ETV Bharat / bharat

Narendra Modi in COVID Meeting: ওমিক্রন নিয়ে বাড়ছে উদ্বেগ, মাস্ক এবং সামাজিক দূরত্ব বজায় রাখায় জোর মোদির

ভয় ধরাচ্ছে নোভেল করোনা ভাইরাসের নয়া রূপ ওমিক্রন (Omicron Covid Variant) । তা নিয়ে জরুরি বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi in COVID Meeting) ।

narendra modi in covid meeting bats for proactiveness against omicron surge
ওমিক্রন নিয়ে সতর্কবার্তা মোদির ।
author img

By

Published : Nov 27, 2021, 5:05 PM IST

নয়াদিল্লি, 27 নভেম্বর: মহামারির প্রকোপ কাটেনি এখনও । তার মধ্যেই ভয় ধরাচ্ছে নোভেল করোনা ভাইরাসের নয়া রূপ ওমিক্রন (Omicron Covid Variant) । তা নিয়ে জরুরি বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi in COVID Meeting) । জানিয়ে দিলেন, বিষয়টিকে হালকা ভাবে নেওয়া উচিত নয় । বরং মাস্ক পরা এবং সামাজিক দূরত্ববিধি বজায় রাখা নিয়ে আরও যত্নবান হতে হবে । আরও বেশি সচেতন এবং সক্রিয় হতে হবে সকলকে ।

করোনার নয়া রূপ নিয়ে আতঙ্কের মধ্যে শনিবার মন্ত্রিসভার সচিব রাজীব গৌবা, কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ এবং নীতি আয়োগ সদস্য (স্বাস্থ্য) ভিকে পাল-সহ অন্যান্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মোদি । সেখানে তিনি জানিয়ে দেন, মাস্ক পরা এবং সামাজিক দূরত্ববিধি নিয়ে ঢিলেমি করা একেবারেই উচিত হবে না । বরং সময় থাকতে সচেতন হতে হবে । সংক্রমণ যাতে না ছড়ায়, তার জন্য সক্রিয় ভূমিকা পালন করতে হবে ।

আরও পড়ুন: PM Modi chairs meet : আজ দেশের করোনা পরিস্থিতি ও ভ্যাকসিনেশন নিয়ে জরুরি বৈঠকে মোদি

শুক্রবারই দীর্ঘ সময় ধরে বন্ধ আন্তর্জাতিক উড়ান পরিষেবা ফের চালু করার ঘোষণা করে কেন্দ্র । কিন্তু ওমিক্রন ঘিরে আতঙ্কের কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী জানান, এই পরিস্থিতিতে আন্তর্জাতিক উড়ান পরিষেবা (International Flight During COVID) চালু করা ঠিক হবে কি না, তা চিন্তাভাবনা করে দেখার প্রয়োজন রয়েছে । বিদেশ থেকে, বিশেষ করে ওমিক্রন সংক্রমিত দেশগুলি থেকে আসা যাত্রীদের সঠিক পরীক্ষা হচ্ছে কি না, তা নিয়েও নজরদারি চালানোর পক্ষে সওয়াল করেন তিনি ।

সম্প্রতি দক্ষিণ আফ্রিকা, বৎসোয়ানা এবং হংকংয়ে করোনার নয়া রূপ ওমিক্রনের প্রকোপ দেখা দিয়েছে (Omicron Surge in Abroad) । ইতিমধ্যেই প্রায় 200-র বেশি মানুষের মধ্যে ওমিক্রন-এর,বিজ্ঞানসম্মত নাম বি.1.1.529, ( COVID variant B.1.1.529) সংক্রমণ ধরা পড়েছে । তাতে উদ্বেগ দেখা দিয়েছে ভারতেও । ওই তিন দেশ থেকে আসা যাত্রীদের করোনা পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে ।

আরও পড়ুন: New Covid-19 Variant Omicron : দক্ষিণ আফ্রিকায় মিলল করোনার আরও ভয়ঙ্কর রূপ ওমিক্রন, জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিজ্ঞানীদের মতে, ডেল্টার চেয়েও ভয়ঙ্কর করোনার এই নয়া রূপ । 32 বার বিবর্তিত হয়ে সরাসরি রোগ প্রতিরোধ ক্ষমতার উপর আঘাত করছে ওমিক্রন । ওমিক্রন এতটাই অপ্রতিরোধ্য যে, টিকাকরণ সম্পূর্ণ হয়ে গেলেও, শরীরে থাবা বসাতে পারে করোনার এই নয়া রূপ । ভারতে ওমিক্রনের প্রভাব কতটা গুরুতর হতে পারে, তা নিয়েও এদিন পর্যালোচনা করেন মোদি ।

