ETV Bharat / bharat

Botherhood in Agra Jail: নবরাত্রিতে উপোস মুসলিম বন্দিদের, হিন্দুরা রাখছেন রোজা; সম্প্রীতির নজির আগ্রা সংশোধনাগারে

নবরাত্রিতে উপোস করছেন মুসলিম বন্দিরা (Muslim inmates observe fast on Navratri)৷ আর হিন্দুরা রাখছেন রোজা ৷ এমনই সম্প্রীতির নজির তৈরি হল আগ্রা সংশোধনাগারে (Botherhood in Agra Jail)৷

author img

By

Published : Mar 26, 2023, 6:54 PM IST

Botherhood in Agra Jail ETV Bharat
সম্প্রীতির নজির আগ্রা সংশোধনাগারে

আগ্রা, 26 মার্চ: অভূতপূর্ব সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের সাক্ষী হয়ে থাকল আগ্রা (Botherhood in Agra Jail)৷ সেখানকার কেন্দ্রীয় সংশোধনাগারে বেশ কয়েকজন মুসলিম বন্দি (Muslim inmates observe fast on Navratri) তাঁদের হিন্দু ভাইদের সঙ্গে নবরাত্রির উপবাস করছেন ৷ পাশাপাশি কয়েকজন হিন্দু বন্দি মুসলিমদের প্রতি সৌভ্রাতৃত্ব দেখিয়ে রোজা পালন করছেন ৷

মন্দের উপর ভালোর জয়ে হিন্দুরা ন দিন ধরে উদযাপন করেন চৈত্র নবরাত্রি ৷ এ বছর তা শুরু হয়েছে 22 মার্চ ৷ আর তার ঠিক পরের দিনই শুরু হয় মুসলিমদের রমজান মাস। আগ্রা কেন্দ্রীয় সংশোধনাগারের ইনচার্জ ডেপুটি ইন্সপেক্টর জেনারেল রাধা কৃষ্ণ মিশ্র সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, মুসলিম কয়েদিরা নবরাত্রির জন্য উপবাস করছেন এবং মন্দির প্রাঙ্গণে আয়োজিত 'ভজন (ভক্তিমূলক গান)'-এও অংশ নিচ্ছেন । পাশাপাশি, রোজা পালনকারী হিন্দু বন্দিদের দেখিয়ে তিনি বলেন, এটি একটি ভালো ধারণা যেখানে উভয় ধর্মের বন্দিরা হিন্দু-মুসলিম ঐক্যের বার্তা তৈরি করছে ।

সংশোধনাগার কর্তৃপক্ষের দ্বারা প্রকাশিত একটি ভিডিয়োতে নওশাদ নামে একজন বন্দি নবরাত্রির উপবাস পালনের বিষয়ে তাঁর মতামত জানিয়েছেন ৷ তিনি বলেন, "আমি নবরাত্রির প্রথম দিনে উপবাস রেখেছিলাম এবং শেষ দিনে আবার উপবাস করব । জেলে আমরা সবাই ঐক্যের সঙ্গে থাকি এবং সকলের ধর্মীয় অনুভূতিকে সম্মান করি । আমরা মন্দিরে আয়োজিত ভজনে অংশ নিই এবং হিন্দু বন্দিদের সঙ্গে গান করি ।"

আরও পড়ুন: রোজা ভেঙে বৃদ্ধাকে রক্ত দিয়ে জীবন বাঁচালেন মালদার মইদুল

জেলর অলোক সিং বলেন, সংশোধনাগারে 905 জন বন্দি রয়েছেন । তাঁদের মধ্যে 17 জন মুসলিম বন্দি নবরাত্রিতে উপবাস পালন করেছেন এবং 37 জন হিন্দু রোজা পালন করেছেন । নবরাত্রির উপবাসে বন্দিদের জন্য ফল ও দুধের ব্যবস্থা করেছে জেল প্রশাসন । রোজা পালনকারী বন্দিদের রোজা ভাঙার জন্য খেজুরের ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ ৷ শুক্রবার থেকে জেল কর্তৃপক্ষ বন্দিদের জন্য 'ভাগবত কথা'র আয়োজন করছে । 31 মার্চ ভান্ডারের আয়োজন করা হবে । অলোক সিং-এর কথায়, "এটি বন্দিদের মধ্যে ইতিবাচকতা নিয়ে আসে এবং তাঁদের অনুপ্রাণিত করে ৷"

