নয়াদিল্লি, 12 এপ্রিল : সার্স-কোভ-2 ভাইরাসের পরিবর্তিত প্রতিরূপটি এর মূল গঠনের তুলনায় অনেক বেশি সক্রিয় ও শক্তিশালী ৷ এর সংক্রমণ করার ক্ষমতা মূল কোভিড-19 ভাইরাসের তুলনায় অনেক বেশি ৷ রাজধানী দিল্লিতে করোনার হঠাৎ দাপাদাপির জন্য সম্ভবত সার্স-কোভ-2 ভাইরাসের এই পরিবর্তিত প্রতিরূপটিই দায়ী ৷ এমনটাই মনে করছে বিশেষজ্ঞ ও চিকিৎসকদের একাংশ ৷
এইমসের ডিরেক্টর ডাঃ রণদীপ গুলেরিয়া এই প্রসঙ্গে বলেন, ‘‘আমরা একটা জিনিস লক্ষ্য করেছি ৷ এবার দেখা যাচ্ছে, একজন করোনা আক্রান্ত আগের তুলনায় অনেক বেশি মানুষের মধ্যে সংক্রমণ ছড়িয়ে দিচ্ছেন ৷ এর আগে যখন সংক্রমণ শীর্ষে পৌঁছেছিল, তখন একজন রোগী তাঁর সংস্পর্শে আসা ব্য়ক্তিদের মধ্যে মাত্র 30 থেকে 40 শতাংশের মধ্যে সংক্রমণ ছড়াতে পারতেন ৷ কিন্তু এখন সেই পরিমাণটা বেড়ে হয়েছে 80 থেকে 90 শতাংশ ৷’’
আরও পড়ুন : এক সপ্তাহে 6 বার উর্ধ্বমুখী, দৈনিক আক্রান্ত 1 লাখ 68 হাজার 912
তথ্য বলছে, সার্স-কোভ-2 ভাইরাসের একাধিক প্রজাতির ভূমিকা রয়েছে কোভিড-19 ভাইরাসের সৃষ্টি ও ছড়িয়ে পড়ার পিছনে ৷ গোটা বিশ্বেই এর প্রভাব দেখা গিয়েছে ৷ যার মধ্যে ব্রিটেন, দক্ষিণ আফ্রিকা এবং ব্রাজিল অন্যতম ৷ দিল্লিতে ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকা এবং ব্রিটেনর ভাইরাসের খোঁজ মিলেছে ৷ ব্রিটেন থেকে আসা কোভিড ভাইরাসের সবথেকে বেশি প্রাদুর্ভাব দেখা গিয়েছে পঞ্জাবে ৷ বিশেষজ্ঞদের আশঙ্কা, ভাইরাসের ওই একই প্রজাতি ছড়িয়ে পড়েছে রাজধানী দিল্লিতেও ৷ আর সেই কারণেই হঠাৎ করে রাজধানীতে বেড়ে গিয়েছে করোনা আক্রান্তের সংখ্যা ৷