ETV Bharat / bharat

JP Nadda : করোনা রুখতে মোদির প্রচেষ্টায় বাধা দিচ্ছে বিরোধীরা, অভিযোগ নাড্ডার

author img

By

Published : Jun 18, 2021, 7:04 PM IST

শুক্রবার বিজেপি সাংসদদের ভার্চুয়াল কনফারেন্সে ভাষণ দেন জেপি নাড্ডা ৷ সেখানেই তিনি এই কথা বলেন ৷

nadda-asks-bjp-leaders-to-expose-oppositions-plan-to-derail-attempts-to-contain-covid-19
করোনা রুখতে মোদির প্রচেষ্টায় বাধা দিচ্ছে বিরোধীরা, অভিযোগ নাড্ডার

নয়াদিল্লি, 18 জুন : করোনার (Covid-19) সংক্রমণ যাতে ভারতে না কমে, তাই বিরোধী রাজনৈতিক দলগুলি চক্রান্ত করছে ৷ শুক্রবার এমনই অভিযোগ করলেন বিজেপির (BJP) জাতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda) ৷ এদিন তিনি দলের সাংসদদের উদ্দেশ্যে ভাষণ দেন ৷ সেখানেই তিনি এই অভিযোগ করেছেন ৷ সেই কারণে দলের সাংসদদের কাছে তাঁর আর্জি, বিরোধীদের এই চক্রান্ত মানুষের সামনে তুলে ধরতে হবে ৷

একই সঙ্গে তিনি ভারতে করোনা মোকাবিলায় নরেন্দ্র মোদির (Narendra Modi) সরকারের প্রশাংসায় পঞ্চমুখ হন ৷ তাঁর দাবি, করোনা ঠেকাতে কেন্দ্রীয় সরকার যা ব্যবস্থা নিচ্ছে, তা বানচাল করার চেষ্টা করে যাচ্ছে বিরোধীরা ৷ নাড্ডার কথায়, ‘‘কখনও প্রশ্ন তোলা হচ্ছে কেন লকডাউন ? আবার প্রশ্ন তোলা হচ্ছে যে কেন লকডাউন (Lockdown) করা হচ্ছে না ?’’

এদিন তিনি দেশের টিকাকরণ নীতি নিয়ে বিরোধী রাজনৈতিক নেতাদের একহাত নিয়েছেন ৷ বলেছেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় এবং অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) বললেন যে তাঁরা নিজেরা ভ্যাকসিন কিনতে চান ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এটা বিকেন্দ্রীকরণ করল ৷ তার পর এটাকে আবার কেন্দ্রের আওতায় আনা হল রাজ্যগুলির ব্যর্থতার পর ৷’’

আরও পড়ুন : ত্রিপুরায় 92 শতাংশ সাংবাদিকের ভ্যাকসিনেশন করাল আগরতলা প্রেস ক্লাব

এখানে উল্লেখ্য যে চলতি বছর মার্চেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) করোনার ভ্যাকসিন কেনার দায়িত্ব রাজ্যের হাতে দেওয়ার দাবি জানিয়েছিলেন ৷ পরে আরও বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রী একই দাবি তোলেন ৷ এপ্রিলের মাঝামাঝি কেন্দ্রীয় সরকার করোনার টিকাকরণ (Covid Vaccination) বিকেন্দ্রীকরণ করে দেয় ৷ রাজ্যগুলির হাতে ভ্যাকসিন কেনার দায়িত্ব ছেড়ে দেয় ৷

তার পর রাজ্যগুলিকে করোনার ভ্যাকসিন জোগাড়ে নাজেহাল হতে হচ্ছে বলে অভিযোগ ওঠে ৷ এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার ফের পদক্ষেপ করে ৷ আবার রাজ্যগুলিকে ভ্যাকসিন বণ্টনের দায়িত্ব কেন্দ্রের হাতেই নেওয়া হয়েছে ৷ সম্প্রতি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে প্রধানমন্ত্রী এই বিষয়টি উল্লেখ করেন ৷

আরও পড়ুন : প্রথমসারির করোনা যোদ্ধাদের জন্য 6টি বিশেষ ক্রাশ কোর্সের সূচনা কেন্দ্রের

