ETV Bharat / bharat

Narendra Modi: উত্তর-পূর্বের উন্নয়নের পথে সমস্ত বাধাকে 'রেড কার্ড' দেখিয়েছে এনডিএ সরকার, দাবি মোদির

রবিবার মেঘালয়ের (Meghalaya) রাজধানী শিলঙে (Shillong) দাঁড়িয়ে নরেন্দ্র মোদির (Narendra Modi) মুখে শোনা গেল ফুটবলে ব্যবহৃত রেড কার্ডের (Red Card) উল্লেখ ৷ কোন প্রেক্ষিতে এই প্রসঙ্গ টানলেন তিনি ?

Narendra Modi says NDA Government is showing Red Card to all hurdles in northeast developments
শিলঙে নরেন্দ্র মোদি ৷
author img

By

Published : Dec 18, 2022, 4:29 PM IST

শিলং, 18 ডিসেম্বর: "ফুটবল খেলায় কেউ নিয়ম ভাঙলে যেভাবে 'রেড কার্ড' দেখানো হয়, ঠিক একইভাবে গত আটবছর ধরে কেন্দ্রের এনডিএ সরকার উত্তর-পূর্বের উন্নয়নের জন্য দুর্নীতিকে রেড কার্ড (Red Card) দেখাচ্ছে ৷" রবিবার মেঘালয়ের (Meghalaya) রাজধানী শিলঙে (Shillong) দাঁড়িয়ে একথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷

উত্তর-পূর্ব পরিষদের (North East Council) সুবর্ণ জয়ন্তী (Golden Jubilee) উপলক্ষে এদিন শিলঙে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ সেই অনুষ্ঠানের মঞ্চ থেকেই ফের একবার দুর্নীতি ইস্যুতে সরব হন প্রধানমন্ত্রী ৷ তাঁর দাবি, কেন্দ্রের এনডিএ সরকার গত আটবছর ধরে দুর্নীতি, বৈষম্য, হিংসা এবং ভোট ব্যাংক রাজনীতির সঙ্গে লড়াই করছে ৷ যাঁরা যখনই কোনও অনিয়ম করছেন, তাঁদের রেড দেখিয়ে 'মাঠের বাইরে' পাঠিয়ে দেওয়া হচ্ছে ৷ মোদির কথায়, "দুর্নীতি, পক্ষপাতিত্ব, হিংসা, প্রকল্প রূপায়নে স্থবিরতা এবং ভোট ব্য়াংক রাজনীতি দূর করার জন্য আমরা আন্তরিকভাবে সততার সঙ্গে কাজ করে চলেছি ৷ কিন্তু, আপারা তো জানেন, এসবের শিকড় অনেক গভীর পর্যন্ত ছড়িয়ে গিয়েছে ৷ তাই আমাদের সকলকে একসঙ্গে মিলে একে উপড়ে ফেলতে হবে ৷"

আরও পড়ুন: মোদির হাতে কলেজ উদ্বোধনের আগের দিনই দুর্নীতির অভিযোগ বিধায়কের

এরপরই মোদির মুখে শোনা যায়, বিশ্বকাপ প্রসঙ্গ ৷ খেলার ভাষাতেই রাজনৈতিক সমস্যার সমাধান ব্যাখ্যা করেন প্রধানমন্ত্রী ৷ বলেন, "এখন আমরা সকলেই ফুটবল জ্বরে কাবু ৷ তাহলে ফুটবলের ভাষাতেই না হয় কথা বলি ? যখনই কেউ খেলার নীতি ভাঙেন, তাঁদের রেড কার্ড দেখানো হয় এবং তাঁদের মাঠের বাইরে পাঠিয়ে দেওয়া হয় ৷ ঠিক একইভাবে, গত আটবছর ধরে উত্তর-পূর্বে উন্নয়নের পথে আসা অসংখ্য বাধাকে আমরা রেড কার্ড দেখিয়েছি ৷"

  • #WATCH | PM says, "...When football fever is gripping us all, why not talk in football terminology? When someone goes against the sportsman spirit, they're shown a red card & sent out. Similarly, in last 8 yrs, we've shown red card to several hurdles in development of northeast." pic.twitter.com/jF5x17QTv1

    — ANI (@ANI) December 18, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এর পাশাপাশি এদিন মোদি বলেন, "এটা ঠিক যে আজ আমাদের সকলেরই নজর থাকাবে কাতারে ৷ সেখানকার মাঠে বিদেশি ভাষায় কী বলা হচ্ছে, আমরা সেদিকে নজর রাখব ৷ কিন্তু, আমার এই দেশের যুবসমাজের উপর পূর্ণ আস্থা রয়েছে ৷ তাই আমি বলতে পারি, সেই দিন আর খুব বেশি দূরে নেই, যেদিন আমাদের দেশও একই উৎসবে সামিল হবে ৷ এবং তিরঙ্গার জন্য গলা ফাটাবে ৷" অর্থাৎ অদূর ভবিষ্যতে ভারতও যে ফুটবল বিশ্বকাপ খেলবে, এদিন সেই আশাই ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী ৷ তাঁর এই ভাষণে উচ্ছ্বাসে হাততালি দিয়ে ওঠেন অনুষ্ঠানে উপস্থিত দর্শক-শ্রোতারা ৷

