নালন্দা, 25 মার্চ: দিল্লির শ্রদ্ধা কাণ্ডের ছায়া বিহারের নালন্দায় ৷ স্ত্রী কে খুন করে টুকরো টুকরো করে দেহাংশ কুয়োয় ফেলে দেওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে ৷ বিহারের নালন্দার থারথারি থানার অন্তর্গত পুরন্দরপুর গ্রামে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ৷ মৃত সঙ্গীতা দেবী বিগত পাঁচ দিন থেকে নিখোঁজ ছিলেন ৷ সম্প্রতি স্থানীয় একটি কুয়োর মধ্যে এক কিছু দেহাংশ ভেসে ওঠে ৷ পুলিশ এসে দেহাংশগুলি উদ্ধার করে মাটিতে পুঁতে দেয় ৷ সম্প্রতি বেশ কয়েকটি পথ কুকুর খাবারের সন্ধানে মাটিতে আঁচড়ালে মহিলার দেহাংশ মাটি থেকে বাইরে বেরিয়ে আসে (Dogs scratched woman Dead body in Nalanda )৷ দেহগুলি উদ্ধার করে ময়ানাতদন্তের জন্য পাঠিয়েছে বিহার পুলিশ ৷
নিহতের শ্বশুর রামশরণ প্রসাদ বলেন, "আমার ছেলে তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে । তারপর দেহ টুকরো টুকরো করে কুয়োর মধ্য়ে ফেলে দেয় । পুলিশ মৃতের হাত, পা ও ঘাড় উদ্ধার করলেও দেহ খুঁজে পায়নি ।" l তিনি আরও জানান, কয়েকদিন আগে পুলিশ কয়ো থেকে এক মহিলার দেহাংশ উদ্ধার করে ৷ পুলিশের কথাতেই দেহাংশগুলি মাটিতে পুঁতে দেন তাঁরা ৷ সম্প্রতি বেশ কয়েকটি পথ কুকুর মাটি আঁচড়ানোর সময় মহিলার দেহাংশ উপরে উঠে আসে ৷ বিষয়টি গ্রামবাসীদের চোখে পড়তেই তাঁরা পুলিশে খবর দেন ৷ পুলিশ এসে দেহংশগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে ৷ ঘটনার পর থেকেই পলাতক নিহতের স্বামী নিতীশ কুমার ৷ এদিকে,ঘটনায় নিহত মহিলার শ্বশুরকে গ্রেফতার করেছে পুলিশ ৷ তদন্তকারীদেরে দাবি, মহিলার দেহ উধাও করেছেন রামশরণ। এই অভিযোগেই তাঁকে গ্রেফতার করা হয়েছে।
শ্বশুরবাড়ির অভিযোগ, পুত্রবধূকে খুন করেছে তাদের ছেলে ৷ মৃত সঙ্গীতা দেবী 5 দিন আগে বাড়ি থেকে নিখোঁজ হয়েছিলেন । এরপরই মৃতদেহ গ্রামের এক কোণ থেকে কয়েক টুকরো অবস্থায় উদ্ধার করা হয় । ছেলে প্রিন্স কুমার জানিয়েছেন, বাড়িতে কুড়াল দিয়ে কুপিয়ে তাঁর মাকে খুন করেছেন বাবা নীতীশ কুমার ।
আরও পড়ুন: স্ত্রী'র জন্মদিনে আবেগঘন পোস্ট জুনিয়ার এনটিআরের, লক্ষ্মী পেলেন বিদেশের শুভেচ্ছাও
জানা গিয়েছে, সঙ্গীতা দেবীর সঙ্গে 2006 সালে নীতীশ কুমারের খুব ধুমধাম করে বিয়ে হয়েছিল । সঙ্গীতা ছিলেন তার বাবার একমাত্র মেয়ে । এর কারণে তার স্বামী তার মায়ের বাড়ির সম্পত্তি নিজের নামে করতে চেয়েছিলেন । সঙ্গীতা তা করেত না চাওয়ায় স্বামী- স্ত্রীর মধ্য়ে বচসা বাঁধে । এ কারণে তাকে হত্যা করা হয়েছে। অভিযুক্ত নীতীশ বর্তমানে লুধিয়ানাতে লুকিয়ে আছে বলে মনে করছে পুলিশ ।