ETV Bharat / bharat

Navy Chopper Makes Emergency Landing: মুম্বইয়ের উপকূলে জরুরি অবতরণ নৌবাহিনীর হেলিকপ্টারের - নৌবাহিনীর হেলিকপ্টার

মুম্বইয়ের উপকূলে জরুরি অবতরণ করতে হল ভারতীয় নৌবাহিনীর একটি হেলিকপ্টারকে (Navy Chopper Makes Emergency Landing)৷

Navy Chopper Makes Emergency Landing ETV Bharat
জরুরি অবতরণ নৌবাহিনীর হেলিকপ্টারের
author img

By

Published : Mar 8, 2023, 1:53 PM IST

মুম্বই, 8 মার্চ: ভারতীয় নৌবাহিনীর একটি হেলিকপ্টার বুধবার মুম্বই উপকূলে জরুরি অবতরণ করল (Navy Chopper Makes Emergency Landing)। মুম্বইয়ের কাছে একটি রুটিন উড়ানের সময় অ্যাডভান্সড লাইট হেলিকপ্টারটিকে জরুরি অবতরণ করতে হয় ৷ উদ্ধার করা হয়েছে তিনজন ক্রু সদস্যকে । নৌবাহিনীর সূত্র জানিয়েছে, উপকূলের কাছে হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ে ।

তদন্তের নির্দেশ: একজন আধিকারিক জানিয়েছেন যে, হেলিকপ্টারটি জরুরি অবতরণের সময় ক্রুদের রক্ষার্থে সঙ্গে সঙ্গে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করে ৷ কেন এই ঘটনা ঘটল, তার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে । ভারতীয় নৌবাহিনীর মুখপাত্র অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে টুইটে লিখেছেন, "ভারতীয় নৌবাহিনী এএলএইচ রুটিন উড়ানের সময় মুম্বই উপকূলের কাছাকাছি একটি খাদে অবতরণ করে । অবিলম্বে অনুসন্ধান এবং উদ্ধারতকারী দল তিনজন ক্রু সদস্যকে উদ্ধার করে ৷ এই ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ।

জানুয়ারিতে সেনা কপ্টারের জরুরি অবতরণ: জানুয়ারির শুরুতে একটি সেনা হেলিকপ্টার রাজস্থানের জালোর জেলার আহোর মহকুমা এলাকার পাদারলি গ্রামে জরুরি অবতরণ করেছিল । সেনাবাহিনী পরে স্পষ্ট করে যে, প্রযুক্তিগত ত্রুটির কারণে বাধ্যতামূলক ভাবে জরুরি অবতরণ করতে হয় । জরুরি অবতরণের সময় সেনা হেলিকপ্টারটিতে তিনজন আরোহী ছিলেন ৷ হেলিকপ্টারটি যোধপুর থেকে আবু রোডের দিকে যাচ্ছিল । পাইলট হেলিকপ্টারটিকে একটি ব্যক্তিগত মাঠে অবতরণ করান এবং এটি মেরামত করে ফিরে না আসা পর্যন্ত স্থানীয় পুলিশ এর সুরক্ষার দায়িত্বে থাকে ৷

  • Indian Navy ALH on a routine sortie off Mumbai ditched close to the coast.
    Immediate Search and Rescue ensured safe recovery of crew of three by naval patrol craft.
    An inquiry to investigate the incident has been ordered.

    — SpokespersonNavy (@indiannavy) March 8, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: স্পাইসজেটের বিমানে যান্ত্রিক ত্রুটি, দমদমে জরুরি অবতরণ

গত বছরে বায়ুসেনার হেলিকপ্টারের জরুরি অবতরণ: গত বছরের অগস্ট মাসে আরেকটি ঘটনায় একটি প্রযুক্তিগত ত্রুটির কারণে ভারতীয় বিমান বাহিনীর (IAF) একটি হেলিকপ্টার হনুমানগড় খামারে জরুরি অবতরণ করেছিল । একই মাসে আরেকটি ঘটনায়, গাগ্রেট মহকুমার উপরে উড়ন্ত ভারতীয় সেনাবাহিনীর একটি চিতা হেলিকপ্টার একটি নিয়মিত প্রশিক্ষণের সময় 'প্রযুক্তিগত ত্রুটির' কারণে নক্রোহ গ্রামে অবতরণ করেছিল ৷

