ভোপাল, 25 এপ্রিল : রাজ্য়ে অক্সিজেন ও রেমডেসিভির ওষুধের কালোবাজারি রুখতে পুলিশ প্রশাসনকে একটি টাস্ক ফোর্স তৈরির নির্দেশ দিলেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রা ৷ করোনা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করতে ডিজিপি-সহ পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন নরোত্তম ৷ সেখানেই টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দেন তিনি ৷ পাশাপাশি, রাজ্য়ের কোথাও যাতে চিকিৎসকদের উপর হামলা বা অন্য কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সমস্ত পদক্ষপ করতেও নির্দেশ দেন বৈঠকে উপস্থিত পুলিশ কর্তাদের ৷
মন্ত্রী জানিয়েছেন, রাজ্য়ে অক্সিজেনের জোগান অব্যাহত রাখতে বায়ুসেনার মাধ্যমে অক্সিজেনের ট্যাঙ্কার উড়িয়ে আনা হচ্ছে ৷ বাকি অক্সিজেন আসছে সড়ক ও রেলপথে ৷
নরোত্তমের আশ্বাস, কোভিড পরিস্থিতিতে রাজ্য়ের জন্য বরাদ্দ অক্সিজেন পেতে সবরকম ব্যবস্থা নিচ্ছে সরকার ৷ জরুরি ওষুধের জোগান-সহ প্রয়োজনীয় সমস্ত পরিষেবাকে অব্যাহত রাখা হচ্ছে ৷ প্রসঙ্গত, ইতিমধ্যেই মধ্যপ্রদেশের অক্সিজেন ও রেমডেসিভিরের জন্য হাহাকার শুরু হয়ে গিয়েছে ৷ সেই সমস্যা মেটাতেই এই পর্যালোচনা বৈঠক বলে জানা গিয়েছে ৷
আরও পড়ুন : কোভিড ত্রাণে গম্ভীরের এনজিও-কে 1 কোটি টাকা দান অক্ষয়ের
এর পাশাপাশি, যাঁরা সদ্য় হরিদ্বারের কুম্ভমেলা থেকে ফিরেছেন, তাঁদের সকলকে হোম আইসোলেশনে থাকারও আবেদন করেছেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ৷ তিনি জানান, মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের নেতৃত্বে করোনার বিরুদ্ধে যুদ্ধে নেমেছেন তাঁরা ৷