ETV Bharat / bharat

Narendra Modi Hyderabad Visit: একগুচ্ছ প্রকল্প উপহার দিতে হায়দরাবাদ সফরে মোদি

আগামী 8 এপ্রিল মোদির দক্ষিণ ভারত সফর ৷ আসছেন হায়দরাবাদে ৷ ওই দিন সেকেন্দ্রাবাদে আরও একটি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন তিনি ৷ ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মোট 11,355 কোটি টাকার প্রকল্পের ৷

Narendra Modi will visit Hyderabad on April 8
ফাইল ছবি
author img

By

Published : Apr 2, 2023, 7:58 PM IST

Updated : Apr 2, 2023, 8:11 PM IST

হায়দরাবাদ, 2 এপ্রিল: একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়ে হায়দরাবাদ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আগামী 8 (আট) এপ্রিল শহরে আসবেন তিনি ৷ সব মিলিয়ে 11,355 কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন ৷ পাশাপাশি, সেকেন্দ্রাবাদ এবং তিরুপতি রুটে একটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনেরও উদ্বোধন করবেন তিনি ৷

এখনও পর্যন্ত প্রধানমন্ত্রীর যে সফরসূচি সামনে এসেছে, সেই অনুসারে, সেকেন্দ্রাবাদ স্টেশনেই বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন তিনি ৷ এই ট্রেনটি তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদ থেকে পড়শি রাজ্য অন্ধ্রপ্রদেশের তিরুপতির মধ্যে যাতায়াত করবে ৷ এটি ভারতের 13তম বন্দে ভারত এক্সপ্রেস ৷ রবিবার কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী জি কিশন রেড্ডির কার্যালয় থেকে একটি বিবৃতি প্রকাশ করে একথা জানানো হয়েছে ৷

রেল সূত্রে জানা গিয়েছে, সেকেন্দ্রাবাদ ও তিরুপতির মধ্যে ট্রেনে প্রত্যেকটি সফর শেষ করতে বর্তমানে সময় লাগে প্রায় 12 ঘণ্টা ৷ বন্দে ভারতের ক্ষেত্রে এই সময়টাই কমে হবে সাড়ে আটঘণ্টার মতো ৷ প্রসঙ্গত, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা, দুই রাজ্য়ের মানুষই তেলুগু ভাষায় কথা বলেন ৷ এই দুই তেলুগুভাষী রাজ্যের মধ্য়ে এই নিয়ে দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস চালু হতে চলেছে ৷ এর আগে গত 15 জানুয়ারি এই দুই রাজ্যের মধ্যে প্রথম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রা শুরু করিয়েছিলেন মোদি ৷ সেই ট্রেনটি বর্তমানে সেকেন্দ্রাবাদ থেকে অন্ধ্রপ্রদেশের বন্দর শহর বিশাখাপত্তনমের মধ্যে চলাচল করছে ৷

আরও পড়ুন: মোদি ছাড়া অন্য কোনও প্রধানমন্ত্রী শৌচালয় নির্মাণের কথা বলেননি: কোবিন্দ

আগামী 8 এপ্রিল সেকেন্দ্রাবাদ স্টেশনে আয়োজিত হতে চলা ভূমিপূজাতেও অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী ৷ সেকেন্দ্রাবাদ স্টেশন সংস্কার ও উন্নয়নের জন্য 715 কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে ৷ সেই প্রকল্পেরই ভূমিপূজা করবেন মোদি ৷ সংশ্লিষ্ট প্রকল্পটির কাজ শেষ হলে আগামী অন্তত 40 বছর এর সুবিধা ভোগ করতে পারবে আমজনতা ৷ এছাড়াও, অন্য়ান্য আরও অনেকগুলি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী ৷

হায়দরাবাদ, 2 এপ্রিল: একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়ে হায়দরাবাদ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আগামী 8 (আট) এপ্রিল শহরে আসবেন তিনি ৷ সব মিলিয়ে 11,355 কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন ৷ পাশাপাশি, সেকেন্দ্রাবাদ এবং তিরুপতি রুটে একটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনেরও উদ্বোধন করবেন তিনি ৷

এখনও পর্যন্ত প্রধানমন্ত্রীর যে সফরসূচি সামনে এসেছে, সেই অনুসারে, সেকেন্দ্রাবাদ স্টেশনেই বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন তিনি ৷ এই ট্রেনটি তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদ থেকে পড়শি রাজ্য অন্ধ্রপ্রদেশের তিরুপতির মধ্যে যাতায়াত করবে ৷ এটি ভারতের 13তম বন্দে ভারত এক্সপ্রেস ৷ রবিবার কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী জি কিশন রেড্ডির কার্যালয় থেকে একটি বিবৃতি প্রকাশ করে একথা জানানো হয়েছে ৷

রেল সূত্রে জানা গিয়েছে, সেকেন্দ্রাবাদ ও তিরুপতির মধ্যে ট্রেনে প্রত্যেকটি সফর শেষ করতে বর্তমানে সময় লাগে প্রায় 12 ঘণ্টা ৷ বন্দে ভারতের ক্ষেত্রে এই সময়টাই কমে হবে সাড়ে আটঘণ্টার মতো ৷ প্রসঙ্গত, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা, দুই রাজ্য়ের মানুষই তেলুগু ভাষায় কথা বলেন ৷ এই দুই তেলুগুভাষী রাজ্যের মধ্য়ে এই নিয়ে দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস চালু হতে চলেছে ৷ এর আগে গত 15 জানুয়ারি এই দুই রাজ্যের মধ্যে প্রথম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রা শুরু করিয়েছিলেন মোদি ৷ সেই ট্রেনটি বর্তমানে সেকেন্দ্রাবাদ থেকে অন্ধ্রপ্রদেশের বন্দর শহর বিশাখাপত্তনমের মধ্যে চলাচল করছে ৷

আরও পড়ুন: মোদি ছাড়া অন্য কোনও প্রধানমন্ত্রী শৌচালয় নির্মাণের কথা বলেননি: কোবিন্দ

আগামী 8 এপ্রিল সেকেন্দ্রাবাদ স্টেশনে আয়োজিত হতে চলা ভূমিপূজাতেও অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী ৷ সেকেন্দ্রাবাদ স্টেশন সংস্কার ও উন্নয়নের জন্য 715 কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে ৷ সেই প্রকল্পেরই ভূমিপূজা করবেন মোদি ৷ সংশ্লিষ্ট প্রকল্পটির কাজ শেষ হলে আগামী অন্তত 40 বছর এর সুবিধা ভোগ করতে পারবে আমজনতা ৷ এছাড়াও, অন্য়ান্য আরও অনেকগুলি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী ৷

Last Updated : Apr 2, 2023, 8:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.