নাড্ডা ভ্যাকসিন নিয়েও বিরোধী দলগুলিকে আরও বিঁধেছেন ৷ বিরোধী দলের হাতে থাকা রাজ্যগুলিতে ভ্যাকসিন নষ্ট হচ্ছে বলে অভিযোগ করেছেন ৷ তাঁর আরও দাবি, কংগ্রেসের (Congress) অনেকে ভ্যাকসিন নানা অপপ্রচার করে মানুষকে ভয় পাইয়ে দিচ্ছে ৷ তিনি চান এই বিষয়গুলি সাধারণ মানুষের কাছে তুলে ধরা হোক ৷ এদিন দলের সাংসদদের তিনি সেই নির্দেশই দিয়েছেন ৷

নয়াদিল্লি, 18 জুন : করোনার (Covid-19) সংক্রমণ যাতে ভারতে না কমে, তাই বিরোধী রাজনৈতিক দলগুলি চক্রান্ত করছে ৷ শুক্রবার এমনই অভিযোগ করলেন বিজেপির (BJP) জাতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda) ৷ এদিন তিনি দলের সাংসদদের উদ্দেশ্যে ভাষণ দেন ৷ সেখানেই তিনি এই অভিযোগ করেছেন ৷ সেই কারণে দলের সাংসদদের কাছে তাঁর আর্জি, বিরোধীদের এই চক্রান্ত মানুষের সামনে তুলে ধরতে হবে ৷

একই সঙ্গে তিনি ভারতে করোনা মোকাবিলায় নরেন্দ্র মোদির (Narendra Modi) সরকারের প্রশাংসায় পঞ্চমুখ হন ৷ তাঁর দাবি, করোনা ঠেকাতে কেন্দ্রীয় সরকার যা ব্যবস্থা নিচ্ছে, তা বানচাল করার চেষ্টা করে যাচ্ছে বিরোধীরা ৷ নাড্ডার কথায়, ‘‘কখনও প্রশ্ন তোলা হচ্ছে কেন লকডাউন ? আবার প্রশ্ন তোলা হচ্ছে যে কেন লকডাউন (Lockdown) করা হচ্ছে না ?’’

এদিন তিনি দেশের টিকাকরণ নীতি নিয়ে বিরোধী রাজনৈতিক নেতাদের একহাত নিয়েছেন ৷ বলেছেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় এবং অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) বললেন যে তাঁরা নিজেরা ভ্যাকসিন কিনতে চান ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এটা বিকেন্দ্রীকরণ করল ৷ তার পর এটাকে আবার কেন্দ্রের আওতায় আনা হল রাজ্যগুলির ব্যর্থতার পর ৷’’

আরও পড়ুন : ত্রিপুরায় 92 শতাংশ সাংবাদিকের ভ্যাকসিনেশন করাল আগরতলা প্রেস ক্লাব

এখানে উল্লেখ্য যে চলতি বছর মার্চেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) করোনার ভ্যাকসিন কেনার দায়িত্ব রাজ্যের হাতে দেওয়ার দাবি জানিয়েছিলেন ৷ পরে আরও বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রী একই দাবি তোলেন ৷ এপ্রিলের মাঝামাঝি কেন্দ্রীয় সরকার করোনার টিকাকরণ (Covid Vaccination) বিকেন্দ্রীকরণ করে দেয় ৷ রাজ্যগুলির হাতে ভ্যাকসিন কেনার দায়িত্ব ছেড়ে দেয় ৷

তার পর রাজ্যগুলিকে করোনার ভ্যাকসিন জোগাড়ে নাজেহাল হতে হচ্ছে বলে অভিযোগ ওঠে ৷ এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার ফের পদক্ষেপ করে ৷ আবার রাজ্যগুলিকে ভ্যাকসিন বণ্টনের দায়িত্ব কেন্দ্রের হাতেই নেওয়া হয়েছে ৷ সম্প্রতি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে প্রধানমন্ত্রী এই বিষয়টি উল্লেখ করেন ৷

আরও পড়ুন : প্রথমসারির করোনা যোদ্ধাদের জন্য 6টি বিশেষ ক্রাশ কোর্সের সূচনা কেন্দ্রের

নাড্ডা ভ্যাকসিন নিয়েও বিরোধী দলগুলিকে আরও বিঁধেছেন ৷ বিরোধী দলের হাতে থাকা রাজ্যগুলিতে ভ্যাকসিন নষ্ট হচ্ছে বলে অভিযোগ করেছেন ৷ তাঁর আরও দাবি, কংগ্রেসের (Congress) অনেকে ভ্যাকসিন নানা অপপ্রচার করে মানুষকে ভয় পাইয়ে দিচ্ছে ৷ তিনি চান এই বিষয়গুলি সাধারণ মানুষের কাছে তুলে ধরা হোক ৷ এদিন দলের সাংসদদের তিনি সেই নির্দেশই দিয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.