কারাগারের বন্দিদের কল্যাণে কাজ করা সামাজিক সংগঠন টিঙ্কা টিঙ্কার প্রতিষ্ঠাতা বর্তিকা নন্দ বলেছেন, সংশোধনাগার হল ধর্মীয় উৎসব এবং আচার-অনুষ্ঠান বিনিময়ের জন্য উপযুক্ত জায়গা ৷ যখন বিভিন্ন ধর্মের বন্দিরা একে-অপরের আচার-অনুষ্ঠানে অংশ নেন, তখন এটি সংহতি এবং পারস্পরিক শ্রদ্ধার একটি নিখুঁত উদাহরণ হয়ে ওঠে ৷

আগ্রা, 26 মার্চ: অভূতপূর্ব সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের সাক্ষী হয়ে থাকল আগ্রা (Botherhood in Agra Jail)৷ সেখানকার কেন্দ্রীয় সংশোধনাগারে বেশ কয়েকজন মুসলিম বন্দি (Muslim inmates observe fast on Navratri) তাঁদের হিন্দু ভাইদের সঙ্গে নবরাত্রির উপবাস করছেন ৷ পাশাপাশি কয়েকজন হিন্দু বন্দি মুসলিমদের প্রতি সৌভ্রাতৃত্ব দেখিয়ে রোজা পালন করছেন ৷

মন্দের উপর ভালোর জয়ে হিন্দুরা ন দিন ধরে উদযাপন করেন চৈত্র নবরাত্রি ৷ এ বছর তা শুরু হয়েছে 22 মার্চ ৷ আর তার ঠিক পরের দিনই শুরু হয় মুসলিমদের রমজান মাস। আগ্রা কেন্দ্রীয় সংশোধনাগারের ইনচার্জ ডেপুটি ইন্সপেক্টর জেনারেল রাধা কৃষ্ণ মিশ্র সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, মুসলিম কয়েদিরা নবরাত্রির জন্য উপবাস করছেন এবং মন্দির প্রাঙ্গণে আয়োজিত 'ভজন (ভক্তিমূলক গান)'-এও অংশ নিচ্ছেন । পাশাপাশি, রোজা পালনকারী হিন্দু বন্দিদের দেখিয়ে তিনি বলেন, এটি একটি ভালো ধারণা যেখানে উভয় ধর্মের বন্দিরা হিন্দু-মুসলিম ঐক্যের বার্তা তৈরি করছে ।

সংশোধনাগার কর্তৃপক্ষের দ্বারা প্রকাশিত একটি ভিডিয়োতে নওশাদ নামে একজন বন্দি নবরাত্রির উপবাস পালনের বিষয়ে তাঁর মতামত জানিয়েছেন ৷ তিনি বলেন, "আমি নবরাত্রির প্রথম দিনে উপবাস রেখেছিলাম এবং শেষ দিনে আবার উপবাস করব । জেলে আমরা সবাই ঐক্যের সঙ্গে থাকি এবং সকলের ধর্মীয় অনুভূতিকে সম্মান করি । আমরা মন্দিরে আয়োজিত ভজনে অংশ নিই এবং হিন্দু বন্দিদের সঙ্গে গান করি ।"

আরও পড়ুন: রোজা ভেঙে বৃদ্ধাকে রক্ত দিয়ে জীবন বাঁচালেন মালদার মইদুল

জেলর অলোক সিং বলেন, সংশোধনাগারে 905 জন বন্দি রয়েছেন । তাঁদের মধ্যে 17 জন মুসলিম বন্দি নবরাত্রিতে উপবাস পালন করেছেন এবং 37 জন হিন্দু রোজা পালন করেছেন । নবরাত্রির উপবাসে বন্দিদের জন্য ফল ও দুধের ব্যবস্থা করেছে জেল প্রশাসন । রোজা পালনকারী বন্দিদের রোজা ভাঙার জন্য খেজুরের ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ ৷ শুক্রবার থেকে জেল কর্তৃপক্ষ বন্দিদের জন্য 'ভাগবত কথা'র আয়োজন করছে । 31 মার্চ ভান্ডারের আয়োজন করা হবে । অলোক সিং-এর কথায়, "এটি বন্দিদের মধ্যে ইতিবাচকতা নিয়ে আসে এবং তাঁদের অনুপ্রাণিত করে ৷"

কারাগারের বন্দিদের কল্যাণে কাজ করা সামাজিক সংগঠন টিঙ্কা টিঙ্কার প্রতিষ্ঠাতা বর্তিকা নন্দ বলেছেন, সংশোধনাগার হল ধর্মীয় উৎসব এবং আচার-অনুষ্ঠান বিনিময়ের জন্য উপযুক্ত জায়গা ৷ যখন বিভিন্ন ধর্মের বন্দিরা একে-অপরের আচার-অনুষ্ঠানে অংশ নেন, তখন এটি সংহতি এবং পারস্পরিক শ্রদ্ধার একটি নিখুঁত উদাহরণ হয়ে ওঠে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.