ETV Bharat / bharat

Narendra Modi: আন্তর্জাতিক বাণিজ্যের প্রবেশদ্বার হয়ে উঠছে ত্রিপুরা, দাবি মোদির

author img

By

Published : Dec 18, 2022, 7:35 PM IST

উত্তর-পূর্ব ভারত যে তাঁর সরকারের কাছে কতটা গুরুত্বপূর্ণ তা আরও একবার বুঝিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ রবিবার আগরতলার (Agartala) সভামঞ্চ থেকে তিনি বলেন, আন্তর্জাতিক বাণিজ্যের প্রবেশদ্বার হয়ে উঠছে ত্রিপুরা (Tripura) ৷

Narendra Modi says Tripura is becoming gateway of International trade for NE
আগরতলায় মোদি ৷

আগরতলা, 18 ডিসেম্বর: উত্তর-পূর্ব ভারত-সহ সারা দেশের জন্যই ত্রিপুরা (Tripura) ক্রমশ আন্তর্জাতিক বাণিজ্য়ের প্রবেশদ্বার (Gateway of International Trade) হয়ে উঠছে ৷ রবিবার ত্রিপুরার রাজধানী আগরতলায় (Agartala) দাঁড়িয়ে একথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ পূর্ব নির্ধারিত সূচি মেনে এদিন শহরের স্বামী বিবেকানন্দ ময়দানে (Swami Vivekananda Maidan) একটি বিশাল জনসভার আয়োজন করা হয় ৷ সেই জনসভার মঞ্চে মুখ্য বক্তা ছিলেন দেশের প্রশাসনিক প্রধান ৷

জনতার উদ্দেশে নিজের ভাষণে মোদি বলেন, "ত্রিপুরার মাধ্যমে উত্তর-পূর্ব ভারত বর্তমানে আন্তর্জাতিক বাণিজ্য়ের প্রবেশদ্বার হয়ে উঠছে ৷ এই পথে অন্যান্য দেশের সঙ্গেও সুসম্পর্ক প্রতিষ্ঠিত হচ্ছে ৷ আগরতলা-আখৌরা রেলপথ বাণিজ্য়ের নতুন রাস্তা উন্মুক্ত করবে ৷ এমবিবি বিমানবন্দরও এখন আন্তর্জাতিক হয়ে গিয়েছে ৷ এর মাধ্যমে অন্যান্য দেশের সঙ্গে সংযোগ স্থাপন সহজ হয়েছে ৷ ত্রিপুরায় পরিকাঠামো সংক্রান্ত উৎপাদনের সম্প্রসারণ হচ্ছে ৷"

আরও পড়ুন: উত্তর-পূর্বের উন্নয়নের পথে সমস্ত বাধাকে 'রেড কার্ড' দেখিয়েছে এনডিএ সরকার, দাবি মোদির

মোদি জানান, তাঁর সরকার শুধুমাত্র পরিকাঠামোগত বা ডিজিট্য়াল উন্নয়নেই গুরুত্ব আরোপ করছে না ৷ সেইসঙ্গে, সমাজের সামগ্রিক উন্নয়নের উপরেও গুরুত্ব আরোপ করছে ৷ এই প্রসঙ্গে স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের পাশে থাকারও বার্তা দেন মোদি ৷ তিনি বলেন, "আদিবাসী সম্প্রদায়গুলির সমস্য়া আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে বিচার করছি ৷ আদিবাসীরা কতটা গুরুত্বপূর্ণ, তা এই সরকার ভালো করেই জানে ৷ সেই কারণেই 15 নভেম্বর দিনটি জনজাতি গৌরব দিবস হিসাবে পালন করা হয় ৷ বিরসা মুণ্ডার জন্মজয়ন্তী উপলক্ষে এই দিনটি এভাবে পালন করা হয় ৷ জনজাতি সম্প্রদায়ের জীবনযাত্রার মানোন্নয়নের জন্য সরকার বদ্ধপরিকর ৷ আগে যেখানে এই খাতে 21 হাজার কোটি টাকা বাজেট ধরা হত, এখন সেই পরিমাণ বেড়ে হয়েছে, 88 হাজার কোটি টাকা ৷"

মোদির দাবি, গত আটবছরে উত্তর-পূর্ব ভারতে প্রচুর পরিমাণ সড়ক নির্মাণ করা হয়েছে ৷ শহরের পাশাপাশি গ্রামীণ এলাকাগুলিকেও এই সড়ক সম্প্রসারণের আওতায় আনা হয়েছে ৷ এর ফলে এই অঞ্চলে রাজ্যগুলির মধ্যে যোগাযোগ আরও সহজ ও মজবুত হয়েছে ৷ পাশাপাশি, উড়ান পরিষেবা বাড়ানো হয়েছে ৷ সেইসঙ্গে, উত্তর-পূর্ব ভারতে তৈরি বিভিন্ন ধরনের পণ্য সারা পৃথিবীতে রফতানি করার উপরেও সরকার জোর দিয়েছে ৷ এই প্রসঙ্গে মোদি বলেন, "আমাদের কাছে উন্নতির অর্থ হল, স্থায়ী গতিশীলতার মাধ্যমে নির্দিষ্ট লক্ষ্যপূরণ করা ৷"

