ETV Bharat / bharat

Noida Twin Towers নয়ডার বেআইনি টুইন টাওয়ার ধ্বংসের পিছনে ছিল একাধিক প্রস্তুতি - এডিফিস ইঞ্জিনিয়ারিং

নয়ডার বেআইনি সুপারটেক টুইন টাওয়ার (Noida Twin Towers) ধ্বংসের পিছনে একাধিক প্রস্তুতি নিতে হয়েছে প্রশাসনকে (Multiple Preparations for Illegal Twin Towers Demolition) ৷ ওই এলাকার জনবসতি, পরিবেশ সহ একাধিক বিষয়ে সুরক্ষা ব্যবস্থা করতে হয়েছে ৷ ক্ষয়ক্ষতি পূরণের জন্য 100 কোটি টাকার বীমা করা হয়েছিল ৷

Multiple Preparations for Illegal Twin Towers Demolition in Noida
Multiple Preparations for Illegal Twin Towers Demolition in Noida
author img

By

Published : Aug 29, 2022, 12:28 PM IST

নয়ডা, 29 অগস্ট: রবিবার বেলা আড়াইটের সময় ধুলিসাৎ হয়ে গিয়েছে নয়ডার বেআইনি টুইন টাওয়ার ‘অ্যাপেক্স’ ও ‘সিয়ান’ (Multiple Preparations for Illegal Twin Towers Demolition) ৷ দীর্ঘ 10 বছরের আইনি লড়াইয়ে জয়ের পর রবিরার মাত্র কয়েক সেকেন্ডের ডিনামাইট বিস্ফোরণে ভেঙে দেওয়া হয় ওই সুপারটেক টুইন টাওয়ার ৷ তবে, ওই টুইন টাওয়ার ভাঙা এত সহজ ছিল না ৷ এর পিছনে একাধিক প্রস্তুতি নিতে হয়েছে প্রশাসনকে ৷

103 মিটার ও 97 মিটার উচ্চতার টাওয়ার দু’টি ভাঙার ক্ষেত্রে একাধিক প্রস্তুতি নিতে হয়েছে ৷ মূলত, রেসিডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের করা মামলা নিয়ে গত 10 বছরের আইনি লড়াই চলেছে এলাহাবাদ হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে ৷ তার পর গতকাল ওই বেআইনি টুইন টাওয়ার ভেঙে ফেলা হয় ৷ যার দায়িত্বে ছিল মুম্বইয়ের এডিফিস ইঞ্জিনিয়ারিং (Edifice Engineering) নামে একটি সংস্থা ৷ দক্ষিণ আফ্রিকার একটি সংস্থার সাহায্য নিয়ে পুরো বিষয়টিকে সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয়েছে ৷ এই পুরো প্রক্রিয়াটির জন্য 7 সদস্যের একটি বিশেষজ্ঞ দল তৈরি করা হয়েছিল এডিফিস ইঞ্জিনিয়ারিংয়ের তরফে ৷

আরও পড়ুন: মুহূর্তে স্মৃতি, মাত্র 9 সেকেন্ডেই গুঁড়িয়ে গেল নয়ডার টুইন টাওয়ার

শুধু তাই নয়, বেআইনি এই টুইন টাওয়ার (Noida Twin Towers) ধ্বংসের ফলে স্থানীয় বসতি এবং অন্যান্য সম্পত্তির সমূহ ক্ষতির সম্ভাবনা ছিল ৷ যার জন্যও প্রশাসনকে প্রস্তুত থাকতে হয়েছিল ৷ তার জন্য ওই টুইন টাওয়ারের আশেপাশের প্রায় সব বহুতল এবং বাড়িঘর ফাঁকা করে দেওয়া হয়েছিল ৷ আশেপাশের বহুতলগুলিকে ঢেকে দেওয়া হয়েছিল ৷ রবিবার সকাল সাড়ে সাতটার মধ্যে ওই টুইন টাওয়ারের পাশের দু’টি আবাসনের প্রায় 5 হাজার বাসিন্দাকে নিরাপদস্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল ৷ পাশাপাশি, জরুরি পরিষেবার জন্য অ্যাম্বুল্যান্স প্রস্তুত রাখা হয়েছিল ৷ স্থানীয় বেশ কয়েকটি হাসপাতালকে আগে থেকে প্রস্তুত রাখা হয়েছিল প্রশাসনের তরফে ৷ হাসপাতালের রাস্তা গ্রিন করিডর করে রাখা হয়েছিল ৷

আরও পড়ুন: ধুলোয় মিশেছে নয়ডার টুইন টাওয়ার, নেপথ্যে রয়েছে হার না মানা কিছু প্রবীণের আইনি লড়াই

