ETV Bharat / bharat

মুম্বই বিমানবন্দরে বিস্ফোরণের হুমকি দিয়ে ইমেল, বিটকয়েনে 1 মিলিয়ন ডলারের দাবি - বিটকয়েন

Email Threat to Blow up Terminal Two of Mumbai Airport: 48 ঘণ্টার মধ্যে বিটকয়েনের মাধ্যমে 1 মিলিয়ন মার্কিন ডলার না দিলে মুম্বই বিমানবন্দরে বিস্ফোরণের হুমকি দেওয়া হল ৷ এমনই একটি হুমকি ইমেল এসেছে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 24, 2023, 10:52 AM IST

Updated : Nov 24, 2023, 10:59 AM IST

মুম্বই, 24 নভেম্বর: দেশের যে কয়েকটি বড় শহরে জঙ্গি নাশকতার ঘটনা ঘটেছে তার মধ্যে সবার আগে আছে মুম্বই ৷ আর সেই মুম্বই শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমানবন্দর বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি এসে পৌঁছল ৷ বিটকয়েনে 1 মিলিয়ন মার্কিন ডলার না দিলে বিমানবন্দরের টার্মিনাল 2-তে বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে ৷ পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার বিমানবন্দরের যাত্রী পরিষেবা সংক্রান্ত ফিডব্যাক ইমেল আইডি-র ইনবক্সে এই হুমকি মেলটি এসেছে ৷

পুলিশ জানিয়েছে, এই হুমকি মেল যে বা যারা পাঠিয়েছে, তাদের দাবি 48 ঘণ্টার মধ্যে বিট কয়েনের মাধ্যমে 1 মিলিয়ন মার্কিন ডলার দিতে হবে ৷ ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে 8 কোটি টাকা ৷ তা না হলে, বিস্ফোরণে বিমানবন্দরের টার্মিনাল 2 উড়িয়ে দেওয়ার হুমকি দেয় প্রেরক ৷ অর্থাৎ, আন্তর্জাতিক ও আন্তঃরাজ্য বিমান পরিষেবার জন্য ব্যবহার হওয়া টার্মিনালে এই নাশকতার হুমকি দেওয়া হয়েছে ৷ মুম্বই বিমানবন্দরের এই অংশটি বিদেশ সফরকারী যাত্রী এবং ভিভিআইপিরা ব্যবহার করে থাকেন ৷

হুমকির সঙ্গে ডার্ক-ওয়েবের যোগ থাকায় মেলটিকে কোনও মতেই হালকাভাবে নিচ্ছে না বিমানবন্দর কর্তৃপক্ষ ৷ মুম্বই বিমানবন্দর এলাকার সাহার থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে ৷ পুলিশ সূত্রে খবর, ওই হুমকি ইমেলের বিষয়ের জায়গায় লেখা ছিল- 'বিস্ফোরণ' ৷ ভিতরে লেখা, "বিমানবন্দর কর্তৃপক্ষের জন্য এটা শেষ সতর্কবার্তা ৷ নির্ধারিত ঠিকানায় 1 মিলিয়ন মার্কিন ডলার ট্রান্সফার না করলে আমরা 48 ঘণ্টার মধ্যে বিমানবন্দরের টার্মিনাল 2 বিস্ফোরণে উড়িয়ে দেব ৷ ৷ 24 ঘণ্টা পর আবারও একটি সতর্কবার্তা-সহ মেল পাঠানো হবে ৷’’ পুলিশ জানিয়েছে, যে ইমেলটি এসেছে সেটিকে ট্রেস করার চেষ্টা চলছে ৷ মুম্বই পুলিশের সাইবার সেল এ নিয়ে কাজ করছে ৷ বিশেষত, হুমকিতে বলা হয়েছে, 24 ঘণ্টা পর আরও একটি ইমেল আসবে ৷ সেই অনুযায়ী, আজ সকালে নতুন ইমেল আসার কথা ৷ পুলিশ বিষয়টিতে নজরদারি চালাচ্ছে ৷

