ETV Bharat / bharat

Kamal Kishor Mishra: স্ত্রীকে খুনের চেষ্টা ! পলাতক চিত্রনির্মাতাকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ

পরকীয়ায় ধরা পড়ে স্ত্রীকে খুনের চেষ্টা (Attempt to Murder Case) ! মুম্বইয়ের ঘটনায় অভিযুক্ত চিত্রনির্মাতা কমল কিশোর মিশ্র (Kamal Kishor Mishra) ৷ তাঁর খোঁজে নানা জায়গায় তল্লাশি শুরু করেছে মুম্বই পুলিশ (Mumbai Police) ৷

Mumbai Police is searching for Kamal Kishor Mishra in Attempt to Murder Case
পলাতক চিত্রনির্মাতাকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ
author img

By

Published : Oct 27, 2022, 7:01 PM IST

মুম্বই, 27 অক্টোবর: শহরের এক চিত্রনির্মাতাকে হন্যে হয়ে খুঁজছে মুম্বই পুলিশ (Mumbai Police) ৷ তাঁর বিরুদ্ধে স্ত্রীকে খুনের চেষ্টার অভিযোগ উঠেছে ৷ ঘটনার পর থেকেই বেপাত্তা ওই ব্যক্তি ৷ বৃহস্পতিবার মুম্বই পুলিশের এক প্রতিনিধি জানান, এই ঘটনায় ইতিমধ্যেই আম্বোলি থানায় (Amboli Police Station) অভিযোগ দায়ের করা হয়েছে ৷ অভিযুক্ত ব্যক্তির নাম কমল কিশোর মিশ্র (Kamal Kishor Mishra) ৷ কমলের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেছেন তাঁর স্ত্রী ইয়াসমিন (Yasmin) ৷

ইয়াসমিনের অভিযোগ, তাঁর স্বামী পরকীয়ায় মজেছেন ৷ গত 19 অক্টোবর অন্য মহিলার সঙ্গে স্বামীকে হাতেনাতে ধরে ফেলেন তিনি ! সেই সময় একটি আবাসনের পার্কিং লটে গাড়ির ভিতরে ছিলেন কমল ৷ সঙ্গে ছিলেন তাঁর প্রেমিকা ৷ স্ত্রীকে দেখেই গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করেন কমল ৷ গাড়ির ধাক্কায় পড়ে যান ইয়াসমিন ৷ তখন তাঁর শরীরের উপর দিয়েই গাড়ি চালিয়ে দেন কমল ৷ সেই সময় অন্য এক ব্যক্তি দৌড়ে আসেন ৷ তাঁর সহযোগিতাতেই প্রাণে বেঁচে যান ইয়াসমিন ৷ ওই ব্যক্তি ইয়াসমিনকে চলন্ত গাড়ির নীচে থেকে টেনে বের করেন ৷ পুরো ঘটনা বন্দি হয় ঘটনাস্থলে লাগানো সিসিটিভি ক্যামেরায় ৷

আরও পড়ুন: আত্মহত্যার চেষ্টা স্ত্রীর, ঘটনার ভিডিয়ো করতেই ব্যস্ত স্বামী !

এই ঘটনায় ইয়াসমিনের পায়ে এবং মাথায় আঘাত লাগে ৷ তবে, এখন তিনি ভালো আছেন বলে জানিয়েছে পুলিশ ৷ ইয়াসমিনের অভিযোগের উপর ভিত্তি করে কমলের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ ৷ কিন্তু, 19 অক্টোবরের ওই ঘটনার পর থেকেই অভিযুক্তের আর কোনও খোঁজ নেই ৷ এদিকে, ইতিমধ্যেই ইন্টারনেটে ভাইরাল হয়ে গিয়েছে ঘটনার সিসিটিভি ফুটেজ ৷ সম্ভাব্য সমস্ত জায়গায় কমলের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ৷

