ETV Bharat / bharat

Drugs Seized: 3 বছরে 3414 কেজি মাদক বাজেয়াপ্ত করেছে মুম্বই পুলিশ, এবছরই 2593 কেজি - আরটিআই

আরটিআই (RTI)-এর আওতায় করা এক প্রশ্নের জবাবে মুম্বই পুলিশ (Mumbai Police) জানিয়েছে যে, গত তিন বছরে 3414 কেজি মাদক বাজেয়াপ্ত (Drugs Seized) করা হয়েছে ৷

mumbai-police-seized-3414-kg-drugs-in-last-3-years-rti-reply
গত 3 বছরে 3414 কেজি মাদক বাজেয়াপ্ত করেছে মুম্বই পুলিশ, 2593 কেজি এ বছরই
author img

By

Published : Nov 12, 2021, 3:00 PM IST

মুম্বই, 12 নভেম্বর: গত 3 বছরে 3414 কেজি মাদক বাজেয়াপ্ত (Drugs Seized) করেছে মুম্বই পুলিশ (Mumbai Police) ৷ এর মধ্যে 2593 কেজিই উদ্ধার হয়েছে চলতি বছর, অর্থাৎ 2021 সালে ৷ তথ্যের অধিকার আইনে (Right to Information Act) এক প্রশ্নের জবাবে একথা জানিয়েছে মুম্বই পুলিশ ৷

2021 সালের 25 অক্টোবর পর্যন্ত 83.13 কোটি টাকারও বেশি মূল্যের মাদক বাজেয়াপ্ত করেছে মুম্বই পুলিশ ৷ এই পরিমাণটা 2019 (25.28 কোটি) ও 2020 (22.23 কোটি) সালে বাজেয়াপ্ত হওয়া মাদকের প্রায় তিন গুণ ৷

গত তিন বছরে পুলিশের বাজেয়াপ্ত করা মাদকের পরিমাণ জানতে চেয়েছিলেন জনৈক আরটিআই কর্মী (RTI Activist) গলগলি ৷ তিনি বলেন, ‘‘পুলিশ বাজেয়াপ্ত হওয়া মাদক নিজেদের মধ্যে বিক্রি করে বলে গুজব রয়েছে ৷ সে জন্যই প্রত্যেকবার মাদক বাজেয়াপ্ত হওয়ার পর তার সবিস্তার তথ্য জানানো প্রয়োজন, যাতে মাদকের বিরুদ্ধে লড়াইয়ে মুম্বইকররাও অংশ নিতে পারে ৷’’

আরও পড়ুন: Union Home Secretary : শুরু হল কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের বৈঠক, বিএসএফের পরিসর বৃদ্ধিই মূল আলোচ্য

গলগলির প্রশ্নের জবাবে 2019, 2020 ও 2021 সালের তথ্য জানিয়েছে অ্যান্টি-নারকোটিকস সেল ৷ জবাবে জানানো হয়েছে, 2019 সালে 25.28 কোটি টাকার 395 কেজি 35 গ্রাম মাদক বাজেয়াপ্ত করা হয়েছে ৷ তবে বাজেয়াপ্ত হওয়া সেই মাদক কী করা হয়েছে, তা জবাব দেওয়া হয়নি ৷ 2020 সালে 22.23 কোটি টাকার 427 কেজি 277 গ্রাম মাদক বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানানো হয়েছে ৷ আর 2021 সালের 25 অক্টোবর পর্যন্ত সর্বাধিক 83.18 কোটি টাকার 2592 কেজি 93 গ্রাম মাদক বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছে মুম্বই পুলিশ ৷

আরও পড়ুন: Jagdeep Dhankhar-Amit Mitra : অমিতের কাছে বঙ্গে বিনিয়োগের হিসাব চাইলেন রাজ্যপাল

মুম্বই, 12 নভেম্বর: গত 3 বছরে 3414 কেজি মাদক বাজেয়াপ্ত (Drugs Seized) করেছে মুম্বই পুলিশ (Mumbai Police) ৷ এর মধ্যে 2593 কেজিই উদ্ধার হয়েছে চলতি বছর, অর্থাৎ 2021 সালে ৷ তথ্যের অধিকার আইনে (Right to Information Act) এক প্রশ্নের জবাবে একথা জানিয়েছে মুম্বই পুলিশ ৷

2021 সালের 25 অক্টোবর পর্যন্ত 83.13 কোটি টাকারও বেশি মূল্যের মাদক বাজেয়াপ্ত করেছে মুম্বই পুলিশ ৷ এই পরিমাণটা 2019 (25.28 কোটি) ও 2020 (22.23 কোটি) সালে বাজেয়াপ্ত হওয়া মাদকের প্রায় তিন গুণ ৷

গত তিন বছরে পুলিশের বাজেয়াপ্ত করা মাদকের পরিমাণ জানতে চেয়েছিলেন জনৈক আরটিআই কর্মী (RTI Activist) গলগলি ৷ তিনি বলেন, ‘‘পুলিশ বাজেয়াপ্ত হওয়া মাদক নিজেদের মধ্যে বিক্রি করে বলে গুজব রয়েছে ৷ সে জন্যই প্রত্যেকবার মাদক বাজেয়াপ্ত হওয়ার পর তার সবিস্তার তথ্য জানানো প্রয়োজন, যাতে মাদকের বিরুদ্ধে লড়াইয়ে মুম্বইকররাও অংশ নিতে পারে ৷’’

আরও পড়ুন: Union Home Secretary : শুরু হল কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের বৈঠক, বিএসএফের পরিসর বৃদ্ধিই মূল আলোচ্য

গলগলির প্রশ্নের জবাবে 2019, 2020 ও 2021 সালের তথ্য জানিয়েছে অ্যান্টি-নারকোটিকস সেল ৷ জবাবে জানানো হয়েছে, 2019 সালে 25.28 কোটি টাকার 395 কেজি 35 গ্রাম মাদক বাজেয়াপ্ত করা হয়েছে ৷ তবে বাজেয়াপ্ত হওয়া সেই মাদক কী করা হয়েছে, তা জবাব দেওয়া হয়নি ৷ 2020 সালে 22.23 কোটি টাকার 427 কেজি 277 গ্রাম মাদক বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানানো হয়েছে ৷ আর 2021 সালের 25 অক্টোবর পর্যন্ত সর্বাধিক 83.18 কোটি টাকার 2592 কেজি 93 গ্রাম মাদক বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছে মুম্বই পুলিশ ৷

আরও পড়ুন: Jagdeep Dhankhar-Amit Mitra : অমিতের কাছে বঙ্গে বিনিয়োগের হিসাব চাইলেন রাজ্যপাল

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.