আগরতলা, 18 ডিসেম্বর: উত্তর-পূর্ব ভারত-সহ সারা দেশের জন্যই ত্রিপুরা (Tripura) ক্রমশ আন্তর্জাতিক বাণিজ্য়ের প্রবেশদ্বার (Gateway of International Trade) হয়ে উঠছে ৷ রবিবার ত্রিপুরার রাজধানী আগরতলায় (Agartala) দাঁড়িয়ে একথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ পূর্ব নির্ধারিত সূচি মেনে এদিন শহরের স্বামী বিবেকানন্দ ময়দানে (Swami Vivekananda Maidan) একটি বিশাল জনসভার আয়োজন করা হয় ৷ সেই জনসভার মঞ্চে মুখ্য বক্তা ছিলেন দেশের প্রশাসনিক প্রধান ৷

জনতার উদ্দেশে নিজের ভাষণে মোদি বলেন, "ত্রিপুরার মাধ্যমে উত্তর-পূর্ব ভারত বর্তমানে আন্তর্জাতিক বাণিজ্য়ের প্রবেশদ্বার হয়ে উঠছে ৷ এই পথে অন্যান্য দেশের সঙ্গেও সুসম্পর্ক প্রতিষ্ঠিত হচ্ছে ৷ আগরতলা-আখৌরা রেলপথ বাণিজ্য়ের নতুন রাস্তা উন্মুক্ত করবে ৷ এমবিবি বিমানবন্দরও এখন আন্তর্জাতিক হয়ে গিয়েছে ৷ এর মাধ্যমে অন্যান্য দেশের সঙ্গে সংযোগ স্থাপন সহজ হয়েছে ৷ ত্রিপুরায় পরিকাঠামো সংক্রান্ত উৎপাদনের সম্প্রসারণ হচ্ছে ৷"

আরও পড়ুন: উত্তর-পূর্বের উন্নয়নের পথে সমস্ত বাধাকে 'রেড কার্ড' দেখিয়েছে এনডিএ সরকার, দাবি মোদির

মোদি জানান, তাঁর সরকার শুধুমাত্র পরিকাঠামোগত বা ডিজিট্য়াল উন্নয়নেই গুরুত্ব আরোপ করছে না ৷ সেইসঙ্গে, সমাজের সামগ্রিক উন্নয়নের উপরেও গুরুত্ব আরোপ করছে ৷ এই প্রসঙ্গে স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের পাশে থাকারও বার্তা দেন মোদি ৷ তিনি বলেন, "আদিবাসী সম্প্রদায়গুলির সমস্য়া আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে বিচার করছি ৷ আদিবাসীরা কতটা গুরুত্বপূর্ণ, তা এই সরকার ভালো করেই জানে ৷ সেই কারণেই 15 নভেম্বর দিনটি জনজাতি গৌরব দিবস হিসাবে পালন করা হয় ৷ বিরসা মুণ্ডার জন্মজয়ন্তী উপলক্ষে এই দিনটি এভাবে পালন করা হয় ৷ জনজাতি সম্প্রদায়ের জীবনযাত্রার মানোন্নয়নের জন্য সরকার বদ্ধপরিকর ৷ আগে যেখানে এই খাতে 21 হাজার কোটি টাকা বাজেট ধরা হত, এখন সেই পরিমাণ বেড়ে হয়েছে, 88 হাজার কোটি টাকা ৷"

মোদির দাবি, গত আটবছরে উত্তর-পূর্ব ভারতে প্রচুর পরিমাণ সড়ক নির্মাণ করা হয়েছে ৷ শহরের পাশাপাশি গ্রামীণ এলাকাগুলিকেও এই সড়ক সম্প্রসারণের আওতায় আনা হয়েছে ৷ এর ফলে এই অঞ্চলে রাজ্যগুলির মধ্যে যোগাযোগ আরও সহজ ও মজবুত হয়েছে ৷ পাশাপাশি, উড়ান পরিষেবা বাড়ানো হয়েছে ৷ সেইসঙ্গে, উত্তর-পূর্ব ভারতে তৈরি বিভিন্ন ধরনের পণ্য সারা পৃথিবীতে রফতানি করার উপরেও সরকার জোর দিয়েছে ৷ এই প্রসঙ্গে মোদি বলেন, "আমাদের কাছে উন্নতির অর্থ হল, স্থায়ী গতিশীলতার মাধ্যমে নির্দিষ্ট লক্ষ্যপূরণ করা ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.