ETV Bharat / bharat

মোদি-যোগীকে খুনের হুমকি দিয়ে ফোন, মুম্বইয়ে গ্রেফতার 29-এর যুবক

Mumbai Police Arrest Man for threat call: মুম্বই পুলিশের কন্ট্রোল রুমে ফোন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে খুনের হুমকি দিয়েছিলেন কামরান আমির খান নামে এক যুবক ৷ তাঁকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ ৷ এর আগেও তিনি একবার যোগী আদিত্যনাথকে খুনের হুমকি দিয়েছিলেন ৷ তখন তাঁকে উত্তরপ্রদেশ পুলিশ গ্রেফতার করেছিল ৷

threat call
threat call
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 22, 2023, 1:32 PM IST

মুম্বই, 22 নভেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে খুনের হুমকি দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ ৷ বুধবার মুম্বই পুলিশের তরফে এই তথ্য দেওয়া হয়েছে ৷ মুম্বই পুলিশের কন্ট্রোল রুমেই ওই হুমকি ফোন এসেছিল ৷ পুলিশের দাবি, পলাতক গ্যাংস্টার দাউদ ইব্রাহিমের গ্যাংয়ের পক্ষ থেকেই এই হুমকি দেওয়ার দায়িত্ব অভিযুক্তকে দেওয়া হয়েছিল ৷

মুম্বই পুলিশ আরও জানিয়েছে, ধৃতের নাম কামরান আমির খান ৷ বয়স 29 ৷ তিনি মুম্বইয়ের সিওন ইস্টের বাসিন্দা । মঙ্গলবার তিনি এই হুমকি ফোন করেছিলেন ৷ এর আগেও গ্রেফতার হয়েছিলেন এই যুবক ৷ সেবারও তাঁর বিরুদ্ধে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল ৷ তখন তাঁকে উত্তরপ্রদেশ পুলিশ গ্রেফতার করেছিল ৷

মুম্বই পুলিশের এক আধিকারিক বলেন, "অভিযুক্ত মঙ্গলবার মুম্বই পুলিশের মূল কন্ট্রোল রুমে একটি ফোন করেছিল, যেখানে সে হুমকি দিয়েছিল যে সে সরকারি জে জে হাসপাতাল উড়িয়ে দেবে ৷ আর এটাও দাবি করেছিল যে তাকে দাউদ ইব্রাহিমের গ্যাংয়ের সদস্যরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে হত্যা করার দায়িত্ব দিয়েছে ৷”

পুলিশি তদন্তে উঠে আসে যে ওই ব্যক্তি জে জে হাসপাতাল থেকেই এই হুমকি ফোন করেন ৷ তিনি তখন ওই হাসপাতালে চিকিৎসার জন্য গিয়েছিলেন ৷ কিন্তু সেখানে অনেক ভিড় ছিল ৷ দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর বিরক্ত হয়ে তিনি এই হুমকি ফোন করেন ৷ অভিযুক্ত পুলিশের কাছে দাবি করেছে যে তিনি মানসিকভাবে অসুস্থ ৷ সেই কারণে তিনি এই কাজ করেছেন ৷ তবে পুলিশ তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করেছে ৷ এই নিয়ে তদন্ত শুরু হয়েছে ৷

সংবাদসংস্থা - পিটিআই

আরও পড়ুন:

  1. মুম্বই পুলিশে হুমকি ফোন ! আরডিএক্স বোঝাই ট্য়াঙ্কার নিয়ে দুই পাকিস্তানির গোয়া যাওয়ার খবরে চাঞ্চল্য
  2. অম্বানিদের হুমকি, ভিনরাজ্য থেকে অভিযুক্তকে গ্রেফতার করল মুম্বই পুলিশ

মুম্বই, 22 নভেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে খুনের হুমকি দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ ৷ বুধবার মুম্বই পুলিশের তরফে এই তথ্য দেওয়া হয়েছে ৷ মুম্বই পুলিশের কন্ট্রোল রুমেই ওই হুমকি ফোন এসেছিল ৷ পুলিশের দাবি, পলাতক গ্যাংস্টার দাউদ ইব্রাহিমের গ্যাংয়ের পক্ষ থেকেই এই হুমকি দেওয়ার দায়িত্ব অভিযুক্তকে দেওয়া হয়েছিল ৷

মুম্বই পুলিশ আরও জানিয়েছে, ধৃতের নাম কামরান আমির খান ৷ বয়স 29 ৷ তিনি মুম্বইয়ের সিওন ইস্টের বাসিন্দা । মঙ্গলবার তিনি এই হুমকি ফোন করেছিলেন ৷ এর আগেও গ্রেফতার হয়েছিলেন এই যুবক ৷ সেবারও তাঁর বিরুদ্ধে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল ৷ তখন তাঁকে উত্তরপ্রদেশ পুলিশ গ্রেফতার করেছিল ৷

মুম্বই পুলিশের এক আধিকারিক বলেন, "অভিযুক্ত মঙ্গলবার মুম্বই পুলিশের মূল কন্ট্রোল রুমে একটি ফোন করেছিল, যেখানে সে হুমকি দিয়েছিল যে সে সরকারি জে জে হাসপাতাল উড়িয়ে দেবে ৷ আর এটাও দাবি করেছিল যে তাকে দাউদ ইব্রাহিমের গ্যাংয়ের সদস্যরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে হত্যা করার দায়িত্ব দিয়েছে ৷”

পুলিশি তদন্তে উঠে আসে যে ওই ব্যক্তি জে জে হাসপাতাল থেকেই এই হুমকি ফোন করেন ৷ তিনি তখন ওই হাসপাতালে চিকিৎসার জন্য গিয়েছিলেন ৷ কিন্তু সেখানে অনেক ভিড় ছিল ৷ দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর বিরক্ত হয়ে তিনি এই হুমকি ফোন করেন ৷ অভিযুক্ত পুলিশের কাছে দাবি করেছে যে তিনি মানসিকভাবে অসুস্থ ৷ সেই কারণে তিনি এই কাজ করেছেন ৷ তবে পুলিশ তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করেছে ৷ এই নিয়ে তদন্ত শুরু হয়েছে ৷

সংবাদসংস্থা - পিটিআই

আরও পড়ুন:

  1. মুম্বই পুলিশে হুমকি ফোন ! আরডিএক্স বোঝাই ট্য়াঙ্কার নিয়ে দুই পাকিস্তানির গোয়া যাওয়ার খবরে চাঞ্চল্য
  2. অম্বানিদের হুমকি, ভিনরাজ্য থেকে অভিযুক্তকে গ্রেফতার করল মুম্বই পুলিশ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.