এদিনের অনুষ্ঠানস্থল থেকেই বিভিন্ন সরকারি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মোদি ৷ এই প্রকল্পগুলির আওতায় শিলঙে মোট 2 হাজার 450 কোটি টাকার কাজ হবে ৷

শিলং, 18 ডিসেম্বর: "ফুটবল খেলায় কেউ নিয়ম ভাঙলে যেভাবে 'রেড কার্ড' দেখানো হয়, ঠিক একইভাবে গত আটবছর ধরে কেন্দ্রের এনডিএ সরকার উত্তর-পূর্বের উন্নয়নের জন্য দুর্নীতিকে রেড কার্ড (Red Card) দেখাচ্ছে ৷" রবিবার মেঘালয়ের (Meghalaya) রাজধানী শিলঙে (Shillong) দাঁড়িয়ে একথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷

উত্তর-পূর্ব পরিষদের (North East Council) সুবর্ণ জয়ন্তী (Golden Jubilee) উপলক্ষে এদিন শিলঙে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ সেই অনুষ্ঠানের মঞ্চ থেকেই ফের একবার দুর্নীতি ইস্যুতে সরব হন প্রধানমন্ত্রী ৷ তাঁর দাবি, কেন্দ্রের এনডিএ সরকার গত আটবছর ধরে দুর্নীতি, বৈষম্য, হিংসা এবং ভোট ব্যাংক রাজনীতির সঙ্গে লড়াই করছে ৷ যাঁরা যখনই কোনও অনিয়ম করছেন, তাঁদের রেড দেখিয়ে 'মাঠের বাইরে' পাঠিয়ে দেওয়া হচ্ছে ৷ মোদির কথায়, "দুর্নীতি, পক্ষপাতিত্ব, হিংসা, প্রকল্প রূপায়নে স্থবিরতা এবং ভোট ব্য়াংক রাজনীতি দূর করার জন্য আমরা আন্তরিকভাবে সততার সঙ্গে কাজ করে চলেছি ৷ কিন্তু, আপারা তো জানেন, এসবের শিকড় অনেক গভীর পর্যন্ত ছড়িয়ে গিয়েছে ৷ তাই আমাদের সকলকে একসঙ্গে মিলে একে উপড়ে ফেলতে হবে ৷"

আরও পড়ুন: মোদির হাতে কলেজ উদ্বোধনের আগের দিনই দুর্নীতির অভিযোগ বিধায়কের

এরপরই মোদির মুখে শোনা যায়, বিশ্বকাপ প্রসঙ্গ ৷ খেলার ভাষাতেই রাজনৈতিক সমস্যার সমাধান ব্যাখ্যা করেন প্রধানমন্ত্রী ৷ বলেন, "এখন আমরা সকলেই ফুটবল জ্বরে কাবু ৷ তাহলে ফুটবলের ভাষাতেই না হয় কথা বলি ? যখনই কেউ খেলার নীতি ভাঙেন, তাঁদের রেড কার্ড দেখানো হয় এবং তাঁদের মাঠের বাইরে পাঠিয়ে দেওয়া হয় ৷ ঠিক একইভাবে, গত আটবছর ধরে উত্তর-পূর্বে উন্নয়নের পথে আসা অসংখ্য বাধাকে আমরা রেড কার্ড দেখিয়েছি ৷"

  • #WATCH | PM says, "...When football fever is gripping us all, why not talk in football terminology? When someone goes against the sportsman spirit, they're shown a red card & sent out. Similarly, in last 8 yrs, we've shown red card to several hurdles in development of northeast." pic.twitter.com/jF5x17QTv1

    — ANI (@ANI) December 18, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এর পাশাপাশি এদিন মোদি বলেন, "এটা ঠিক যে আজ আমাদের সকলেরই নজর থাকাবে কাতারে ৷ সেখানকার মাঠে বিদেশি ভাষায় কী বলা হচ্ছে, আমরা সেদিকে নজর রাখব ৷ কিন্তু, আমার এই দেশের যুবসমাজের উপর পূর্ণ আস্থা রয়েছে ৷ তাই আমি বলতে পারি, সেই দিন আর খুব বেশি দূরে নেই, যেদিন আমাদের দেশও একই উৎসবে সামিল হবে ৷ এবং তিরঙ্গার জন্য গলা ফাটাবে ৷" অর্থাৎ অদূর ভবিষ্যতে ভারতও যে ফুটবল বিশ্বকাপ খেলবে, এদিন সেই আশাই ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী ৷ তাঁর এই ভাষণে উচ্ছ্বাসে হাততালি দিয়ে ওঠেন অনুষ্ঠানে উপস্থিত দর্শক-শ্রোতারা ৷

এদিনের অনুষ্ঠানস্থল থেকেই বিভিন্ন সরকারি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মোদি ৷ এই প্রকল্পগুলির আওতায় শিলঙে মোট 2 হাজার 450 কোটি টাকার কাজ হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.