কোপ্পাল (কর্নাটক), 14 অক্টোবর: সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির তৈরি হল কর্নাটকে । কোপ্পাল এলাকার কৃষক মেহেবুব পাশা নিজের উৎপাদিত প্রথম ফসল দান করলেন গবি মঠে । এই মঠে প্রতিদিন নিরন্ন মানুষদের জন্য খাবারের ব্যবস্থা করা হয় । অভুক্ত যে কোনও মানুষ সেখানে যেতে পারেন । এই উদ্যোগেরই শরিক হলেন মেহবুব Muslim Farmers Donates Food Grain In Karnataka Math)।
মেহেবুবের বাড়ি কোপাল্লের জ্ঞানবতী এলাকার একটি গ্রামে । সেখানে সম্প্রতি তিনি তিন একর চাষের জমি কেনেন । তার মধ্যে দুই একর জমি চাষের যোগ্য । সেখানেই মোট 16 কুইন্টাল বাজরা উৎপাদন করেছিলেন তিনি। এরপরই তাঁর মনে হয় এই জমিতে উৎপাদিত প্রথম ফসল তিনি ব্যবসায়িক কাজে ব্যবহার করবেন না । নিরন্ন মানুষ যাতে দুমুঠো খেতে পারে সেই ব্যবস্থা করবেন ।
কিন্তু কী করে নিরন্ন মানুষের মুখে তাঁর ফসল থেকে তৈরি খাওয়ার তুলে দেবেন তা বুঝতে পারছিলেন না মেহেবুব । এরপরই স্থানীয় এক ব্যবসায়ীর সঙ্গে তাঁর যোগাযোগ হয় । আনন্দ আক্কি নামে ওই ব্যবসায়ী তাঁকে গবি মঠের সন্ধান দেন । জানান, নিরন্ন মানুষের মুথে খাবার পৌঁছে দেওয়ার সবচেয়ে ভালো ব্যবস্থা এখানেই হতে পারে । এরপরই মঠে গিয়ে উৎপাদিত শস্য দান করেন কৃষক । জানা গিয়েছে ফসলের বাজারদর আনুমানিক 30 হাজার টাকা । মঠের তরফে এই দান গ্রহণ করা হয়েছে । পাশাপাশি কৃষককে সম্মানের ব্যবস্থাও করা হয়েছে ।
আরও পড়ুন: পঞ্জাবের গুরদাসপুরের গুলি চালিয়ে পাকিস্তানি ড্রোন নামাল বিএসএফ