ETV Bharat / bharat

Narendra Modi on Morbi Incident: ‘আমার মন পড়ে মোরবিতে’, জাতীয় ঐক্য দিবসের অনুষ্ঠানে শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর - মোরবি সেতু বিপর্যয়

তিনি একতা নগরে থাকলেও, তাঁর মন পড়ে মোরবিতে সেতু বিপর্যয়ে নিহত ও আহতদের কাছে ৷ জাতীয় ঐক্য দিবসের (National Unity Day) অনুষ্ঠানে যোগ দিয়ে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi on Morbi Incident) ৷

My Mind is With Victims of Morbi PM Narendra Modi on National Unity Day
My Mind is With Victims of Morbi PM Narendra Modi on National Unity Day
author img

By

Published : Oct 31, 2022, 11:07 AM IST

Updated : Oct 31, 2022, 11:38 AM IST

কেভাদিয়া, 31 অক্টোবর: ‘জাতীয় ঐক্য দিবসে’ (National Unity Day) সর্দার বল্লভভাই প্যাটেলের (Sardar Vallabhbhai Patel) ব্রোঞ্জের আবক্ষ মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ কিন্তু, তাঁর মন পড়ে রয়েছে মোরবি সেতু বিপর্যয়ে নিহত এবং আহতদের কাছে ৷ জাতীয় ঐক্য দিবসের অনুষ্ঠানে উপস্থিত হয়ে সোমবার এমনটাই জানালেন প্রধানমন্ত্রী (Narendra Modi on Morbi Incident) ৷

তাঁর ভাষণে উঠে আসে গুজরাতের মোরবিতে ভয়াবহ সেতু দুর্ঘটনার প্রসঙ্গ (Morbi Bridge Tragedy) ৷ যেখানে ছটপুজো উপলক্ষ্যে হওয়া ভিড়ের কারণে, সেতু ভেঙে অন্তত 142 জনের মৃত্যু হয়েছে ৷ সেই ঘটনায় শোকপ্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘‘আমি এখন একতা নগরে রয়েছি ৷ কিন্তু, আমার মাথায় এবং মনে শুধুই মোরবির দুর্ঘটনায় মৃত ও আহতদের চিন্তা রয়েছে ৷ জীবনে খুব কমবার আমি এমন কষ্ট অনুভব করেছি ৷ একদিকে আমার শোকাহত হৃদয় এবং অন্যদিকে, রয়েছে আমার কর্তব্য ৷’’

আরও পড়ুন: সেতু বিপর্যয়ের ঘটনা মৃত বেড়ে শতাধিক, সিট গঠন সরকারের, কর্মসূচিতে বদল মোদির

অন্যদিকে, জাতীয় ঐক্য দিবসে নাম না করেই পাকিস্তান এবং চিনের মতো প্রতিবেশী দেশকে হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী ৷ মোদি জানান, একসঙ্গে থাকাটাই ভারতীয়দের বৈশিষ্ট ৷ এটাই ভারতকে বাকিদের থেকে আলাদা করে । আর তাই ভারতের এই অটুট ঐক্য শত্রু দেশের চোখ কপালে তুলে দিয়েছে ৷ আর এটা আজকের বিষয় নয় ৷ বহু হাজার বছর ধরে ভারতের ঐক্যকে ভাঙার একটা চেষ্টা বিদেশি শক্তি করে এসেছে ৷ একাধিকবার ভারতে হামলা চালিয়েছে ৷ এমনকী পরাধীনতার সময়েও ভারতীয়দের ঐক্যকে নষ্ট করার চেষ্টা হয়েছে ৷ কিন্তু এটা কখনই সফল হয়নি ।

কেভাদিয়া, 31 অক্টোবর: ‘জাতীয় ঐক্য দিবসে’ (National Unity Day) সর্দার বল্লভভাই প্যাটেলের (Sardar Vallabhbhai Patel) ব্রোঞ্জের আবক্ষ মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ কিন্তু, তাঁর মন পড়ে রয়েছে মোরবি সেতু বিপর্যয়ে নিহত এবং আহতদের কাছে ৷ জাতীয় ঐক্য দিবসের অনুষ্ঠানে উপস্থিত হয়ে সোমবার এমনটাই জানালেন প্রধানমন্ত্রী (Narendra Modi on Morbi Incident) ৷

তাঁর ভাষণে উঠে আসে গুজরাতের মোরবিতে ভয়াবহ সেতু দুর্ঘটনার প্রসঙ্গ (Morbi Bridge Tragedy) ৷ যেখানে ছটপুজো উপলক্ষ্যে হওয়া ভিড়ের কারণে, সেতু ভেঙে অন্তত 142 জনের মৃত্যু হয়েছে ৷ সেই ঘটনায় শোকপ্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘‘আমি এখন একতা নগরে রয়েছি ৷ কিন্তু, আমার মাথায় এবং মনে শুধুই মোরবির দুর্ঘটনায় মৃত ও আহতদের চিন্তা রয়েছে ৷ জীবনে খুব কমবার আমি এমন কষ্ট অনুভব করেছি ৷ একদিকে আমার শোকাহত হৃদয় এবং অন্যদিকে, রয়েছে আমার কর্তব্য ৷’’

আরও পড়ুন: সেতু বিপর্যয়ের ঘটনা মৃত বেড়ে শতাধিক, সিট গঠন সরকারের, কর্মসূচিতে বদল মোদির

অন্যদিকে, জাতীয় ঐক্য দিবসে নাম না করেই পাকিস্তান এবং চিনের মতো প্রতিবেশী দেশকে হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী ৷ মোদি জানান, একসঙ্গে থাকাটাই ভারতীয়দের বৈশিষ্ট ৷ এটাই ভারতকে বাকিদের থেকে আলাদা করে । আর তাই ভারতের এই অটুট ঐক্য শত্রু দেশের চোখ কপালে তুলে দিয়েছে ৷ আর এটা আজকের বিষয় নয় ৷ বহু হাজার বছর ধরে ভারতের ঐক্যকে ভাঙার একটা চেষ্টা বিদেশি শক্তি করে এসেছে ৷ একাধিকবার ভারতে হামলা চালিয়েছে ৷ এমনকী পরাধীনতার সময়েও ভারতীয়দের ঐক্যকে নষ্ট করার চেষ্টা হয়েছে ৷ কিন্তু এটা কখনই সফল হয়নি ।

Last Updated : Oct 31, 2022, 11:38 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.