মুজফফরপুর, 27 সেপ্টেম্বর: দেশ স্বাধীন হওয়ার পর এই প্রথম কেউ সরকারি চাকরি ৷ তাই বিহারের মুজফফরপুর জেলার সোহাগপুর গ্রামে খুশির জোয়ার ৷ সরকারি প্রাথমিক স্কুলে শিক্ষকের চাকরি পেয়েছেন গ্রামের ছেলে রাকেশ কুমার ৷ এর আগে এই ঘটনা কখনও হয়নি এখানে ৷ কেউ সরকারি চাকরি পায়নি ৷ গ্রামে অন্ততপক্ষে 2 হাজার মানুষের বাস ৷ কিন্তু রাকেশের আগে কেউ সরকারি পাননি (Muzaffarpur youth grabs government job for the first time till independence) ৷
রাকেশ কুমার তাঁর মেধা এবং জেদের বলে সফল হয়েছেন ৷ তিনি সরকারি বিদ্যালয়ের শিক্ষকের পদ পেয়েছেন ৷ সরকারি চাকরি পাওয়াটা খানিকটা গল্প হয়ে দাঁড়িয়েছিল এই গ্রামে ৷ তা সত্যি করে দেখালেন তিনি ৷ গ্রামের মানুষ এবার আশাবাদী, বাকি তরুণরাও রাকেশ কুমারের পথে হেঁটে সরকারি চাকরি পাবেন ৷ গ্রামের সম্মান বাড়বে ৷
আরও পড়ুন: 24 এর ভোটে সাফ হয়ে যাবে লালু-নীতীশের জোট, দাবি অমিত শাহের
8 সেপ্টেম্বর রাকেশ তাঁর নিয়োগপত্র পেয়েছেন ৷ খুব শিগগিরি বিহারের মুজফফরপুরে বারকুরওয়ায় (Barkurwa in Muzaffarpur) একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক (government primary school) হিসেবে যোগ দেবেন ৷ গ্রামের স্কুলেই পড়াশোনা শুরু রাকেশের ৷ তারপর তিনি পার্শ্ববর্তী জেলা দ্বারভাঙায় যান স্নাতকোত্তর স্তরের পঠন পাঠন শেষ করতে ৷ এরপর রাজস্থান থেকে বিএডও করেন ৷ সম্প্রতি তিনি বিহারের টিচার্স এলিজিবিলিটি টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের চাকরি পেয়েছেন ৷
তাঁর সংগ্রামের দিনগুলোর কথা মনে করি রাকেশ বলেন, "আমার বাবা মারা যাওয়ার পর আমি অন্যদের পড়ানো শুরু করি ৷ সেই টাকা দিয়ে নিজের লেখাপড়ার খরচ চালাতাম ৷ এমকম আর বিএড ডিগ্রি অর্জন করে বিহারের টিচার্স এলিজিবিলিটি টেস্টের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম ৷ আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি এবং সরকারি স্কুলে শিক্ষকের চাকরি পেয়েছি ৷"