ETV Bharat / bharat

MS Dhoni : আইপিএলে শেষ ধোনি-জামানা ? জানিয়ে দিলেন 'ক্যাপ্টেন কুল'

এর আগে ক্য়াপ্টেন কুল জানিয়েছিলেন, চেন্নাইয়েই তাঁর শেষ টি-20 ম্যাচ খেলতে চান তিনি । 2021-এর আইপিএলের প্রথম পর্বে চিন্নাস্বামী স্টেডিয়ামে সিএসকের খেলা পড়েনি ৷ সংক্রমণ বাড়ায় ভারতের বাইরে হয় দ্বিতীয় পর্ব । ফলে পরের আইপিএলে তিনি খেলবেন কিনা, তা নিয়েই শুরু হয়েছিল জল্পনা ৷ চেন্নাইয়ের অনুষ্ঠানে তারই অবসান ঘটালেন ‘থালা’ ৷

ms-dhoni-reiterated-that-he-wants-to-play-his-final-t20-in-chennai
আইপিএলে শেষ ধোনি-জামানা ? জানিয়ে দিলেন ক্যাপ্টেন কুল
author img

By

Published : Nov 20, 2021, 8:28 PM IST

চেন্নাই, 20 নভেম্বর : 2020 সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ৷ তারপরে সবচেয়ে বড় প্রশ্ন ছিল, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কি দেখা যাবে তাঁকে ? সমস্ত প্রশ্নের অবসান ঘটিয়ে মহেন্দ্র সিং ধোনি শুধু মাঠেই নামেননি, চতুর্থবারের জন্য ট্রফিও এনে দিয়েছেন চেন্নাই সুপার কিংস শিবিরে ৷ সেসময়েই ধোনি জানিয়েছিলেম তাঁর ক্রিকেট ক্যারিয়ারের শেষ পর্যায়ে তিনি রয়েছেন ৷ তিনি এখনও নিশ্চিত নন যে কতদিন আইপিএলে খেলা চালিয়ে যাবেন । ফলে জল্পনা শুরু হয়েছিল তাঁর আইপিএল কেরিয়ার নিয়েও ৷

আজ চেন্নাইয়ে একটি অনুষ্ঠানে এই জল্পনাই থামিয়ে দিলেন তিনি ৷ এর আগে ক্য়াপ্টেন কুল জানিয়েছিলেন, চেন্নাইয়েই তাঁর শেষ টি-20 ম্যাচ খেলতে চান তিনি। আইপিএল 2019 থেকেই ধোনি চেন্নাইয়ে খেলেননি ৷ মহামারীর জন্য তার পরের বছর সংযুক্ত আরব আমিরশাহিতে অনুষ্ঠিত হয়েছিল আইপিএল । 2021-এর আইপিএলের প্রথম পর্বে চিন্নাস্বামী স্টেডিয়ামে সিএসকের খেলা পড়েনি ৷ সংক্রমণ বাড়ায় ভারতের বাইরে হয় দ্বিতীয় পর্ব ।

আরও পড়ুন : Rahul Dravid visits Eden Gardens : তিলোত্তমা পৌঁছেই ইডেনের পিচ দেখে গেলেন দ্রাবিড়

ধোনি বলেন, ‘‘আমি সবসময় আমার কেরিয়ারে প্ল্যান করে এগিয়েছি ৷ শেষ ওয়ান ডে ম্যাচ আমি খেলেছি আমার ঘরের মাঠে, রাঁচিতে ৷ আশা করা যায়, আমার শেষ টি-20 ম্যাচ আমি চেন্নাইতেই খেলব ৷ সেটা আগামী বছর, না পাঁচ বছর পরে, আমার জানা নেই ৷’’

চেন্নাই, 20 নভেম্বর : 2020 সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ৷ তারপরে সবচেয়ে বড় প্রশ্ন ছিল, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কি দেখা যাবে তাঁকে ? সমস্ত প্রশ্নের অবসান ঘটিয়ে মহেন্দ্র সিং ধোনি শুধু মাঠেই নামেননি, চতুর্থবারের জন্য ট্রফিও এনে দিয়েছেন চেন্নাই সুপার কিংস শিবিরে ৷ সেসময়েই ধোনি জানিয়েছিলেম তাঁর ক্রিকেট ক্যারিয়ারের শেষ পর্যায়ে তিনি রয়েছেন ৷ তিনি এখনও নিশ্চিত নন যে কতদিন আইপিএলে খেলা চালিয়ে যাবেন । ফলে জল্পনা শুরু হয়েছিল তাঁর আইপিএল কেরিয়ার নিয়েও ৷

আজ চেন্নাইয়ে একটি অনুষ্ঠানে এই জল্পনাই থামিয়ে দিলেন তিনি ৷ এর আগে ক্য়াপ্টেন কুল জানিয়েছিলেন, চেন্নাইয়েই তাঁর শেষ টি-20 ম্যাচ খেলতে চান তিনি। আইপিএল 2019 থেকেই ধোনি চেন্নাইয়ে খেলেননি ৷ মহামারীর জন্য তার পরের বছর সংযুক্ত আরব আমিরশাহিতে অনুষ্ঠিত হয়েছিল আইপিএল । 2021-এর আইপিএলের প্রথম পর্বে চিন্নাস্বামী স্টেডিয়ামে সিএসকের খেলা পড়েনি ৷ সংক্রমণ বাড়ায় ভারতের বাইরে হয় দ্বিতীয় পর্ব ।

আরও পড়ুন : Rahul Dravid visits Eden Gardens : তিলোত্তমা পৌঁছেই ইডেনের পিচ দেখে গেলেন দ্রাবিড়

ধোনি বলেন, ‘‘আমি সবসময় আমার কেরিয়ারে প্ল্যান করে এগিয়েছি ৷ শেষ ওয়ান ডে ম্যাচ আমি খেলেছি আমার ঘরের মাঠে, রাঁচিতে ৷ আশা করা যায়, আমার শেষ টি-20 ম্যাচ আমি চেন্নাইতেই খেলব ৷ সেটা আগামী বছর, না পাঁচ বছর পরে, আমার জানা নেই ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.