই হোটেলে হানা দেয় পুলিশ ৷ সেখান থেকেই ওই মহিলা ও বলিভিয়ার এক নাগরিক গ্লোরিয়া ইলোরকাকে গ্রেফতার করে এনসিবি ৷ অ্যাভেলিনা আলভারেজের ব্যাগে তল্লাশি করেই 2.180 কেজি কোকেন এবং গ্লোরিয়া ইলোরকার থেকে 2.820 কেজি কোকেন পান ৷ প্রসঙ্গত, পুলিশের চোখে ধুলো দিয়ে যাতে সহজেই পাচার করা যায় তার জন্য অর্ন্তবাস, কাপড়, টুথপেস্ট, কসমেটিক, সাবান, জুতো, মেকআপ কিটের মধ্যে রাখতেন কোকেনগুলি ৷

আরও পড়ুন: দেশের মাদক পাচার নেটওয়ার্কে বড়সড় আঘাত হানল এনসিবি, উদ্ধার প্রচুর এলএসডি

মাদক পাচারের তদন্তে নেমে 6 অক্টোবর এনসিবি'র গোয়েন্দারা একটি কারখানার হদিশ পান ৷ যেখানে বেআইনিভাবে ঘুমের ওষধ তৈরির প্রমাণ মিলেছে ৷ ঘটনায় ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ সেখান থেকেই 173.35 কেজি ঘুমের ওষধ তৈরির কাঁচামাল বাজেয়াপ্ত করেছে এনসিবি ৷ বেআইনিভাবে প্রস্তুত আলপ্রাজোলাম বিক্রিকারী এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। অথবা দুটি গোপন ল্যাবই একটি মাদক সিন্ডিকেট দ্বারা পরিচালিত বলে প্রমাণিত হয়েছে। বেআইনিভাবে উৎপাদিত আলপ্রাজোলাম মহারাষ্ট্র, তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশে বিক্রি করা হত ৷

মুম্বই, 14 অক্টোবর: মুম্বইয়ে সক্রিয় ড্রাগ পাচার চক্র ৷ তিন জায়াগা থেকে 6 কেজি 958 গ্রাম কোকেন ও 199 কেজি 25 গ্রাম ঘুমের ওষুধ বাজেয়াপ্ত করেছে পুলিশ ৷ সেইসঙ্গে তিন বিদেশি-সহ 9 জনকে গ্রেফতার করেছে এনসিবি ৷ উদ্ধার হওয়া মাদকের মূল্য প্রায় 135 কোটি টাকা ৷ প্রাথমিকভাবে এনসিবি আধিকারিকদের অনুমান মাদকগুলি গোয়া, বেঙ্গালুরু, দিল্লি, হায়দরাবাদে পাচার করাই উদ্দেশ্য ছিল পাচারকারীদের ৷

তদন্তে জনা গিয়েছে, ঘটনায় এক নাইজেরিয়ার নাগরিকের জড়িত থাকার প্রমাণ মিলেছে ৷ অভিযুক্তের নাম পল ইকেনা ৷ তিনি নভি মুম্বইয়ের বাসিন্দা ৷ এছড়াও শাকির ও সুফিয়ান নামে অপর দুই অভিযুক্তের সন্ধান মিলেছে ৷ যারা সুরাতের বাসিন্দা ৷ তিনজনের কাছ থেকে 1.990 কেজি মাদক উদ্ধার হয়েছে ৷ পল ইকেনা নামে ওই ব্যক্তি এর আগও মাদক পাচারের দায়ে আগেও গ্রেফতার হয়েছিলেন ৷ তদন্তরকারী সংস্তার তথ্য অনুয়ায়ী 1989 সালে, 4 কেজি মাদক পাচারের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছিল ৷ 2001 সালে 11 কেজি হেরোইন পাচার করতে গিয়ে তিনি ধরা পড়েন ৷ 2023 সালে জানুয়ারি মাসে বেঙ্গালুরুতে একটি জালিয়াতি মামলায় তার নাম জড়ায় ৷

অন্যদিকে, মাদক পাচারের অভিযোগে অ্যাভেলিনা আলভারেজ নামে আরও মহিলাকে গ্রেফতার করা হয়েছে ৷ তদন্তে জানা গিয়েছে, চলতি মাসের 12 তারিখ সাও পাওলো থেকে দুবাই হয়ে মুম্বইয়ে এসেছে ওই মহিলা ৷ স্থানীয় খেতওয়ারি এলাকার একটি হোটেল থাকছিলেন তিনি ৷ গোপন সূত্রে খবর পেয়ে ওই হোটেলে হানা দেয় পুলিশ ৷ সেখান থেকেই ওই মহিলা ও বলিভিয়ার এক নাগরিক গ্লোরিয়া ইলোরকাকে গ্রেফতার করে এনসিবি ৷ অ্যাভেলিনা আলভারেজের ব্যাগে তল্লাশি করেই 2.180 কেজি কোকেন এবং গ্লোরিয়া ইলোরকার থেকে 2.820 কেজি কোকেন পান ৷ প্রসঙ্গত, পুলিশের চোখে ধুলো দিয়ে যাতে সহজেই পাচার করা যায় তার জন্য অর্ন্তবাস, কাপড়, টুথপেস্ট, কসমেটিক, সাবান, জুতো, মেকআপ কিটের মধ্যে রাখতেন কোকেনগুলি ৷

আরও পড়ুন: দেশের মাদক পাচার নেটওয়ার্কে বড়সড় আঘাত হানল এনসিবি, উদ্ধার প্রচুর এলএসডি

মাদক পাচারের তদন্তে নেমে 6 অক্টোবর এনসিবি'র গোয়েন্দারা একটি কারখানার হদিশ পান ৷ যেখানে বেআইনিভাবে ঘুমের ওষধ তৈরির প্রমাণ মিলেছে ৷ ঘটনায় ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ সেখান থেকেই 173.35 কেজি ঘুমের ওষধ তৈরির কাঁচামাল বাজেয়াপ্ত করেছে এনসিবি ৷ বেআইনিভাবে প্রস্তুত আলপ্রাজোলাম বিক্রিকারী এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। অথবা দুটি গোপন ল্যাবই একটি মাদক সিন্ডিকেট দ্বারা পরিচালিত বলে প্রমাণিত হয়েছে। বেআইনিভাবে উৎপাদিত আলপ্রাজোলাম মহারাষ্ট্র, তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশে বিক্রি করা হত ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.