মুম্বই, 8 মার্চ: ভারতীয় নৌবাহিনীর একটি হেলিকপ্টার বুধবার মুম্বই উপকূলে জরুরি অবতরণ করল (Navy Chopper Makes Emergency Landing)। মুম্বইয়ের কাছে একটি রুটিন উড়ানের সময় অ্যাডভান্সড লাইট হেলিকপ্টারটিকে জরুরি অবতরণ করতে হয় ৷ উদ্ধার করা হয়েছে তিনজন ক্রু সদস্যকে । নৌবাহিনীর সূত্র জানিয়েছে, উপকূলের কাছে হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ে ।

তদন্তের নির্দেশ: একজন আধিকারিক জানিয়েছেন যে, হেলিকপ্টারটি জরুরি অবতরণের সময় ক্রুদের রক্ষার্থে সঙ্গে সঙ্গে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করে ৷ কেন এই ঘটনা ঘটল, তার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে । ভারতীয় নৌবাহিনীর মুখপাত্র অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে টুইটে লিখেছেন, "ভারতীয় নৌবাহিনী এএলএইচ রুটিন উড়ানের সময় মুম্বই উপকূলের কাছাকাছি একটি খাদে অবতরণ করে । অবিলম্বে অনুসন্ধান এবং উদ্ধারতকারী দল তিনজন ক্রু সদস্যকে উদ্ধার করে ৷ এই ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ।

জানুয়ারিতে সেনা কপ্টারের জরুরি অবতরণ: জানুয়ারির শুরুতে একটি সেনা হেলিকপ্টার রাজস্থানের জালোর জেলার আহোর মহকুমা এলাকার পাদারলি গ্রামে জরুরি অবতরণ করেছিল । সেনাবাহিনী পরে স্পষ্ট করে যে, প্রযুক্তিগত ত্রুটির কারণে বাধ্যতামূলক ভাবে জরুরি অবতরণ করতে হয় । জরুরি অবতরণের সময় সেনা হেলিকপ্টারটিতে তিনজন আরোহী ছিলেন ৷ হেলিকপ্টারটি যোধপুর থেকে আবু রোডের দিকে যাচ্ছিল । পাইলট হেলিকপ্টারটিকে একটি ব্যক্তিগত মাঠে অবতরণ করান এবং এটি মেরামত করে ফিরে না আসা পর্যন্ত স্থানীয় পুলিশ এর সুরক্ষার দায়িত্বে থাকে ৷

  • Indian Navy ALH on a routine sortie off Mumbai ditched close to the coast.
    Immediate Search and Rescue ensured safe recovery of crew of three by naval patrol craft.
    An inquiry to investigate the incident has been ordered.

    — SpokespersonNavy (@indiannavy) March 8, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: স্পাইসজেটের বিমানে যান্ত্রিক ত্রুটি, দমদমে জরুরি অবতরণ

গত বছরে বায়ুসেনার হেলিকপ্টারের জরুরি অবতরণ: গত বছরের অগস্ট মাসে আরেকটি ঘটনায় একটি প্রযুক্তিগত ত্রুটির কারণে ভারতীয় বিমান বাহিনীর (IAF) একটি হেলিকপ্টার হনুমানগড় খামারে জরুরি অবতরণ করেছিল । একই মাসে আরেকটি ঘটনায়, গাগ্রেট মহকুমার উপরে উড়ন্ত ভারতীয় সেনাবাহিনীর একটি চিতা হেলিকপ্টার একটি নিয়মিত প্রশিক্ষণের সময় 'প্রযুক্তিগত ত্রুটির' কারণে নক্রোহ গ্রামে অবতরণ করেছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.