ETV Bharat / bharat

Heeraben Modi Passes Away: প্রয়াত প্রধানমন্ত্রীর মা, শোকস্তব্ধ দেশ

প্রয়াত হয়েছেন প্রধানমন্ত্রীর মা হীরাবেন । বছর হয়েছিল 100 বছর । তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ গোাট দেশ । কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শোকজ্ঞাপন করেছেন সকলেই (Nation mourns sad demise of Heeraben)

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Dec 30, 2022, 8:44 AM IST

Updated : Dec 30, 2022, 9:50 AM IST

নয়াদিল্লি,30 ডিসেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেনের প্রয়ানে শোকস্তব্ধ দেশ (Nation mourns sad demise of Heeraben) । কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah) থেকে শুরু করে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গ (Ciongress President Mallikarjun Kharge) বা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলেই শোকজ্ঞাপন করেছেন । অমিত লিখেছেন, " যে কোনও মানুষের জীবনের প্রথম বন্ধু তাঁর মা । তাঁকে হারানোর বেদনার চেয়ে বড় কষ্ট আর কিছুতেই নেই।" কংগ্রেস সভাপতি লিখেছেন, "প্রধানমন্ত্রীর মায়ের মৃত্যতে আমি শোকস্তব্ধ । মোদি পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই।"

নবান্ন থেকে জারি করা শোকবার্তায় মমতা লিখেছেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা শ্রদ্ধেয়া হীরাবেন মোদির প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ ভোরে আমেদাবাদে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ১০০ বছর। শতায়ু হীরাবেন দেবী ছিলেন ভালোবাসা, ধৈর্য ও আস্থার প্রতীক। তিনি শিশুদের অত্যন্ত স্নেহ করতেন। আমি শোকসন্তপ্ত নরেন্দ্র মোদিজি কে আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি।" উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ লিখেছেন, " একটি ছেলের কাছে তাঁর মা গোটা পৃথিবী। এই ক্ষতির পূরণ কোনওভাবেই সম্ভব নয়। "

  • Deeply saddened to hear about the demise of Smt. Heeraben Modi.

    My heartfelt condolences to Sri @narendramodi ji on the loss of his beloved mother. Our thoughts and prayers are with the entire family in this hour of grief.

    — Mallikarjun Kharge (@kharge) December 30, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং টুইটে লেখেন, " প্রধানমন্ত্রীর মায়ের মৃত্যুতে আমি শোকস্তব্ধ। কোনও মানুষের মায়ের মৃত্যু এমন একটা ক্ষত যা কোনওদিন পূরণ হবে না ।" প্রাক্তন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইড়ু লেখেন, "ঈশ্বরের তৈরি এই দুনিয়ায় মায়েপর সঙ্গে শিশুর বন্ধনের চেয়ে মূল্যবান আর কিছুই নেই। হীরাবেনের আত্মার শান্তি কামনা করি ।"

আরও পড়ুন: প্রয়াত প্রধানমন্ত্রীর মা হীরাবেন, বয়স হয়েছিল 100

নয়াদিল্লি,30 ডিসেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেনের প্রয়ানে শোকস্তব্ধ দেশ (Nation mourns sad demise of Heeraben) । কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah) থেকে শুরু করে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গ (Ciongress President Mallikarjun Kharge) বা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলেই শোকজ্ঞাপন করেছেন । অমিত লিখেছেন, " যে কোনও মানুষের জীবনের প্রথম বন্ধু তাঁর মা । তাঁকে হারানোর বেদনার চেয়ে বড় কষ্ট আর কিছুতেই নেই।" কংগ্রেস সভাপতি লিখেছেন, "প্রধানমন্ত্রীর মায়ের মৃত্যতে আমি শোকস্তব্ধ । মোদি পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই।"

নবান্ন থেকে জারি করা শোকবার্তায় মমতা লিখেছেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা শ্রদ্ধেয়া হীরাবেন মোদির প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ ভোরে আমেদাবাদে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ১০০ বছর। শতায়ু হীরাবেন দেবী ছিলেন ভালোবাসা, ধৈর্য ও আস্থার প্রতীক। তিনি শিশুদের অত্যন্ত স্নেহ করতেন। আমি শোকসন্তপ্ত নরেন্দ্র মোদিজি কে আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি।" উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ লিখেছেন, " একটি ছেলের কাছে তাঁর মা গোটা পৃথিবী। এই ক্ষতির পূরণ কোনওভাবেই সম্ভব নয়। "

  • Deeply saddened to hear about the demise of Smt. Heeraben Modi.

    My heartfelt condolences to Sri @narendramodi ji on the loss of his beloved mother. Our thoughts and prayers are with the entire family in this hour of grief.

    — Mallikarjun Kharge (@kharge) December 30, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং টুইটে লেখেন, " প্রধানমন্ত্রীর মায়ের মৃত্যুতে আমি শোকস্তব্ধ। কোনও মানুষের মায়ের মৃত্যু এমন একটা ক্ষত যা কোনওদিন পূরণ হবে না ।" প্রাক্তন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইড়ু লেখেন, "ঈশ্বরের তৈরি এই দুনিয়ায় মায়েপর সঙ্গে শিশুর বন্ধনের চেয়ে মূল্যবান আর কিছুই নেই। হীরাবেনের আত্মার শান্তি কামনা করি ।"

আরও পড়ুন: প্রয়াত প্রধানমন্ত্রীর মা হীরাবেন, বয়স হয়েছিল 100

Last Updated : Dec 30, 2022, 9:50 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.