ETV Bharat / bharat

Copyright Act Violation Case : সুন্দর পিচাই-সহ পাঁচজনের বিরুদ্ধে মুম্বই পুলিশে অভিযোগ দায়ের

গুগলের সিইও সুন্দর পিচাইয়ের (Google CEO Sundar Pichai) বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন চিত্র নির্মাতা সুনীল দর্শন ৷ অভিযোগ দায়ের হয়েছে আরও পাঁচজনের বিরুদ্ধে ৷

mumbai police booked sundar pichai and five others on copyright act violation case
Copyright Act Violation Case : সুন্দর পিচাই-সহ পাঁচজনের বিরুদ্ধে মুম্বই পুলিশে অভিযোগ দায়ের
author img

By

Published : Jan 26, 2022, 6:26 PM IST

মুম্বই, 26 জানুয়ারি : পুলিশে অভিযোগ দায়ের হল গুগলের সিইও সুন্দর পিচাইয়ের বিরুদ্ধে (Google CEO Sundar Pichai) ৷ চিত্র নির্মাতা সুনীল দর্শন তাঁর বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেছেন ৷ অভিযোগ দায়ের হয়েছে আরও পাঁচজনের বিরুদ্ধে ৷ কপিরাইট আইন লঙ্ঘনের (Copyright Act Violation Case) অভিযোগে পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই চিত্র নির্মাতা ৷ সংবাদসংস্থা এএনআই-এর দাবি, আদালতের নির্দেশেই এই অভিযোগ দায়ের হয়েছে (mumbai police booked sundar pichai and five others on copyright act violation case) ৷

প্রশ্ন উঠছে, কেন এই অভিযোগ দায়ের হয়েছে ? জানা গিয়েছে যে ওই চিত্র নির্মাতার দাবি ‘এক হাসিনা থি, এক দিওয়ানা থা‘ নামের একটি গান ইউটিউবে আপলোড করা হয় ৷ সেই গানটি আপলোড করা হয়েছিল কপিরাইট লঙ্ঘন করে ৷ তার পরও গুগল কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ ৷

  • On directions of a court, Mumbai Police books Google CEO Sundar Pichai &5 other company officials for Copyright Act violation

    Film director Suneel Darshan in his complaint said that Google allowed unauthorized persons to upload his film 'Ek Haseena Thi Ek Deewana Tha' on YouTube pic.twitter.com/97fn0ft33p

    — ANI (@ANI) January 26, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এখানে উল্লেখ করা প্রয়োজন, সুন্দর পিচাইকে ভারত সরকার পদ্মভূষণে সম্মানিত করতে চলেছে ৷ গতকালই তাঁর নাম ঘোষণা করা হয়েছে সরকারের তরফে ৷ সেই নিয়ে গতকাল থেকে সংবাদ শিরোনামে রয়েছেন গুগলের সিইও ৷ তার পর ফের বুধবারও খবরে চলে এলেন সুন্দর পিচাই ৷

আরও পড়ুন : গুগলের পর এবার অ্যালফাবেট-এর দায়িত্বে পিচাই

মুম্বই, 26 জানুয়ারি : পুলিশে অভিযোগ দায়ের হল গুগলের সিইও সুন্দর পিচাইয়ের বিরুদ্ধে (Google CEO Sundar Pichai) ৷ চিত্র নির্মাতা সুনীল দর্শন তাঁর বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেছেন ৷ অভিযোগ দায়ের হয়েছে আরও পাঁচজনের বিরুদ্ধে ৷ কপিরাইট আইন লঙ্ঘনের (Copyright Act Violation Case) অভিযোগে পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই চিত্র নির্মাতা ৷ সংবাদসংস্থা এএনআই-এর দাবি, আদালতের নির্দেশেই এই অভিযোগ দায়ের হয়েছে (mumbai police booked sundar pichai and five others on copyright act violation case) ৷

প্রশ্ন উঠছে, কেন এই অভিযোগ দায়ের হয়েছে ? জানা গিয়েছে যে ওই চিত্র নির্মাতার দাবি ‘এক হাসিনা থি, এক দিওয়ানা থা‘ নামের একটি গান ইউটিউবে আপলোড করা হয় ৷ সেই গানটি আপলোড করা হয়েছিল কপিরাইট লঙ্ঘন করে ৷ তার পরও গুগল কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ ৷

  • On directions of a court, Mumbai Police books Google CEO Sundar Pichai &5 other company officials for Copyright Act violation

    Film director Suneel Darshan in his complaint said that Google allowed unauthorized persons to upload his film 'Ek Haseena Thi Ek Deewana Tha' on YouTube pic.twitter.com/97fn0ft33p

    — ANI (@ANI) January 26, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এখানে উল্লেখ করা প্রয়োজন, সুন্দর পিচাইকে ভারত সরকার পদ্মভূষণে সম্মানিত করতে চলেছে ৷ গতকালই তাঁর নাম ঘোষণা করা হয়েছে সরকারের তরফে ৷ সেই নিয়ে গতকাল থেকে সংবাদ শিরোনামে রয়েছেন গুগলের সিইও ৷ তার পর ফের বুধবারও খবরে চলে এলেন সুন্দর পিচাই ৷

আরও পড়ুন : গুগলের পর এবার অ্যালফাবেট-এর দায়িত্বে পিচাই

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.