ETV Bharat / bharat

Mulayam Singh Yadav: আজ হরিদ্বারে মুলায়ম সিং যাদবের অস্থি বিসর্জন - হরিদ্বার

হরিদ্বারে নীলধারায় আজ প্রয়াত মুলায়ম সিং যাদবের অস্থি বিসর্জন হবে (Mulayam Singh Yadav Ashes to be Immersed in Ganges) ৷ কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে অখিলেশ যাদব আজ তাঁর বাবার অস্থি বিসর্জন দেবেন ৷

Mulayam Singh Yadav Ashes to be Immerses in Ganges on Monday
Mulayam Singh Yadav Ashes to be Immerses in Ganges on Monday
author img

By

Published : Oct 17, 2022, 10:21 AM IST

Updated : Oct 17, 2022, 12:35 PM IST

দেরাদুন, 17 অক্টোবর: আজ নীলধারায় গঙ্গার উৎপত্তিস্থলের কাছে সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা তথা প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদবের অস্থি বিসর্জন দেওয়া হবে (Mulayam Singh Yadav Ashes to be Immersed in Ganges) ৷ সেই মতো উত্তরাখণ্ডের হরিদ্বার (Haridwar) প্রশাসনের তরফে কড়া নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হয়েছে ৷ জেলাশাসক বিনয় শঙ্কর পান্ডে নিরাপত্তা বিষয়টি ইতিমধ্যেই খতিয়ে দেখেছেন ।

মুলায়ম সিং যাদবের ছেলে তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব (Akhilesh Yadav) জানিয়েছেন, তিনি হরকি পৌরিতে তাঁর বাবার অস্থি ভাসাবেন না ৷ বদলে নীলধারায় (Neeldhara) যেখানে গঙ্গা উৎপত্তির পর প্রথম সমতলে মিশেছে সেখানে মুলায়ম সিং যাদবের অস্থি ভাসানো হবে ৷ হিন্দু শাস্ত্র মতে, সাধারণত হরকি পৌরির বিখ্যাত ঘাটে মৃত মানুষের দেহ সৎকারের পর অস্থি ভাসানো হয় ৷ কিন্তু, গঙ্গার সেই জল ত্রিবেণী সঙ্গম হয়ে হরিদ্বারের সেই ঘাটে এসে পৌঁছায় ৷ তাই গঙ্গা ত্রিবেণী সঙ্গমে পৌঁছানোর আগে যেখান দিয়ে বয়েছে, সেই নীলধারায় মুলায়ম সিংয়ের অস্থি ভাসাবেন অখিলেশ ৷

আরও পড়ুন: প্রয়াত মুলায়ম সিং যাদব, বয়স হয়েছিল 82 বছর

মুলায়ম সিংয়ের অস্থি ভাসানোকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে হরিদ্বার প্রশাসন ৷ অখিলেশের হরিদ্বারে যাওয়ার খবর পেয়ে নীলধারায় নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে ৷ এই নিয়ে হরিদ্বারের জেলাশাসক জানিয়েছেন, অস্থি ভাসানোর জায়গায় প্রশাসনের তরফে বাড়তি পুলিশি নিরাপত্তা রাখা হয়েছে ৷ সেই সঙ্গে ঘাটের আশেপাশেও নজরদারির ব্যবস্থা করেছে প্রশাসন ৷ প্রসঙ্গত, গত 10 অক্টোবর সকাল 8টা নাগাদ গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে প্রয়াত হন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ৷ বয়সজনিত কারণে দীর্ঘদিন ধরে হাসপাতালে ভরতি ছিলেন তিনি ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 82 বছর ৷

দেরাদুন, 17 অক্টোবর: আজ নীলধারায় গঙ্গার উৎপত্তিস্থলের কাছে সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা তথা প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদবের অস্থি বিসর্জন দেওয়া হবে (Mulayam Singh Yadav Ashes to be Immersed in Ganges) ৷ সেই মতো উত্তরাখণ্ডের হরিদ্বার (Haridwar) প্রশাসনের তরফে কড়া নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হয়েছে ৷ জেলাশাসক বিনয় শঙ্কর পান্ডে নিরাপত্তা বিষয়টি ইতিমধ্যেই খতিয়ে দেখেছেন ।

মুলায়ম সিং যাদবের ছেলে তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব (Akhilesh Yadav) জানিয়েছেন, তিনি হরকি পৌরিতে তাঁর বাবার অস্থি ভাসাবেন না ৷ বদলে নীলধারায় (Neeldhara) যেখানে গঙ্গা উৎপত্তির পর প্রথম সমতলে মিশেছে সেখানে মুলায়ম সিং যাদবের অস্থি ভাসানো হবে ৷ হিন্দু শাস্ত্র মতে, সাধারণত হরকি পৌরির বিখ্যাত ঘাটে মৃত মানুষের দেহ সৎকারের পর অস্থি ভাসানো হয় ৷ কিন্তু, গঙ্গার সেই জল ত্রিবেণী সঙ্গম হয়ে হরিদ্বারের সেই ঘাটে এসে পৌঁছায় ৷ তাই গঙ্গা ত্রিবেণী সঙ্গমে পৌঁছানোর আগে যেখান দিয়ে বয়েছে, সেই নীলধারায় মুলায়ম সিংয়ের অস্থি ভাসাবেন অখিলেশ ৷

আরও পড়ুন: প্রয়াত মুলায়ম সিং যাদব, বয়স হয়েছিল 82 বছর

মুলায়ম সিংয়ের অস্থি ভাসানোকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে হরিদ্বার প্রশাসন ৷ অখিলেশের হরিদ্বারে যাওয়ার খবর পেয়ে নীলধারায় নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে ৷ এই নিয়ে হরিদ্বারের জেলাশাসক জানিয়েছেন, অস্থি ভাসানোর জায়গায় প্রশাসনের তরফে বাড়তি পুলিশি নিরাপত্তা রাখা হয়েছে ৷ সেই সঙ্গে ঘাটের আশেপাশেও নজরদারির ব্যবস্থা করেছে প্রশাসন ৷ প্রসঙ্গত, গত 10 অক্টোবর সকাল 8টা নাগাদ গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে প্রয়াত হন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ৷ বয়সজনিত কারণে দীর্ঘদিন ধরে হাসপাতালে ভরতি ছিলেন তিনি ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 82 বছর ৷

Last Updated : Oct 17, 2022, 12:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.