আরও পড়ুন:

মুম্বই, 24 নভেম্বর: দেশের যে কয়েকটি বড় শহরে জঙ্গি নাশকতার ঘটনা ঘটেছে তার মধ্যে সবার আগে আছে মুম্বই ৷ আর সেই মুম্বই শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমানবন্দর বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি এসে পৌঁছল ৷ বিটকয়েনে 1 মিলিয়ন মার্কিন ডলার না দিলে বিমানবন্দরের টার্মিনাল 2-তে বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে ৷ পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার বিমানবন্দরের যাত্রী পরিষেবা সংক্রান্ত ফিডব্যাক ইমেল আইডি-র ইনবক্সে এই হুমকি মেলটি এসেছে ৷

পুলিশ জানিয়েছে, এই হুমকি মেল যে বা যারা পাঠিয়েছে, তাদের দাবি 48 ঘণ্টার মধ্যে বিট কয়েনের মাধ্যমে 1 মিলিয়ন মার্কিন ডলার দিতে হবে ৷ ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে 8 কোটি টাকা ৷ তা না হলে, বিস্ফোরণে বিমানবন্দরের টার্মিনাল 2 উড়িয়ে দেওয়ার হুমকি দেয় প্রেরক ৷ অর্থাৎ, আন্তর্জাতিক ও আন্তঃরাজ্য বিমান পরিষেবার জন্য ব্যবহার হওয়া টার্মিনালে এই নাশকতার হুমকি দেওয়া হয়েছে ৷ মুম্বই বিমানবন্দরের এই অংশটি বিদেশ সফরকারী যাত্রী এবং ভিভিআইপিরা ব্যবহার করে থাকেন ৷

হুমকির সঙ্গে ডার্ক-ওয়েবের যোগ থাকায় মেলটিকে কোনও মতেই হালকাভাবে নিচ্ছে না বিমানবন্দর কর্তৃপক্ষ ৷ মুম্বই বিমানবন্দর এলাকার সাহার থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে ৷ পুলিশ সূত্রে খবর, ওই হুমকি ইমেলের বিষয়ের জায়গায় লেখা ছিল- 'বিস্ফোরণ' ৷ ভিতরে লেখা, "বিমানবন্দর কর্তৃপক্ষের জন্য এটা শেষ সতর্কবার্তা ৷ নির্ধারিত ঠিকানায় 1 মিলিয়ন মার্কিন ডলার ট্রান্সফার না করলে আমরা 48 ঘণ্টার মধ্যে বিমানবন্দরের টার্মিনাল 2 বিস্ফোরণে উড়িয়ে দেব ৷ ৷ 24 ঘণ্টা পর আবারও একটি সতর্কবার্তা-সহ মেল পাঠানো হবে ৷’’ পুলিশ জানিয়েছে, যে ইমেলটি এসেছে সেটিকে ট্রেস করার চেষ্টা চলছে ৷ মুম্বই পুলিশের সাইবার সেল এ নিয়ে কাজ করছে ৷ বিশেষত, হুমকিতে বলা হয়েছে, 24 ঘণ্টা পর আরও একটি ইমেল আসবে ৷ সেই অনুযায়ী, আজ সকালে নতুন ইমেল আসার কথা ৷ পুলিশ বিষয়টিতে নজরদারি চালাচ্ছে ৷

আরও পড়ুন:

মুম্বই বিমানবন্দরে দুর্ঘটনা, 8 সওয়ারী নিয়ে পিছলে দু’টুকরো হয়ে গেল বিমান!

মাঝ আকাশে বোমাতঙ্ক, মুম্বইয়ে জরুরি অবতরণ বিমানের

সার্ভার সমস্যায় মুম্বই বিমানবন্দরে যাত্রী দুর্ভোগ

Last Updated : Nov 24, 2023, 10:59 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.