টুইন টাওয়ার ধ্বংসের জন্য 100 কোটি টাকার বীমা করা হয়েছিল ৷ আশেপাশের সম্পত্তি নষ্ট হলে, তার ক্ষতিপূরণের জন্য এই বিমা করা হয়েছিল ৷ তবে, শুধু মানুষ বা সম্পত্তির সুরক্ষা নয় ৷ ওই বেআইনি টাওয়ার দু’টির আশেপাশের পথ কুকুরদেরও নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয় ৷ এর জন্য একটি স্বেচ্ছাসেবী সংস্থার তরফে ওই এলাকার সারমেয়দের রাখার জন্য অস্থায়ী ব্যবস্থাও করা হয় ৷ প্রায় 40টি সারমেয়কে সেখান থেকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয় ৷

নয়ডা, 29 অগস্ট: রবিবার বেলা আড়াইটের সময় ধুলিসাৎ হয়ে গিয়েছে নয়ডার বেআইনি টুইন টাওয়ার ‘অ্যাপেক্স’ ও ‘সিয়ান’ (Multiple Preparations for Illegal Twin Towers Demolition) ৷ দীর্ঘ 10 বছরের আইনি লড়াইয়ে জয়ের পর রবিরার মাত্র কয়েক সেকেন্ডের ডিনামাইট বিস্ফোরণে ভেঙে দেওয়া হয় ওই সুপারটেক টুইন টাওয়ার ৷ তবে, ওই টুইন টাওয়ার ভাঙা এত সহজ ছিল না ৷ এর পিছনে একাধিক প্রস্তুতি নিতে হয়েছে প্রশাসনকে ৷

103 মিটার ও 97 মিটার উচ্চতার টাওয়ার দু’টি ভাঙার ক্ষেত্রে একাধিক প্রস্তুতি নিতে হয়েছে ৷ মূলত, রেসিডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের করা মামলা নিয়ে গত 10 বছরের আইনি লড়াই চলেছে এলাহাবাদ হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে ৷ তার পর গতকাল ওই বেআইনি টুইন টাওয়ার ভেঙে ফেলা হয় ৷ যার দায়িত্বে ছিল মুম্বইয়ের এডিফিস ইঞ্জিনিয়ারিং (Edifice Engineering) নামে একটি সংস্থা ৷ দক্ষিণ আফ্রিকার একটি সংস্থার সাহায্য নিয়ে পুরো বিষয়টিকে সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয়েছে ৷ এই পুরো প্রক্রিয়াটির জন্য 7 সদস্যের একটি বিশেষজ্ঞ দল তৈরি করা হয়েছিল এডিফিস ইঞ্জিনিয়ারিংয়ের তরফে ৷

আরও পড়ুন: মুহূর্তে স্মৃতি, মাত্র 9 সেকেন্ডেই গুঁড়িয়ে গেল নয়ডার টুইন টাওয়ার

শুধু তাই নয়, বেআইনি এই টুইন টাওয়ার (Noida Twin Towers) ধ্বংসের ফলে স্থানীয় বসতি এবং অন্যান্য সম্পত্তির সমূহ ক্ষতির সম্ভাবনা ছিল ৷ যার জন্যও প্রশাসনকে প্রস্তুত থাকতে হয়েছিল ৷ তার জন্য ওই টুইন টাওয়ারের আশেপাশের প্রায় সব বহুতল এবং বাড়িঘর ফাঁকা করে দেওয়া হয়েছিল ৷ আশেপাশের বহুতলগুলিকে ঢেকে দেওয়া হয়েছিল ৷ রবিবার সকাল সাড়ে সাতটার মধ্যে ওই টুইন টাওয়ারের পাশের দু’টি আবাসনের প্রায় 5 হাজার বাসিন্দাকে নিরাপদস্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল ৷ পাশাপাশি, জরুরি পরিষেবার জন্য অ্যাম্বুল্যান্স প্রস্তুত রাখা হয়েছিল ৷ স্থানীয় বেশ কয়েকটি হাসপাতালকে আগে থেকে প্রস্তুত রাখা হয়েছিল প্রশাসনের তরফে ৷ হাসপাতালের রাস্তা গ্রিন করিডর করে রাখা হয়েছিল ৷

আরও পড়ুন: ধুলোয় মিশেছে নয়ডার টুইন টাওয়ার, নেপথ্যে রয়েছে হার না মানা কিছু প্রবীণের আইনি লড়াই

টুইন টাওয়ার ধ্বংসের জন্য 100 কোটি টাকার বীমা করা হয়েছিল ৷ আশেপাশের সম্পত্তি নষ্ট হলে, তার ক্ষতিপূরণের জন্য এই বিমা করা হয়েছিল ৷ তবে, শুধু মানুষ বা সম্পত্তির সুরক্ষা নয় ৷ ওই বেআইনি টাওয়ার দু’টির আশেপাশের পথ কুকুরদেরও নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয় ৷ এর জন্য একটি স্বেচ্ছাসেবী সংস্থার তরফে ওই এলাকার সারমেয়দের রাখার জন্য অস্থায়ী ব্যবস্থাও করা হয় ৷ প্রায় 40টি সারমেয়কে সেখান থেকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.