নয়াদিল্লি, 27 নভেম্বর: মহামারির প্রকোপ কাটেনি এখনও । তার মধ্যেই ভয় ধরাচ্ছে নোভেল করোনা ভাইরাসের নয়া রূপ ওমিক্রন (Omicron Covid Variant) । তা নিয়ে জরুরি বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi in COVID Meeting) । জানিয়ে দিলেন, বিষয়টিকে হালকা ভাবে নেওয়া উচিত নয় । বরং মাস্ক পরা এবং সামাজিক দূরত্ববিধি বজায় রাখা নিয়ে আরও যত্নবান হতে হবে । আরও বেশি সচেতন এবং সক্রিয় হতে হবে সকলকে ।

করোনার নয়া রূপ নিয়ে আতঙ্কের মধ্যে শনিবার মন্ত্রিসভার সচিব রাজীব গৌবা, কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ এবং নীতি আয়োগ সদস্য (স্বাস্থ্য) ভিকে পাল-সহ অন্যান্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মোদি । সেখানে তিনি জানিয়ে দেন, মাস্ক পরা এবং সামাজিক দূরত্ববিধি নিয়ে ঢিলেমি করা একেবারেই উচিত হবে না । বরং সময় থাকতে সচেতন হতে হবে । সংক্রমণ যাতে না ছড়ায়, তার জন্য সক্রিয় ভূমিকা পালন করতে হবে ।

আরও পড়ুন: PM Modi chairs meet : আজ দেশের করোনা পরিস্থিতি ও ভ্যাকসিনেশন নিয়ে জরুরি বৈঠকে মোদি

শুক্রবারই দীর্ঘ সময় ধরে বন্ধ আন্তর্জাতিক উড়ান পরিষেবা ফের চালু করার ঘোষণা করে কেন্দ্র । কিন্তু ওমিক্রন ঘিরে আতঙ্কের কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী জানান, এই পরিস্থিতিতে আন্তর্জাতিক উড়ান পরিষেবা (International Flight During COVID) চালু করা ঠিক হবে কি না, তা চিন্তাভাবনা করে দেখার প্রয়োজন রয়েছে । বিদেশ থেকে, বিশেষ করে ওমিক্রন সংক্রমিত দেশগুলি থেকে আসা যাত্রীদের সঠিক পরীক্ষা হচ্ছে কি না, তা নিয়েও নজরদারি চালানোর পক্ষে সওয়াল করেন তিনি ।

সম্প্রতি দক্ষিণ আফ্রিকা, বৎসোয়ানা এবং হংকংয়ে করোনার নয়া রূপ ওমিক্রনের প্রকোপ দেখা দিয়েছে (Omicron Surge in Abroad) । ইতিমধ্যেই প্রায় 200-র বেশি মানুষের মধ্যে ওমিক্রন-এর,বিজ্ঞানসম্মত নাম বি.1.1.529, ( COVID variant B.1.1.529) সংক্রমণ ধরা পড়েছে । তাতে উদ্বেগ দেখা দিয়েছে ভারতেও । ওই তিন দেশ থেকে আসা যাত্রীদের করোনা পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে ।

আরও পড়ুন: New Covid-19 Variant Omicron : দক্ষিণ আফ্রিকায় মিলল করোনার আরও ভয়ঙ্কর রূপ ওমিক্রন, জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিজ্ঞানীদের মতে, ডেল্টার চেয়েও ভয়ঙ্কর করোনার এই নয়া রূপ । 32 বার বিবর্তিত হয়ে সরাসরি রোগ প্রতিরোধ ক্ষমতার উপর আঘাত করছে ওমিক্রন । ওমিক্রন এতটাই অপ্রতিরোধ্য যে, টিকাকরণ সম্পূর্ণ হয়ে গেলেও, শরীরে থাবা বসাতে পারে করোনার এই নয়া রূপ । ভারতে ওমিক্রনের প্রভাব কতটা গুরুতর হতে পারে, তা নিয়েও এদিন পর্যালোচনা করেন মোদি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.