পুলিশ সূত্রেই জানা গিয়েছে, বর্তমানে মুম্বইয়ে থাকলেও কমল আদতে উত্তরপ্রদেশের গোন্ডা এলাকার বাসিন্দা ৷ এখনও পর্যন্ত তিনি বেশ কয়েকটি সিনেমা তৈরি করেছেন ৷ তার মধ্যে ভূতিয়াপা, ফ্ল্যাট নাম্বার 420, শর্মাজি কি লগ গ্যায়ি, খাল্লি বাল্লি, দেহাতি ডিস্কো প্রভৃতি উল্লেখযোগ্য ৷ ঘটনার ভিডিয়ো সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর থেকেই ভার্চুয়াল মঞ্চে কমলের মুণ্ডপাত করছেন নেটনাগরিকরা ৷

মুম্বই, 27 অক্টোবর: শহরের এক চিত্রনির্মাতাকে হন্যে হয়ে খুঁজছে মুম্বই পুলিশ (Mumbai Police) ৷ তাঁর বিরুদ্ধে স্ত্রীকে খুনের চেষ্টার অভিযোগ উঠেছে ৷ ঘটনার পর থেকেই বেপাত্তা ওই ব্যক্তি ৷ বৃহস্পতিবার মুম্বই পুলিশের এক প্রতিনিধি জানান, এই ঘটনায় ইতিমধ্যেই আম্বোলি থানায় (Amboli Police Station) অভিযোগ দায়ের করা হয়েছে ৷ অভিযুক্ত ব্যক্তির নাম কমল কিশোর মিশ্র (Kamal Kishor Mishra) ৷ কমলের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেছেন তাঁর স্ত্রী ইয়াসমিন (Yasmin) ৷

ইয়াসমিনের অভিযোগ, তাঁর স্বামী পরকীয়ায় মজেছেন ৷ গত 19 অক্টোবর অন্য মহিলার সঙ্গে স্বামীকে হাতেনাতে ধরে ফেলেন তিনি ! সেই সময় একটি আবাসনের পার্কিং লটে গাড়ির ভিতরে ছিলেন কমল ৷ সঙ্গে ছিলেন তাঁর প্রেমিকা ৷ স্ত্রীকে দেখেই গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করেন কমল ৷ গাড়ির ধাক্কায় পড়ে যান ইয়াসমিন ৷ তখন তাঁর শরীরের উপর দিয়েই গাড়ি চালিয়ে দেন কমল ৷ সেই সময় অন্য এক ব্যক্তি দৌড়ে আসেন ৷ তাঁর সহযোগিতাতেই প্রাণে বেঁচে যান ইয়াসমিন ৷ ওই ব্যক্তি ইয়াসমিনকে চলন্ত গাড়ির নীচে থেকে টেনে বের করেন ৷ পুরো ঘটনা বন্দি হয় ঘটনাস্থলে লাগানো সিসিটিভি ক্যামেরায় ৷

আরও পড়ুন: আত্মহত্যার চেষ্টা স্ত্রীর, ঘটনার ভিডিয়ো করতেই ব্যস্ত স্বামী !

এই ঘটনায় ইয়াসমিনের পায়ে এবং মাথায় আঘাত লাগে ৷ তবে, এখন তিনি ভালো আছেন বলে জানিয়েছে পুলিশ ৷ ইয়াসমিনের অভিযোগের উপর ভিত্তি করে কমলের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ ৷ কিন্তু, 19 অক্টোবরের ওই ঘটনার পর থেকেই অভিযুক্তের আর কোনও খোঁজ নেই ৷ এদিকে, ইতিমধ্যেই ইন্টারনেটে ভাইরাল হয়ে গিয়েছে ঘটনার সিসিটিভি ফুটেজ ৷ সম্ভাব্য সমস্ত জায়গায় কমলের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ৷

পুলিশ সূত্রেই জানা গিয়েছে, বর্তমানে মুম্বইয়ে থাকলেও কমল আদতে উত্তরপ্রদেশের গোন্ডা এলাকার বাসিন্দা ৷ এখনও পর্যন্ত তিনি বেশ কয়েকটি সিনেমা তৈরি করেছেন ৷ তার মধ্যে ভূতিয়াপা, ফ্ল্যাট নাম্বার 420, শর্মাজি কি লগ গ্যায়ি, খাল্লি বাল্লি, দেহাতি ডিস্কো প্রভৃতি উল্লেখযোগ্য ৷ ঘটনার ভিডিয়ো সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর থেকেই ভার্চুয়াল মঞ্চে কমলের মুণ্ডপাত করছেন নেটনাগরিকরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.