ETV Bharat / bharat

Chittorgarh Suicide : চিতোরগড়ে পারিবারিক অশান্তিতে 3 সন্তানকে মেরে আত্মঘাতী মা - mother killed her three children and died by suicide in chittorgarh

তিন সন্তানকে খুন করে আত্মঘাতী মা ৷ ঘটনাটি চিতোরগড়ের কাপাসন থানা এলাকার (Mother killed her 3 children and dies by suicide in Chittorgarh) ৷ পুলিশ দেহগুলি ময়নাতদন্তে পাঠিয়েছে ৷ অনুমান পারিবারিক অশান্তর জেরেই এই ঘটনা ৷

Chittorgarh Suicide news
চিতোরগড় আত্মহত্য়া
author img

By

Published : May 5, 2022, 1:20 PM IST

চিতোরগড়, 5 মে : তিন সন্তানকে মেরে মায়ের আত্মঘাতী হওয়ার ঘটনায় প্রবল চাঞ্চল্য় ছড়াল রাজস্থানে (Mother killed her 3 children and dies by suicide in Chittorgarh) ৷ বুধবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে চিতোরগড়ের কাপাসন থানা এলাকায় ৷ অনুমান, পারিবারিক অশান্তির জেরেই এমন ঘটনা ঘটেছে ৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং এফএসএল দলকে ডেকে নমুনা সংগ্রহ শুরু করেছে ৷ মৃতদের নাম মা রূপা (28), মেয়ে শিবানী (7), রিতেশ (5) ও কিরণ (3) ৷

আরও পড়ুন : Birbhum TMC Leader Death : ময়ূরেশ্বর তৃণমূল পঞ্চায়েত সদস্যের রহস্যমৃত্যু, খুনের অভিযোগ দলের নেতার বিরুদ্ধেই

জানা গিয়েছে, রতলাম জেলার কাচিয়া খেদি রোডে আরএনটি পোলট্রি ফার্মে প্রায় 7 বছর ধরে কাজ করছিলেন ভুরালাল নামে এক ব্য়ক্তি ৷ বুধবার রাতে তিনি কোনও কাজে বাইরে বেরিয়েছিলেন । গভীর রাতে ফিরে এসে দেখেন তাঁর স্ত্রী ও তিন সন্তান ফাঁসিতে ঝুলছে । এরপরই খবর দেওয়া হয় পুলিশে ৷ পুলিশ এসে চারটি দেহ উদ্ধার করে ৷ ময়নাতদন্তের জন্য় দেহগুলি কাপাসন হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ৷

খবর পেয়ে ডেপুটি পুলিশ সুপার গীতা চৌধুরীও কাপসানে পৌঁছে ঘটনার খোঁজ নেন । পুলিশের অনুমান, প্রথমে তিন শিশুকে ফাঁসিতে ঝুলিয়ে আত্মহত্যা করেছেন মা রূপা । কাপাসনের এসএইচও টেলর জানান, পারিবারিক কলহের কারণে আত্মহত্যার ঘটনাটি ঘটতে পারে । তবে পুলিশ তদন্ত শুরু করেছে ৷ ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে বিষয়টি জানা যাবে ৷

চিতোরগড়, 5 মে : তিন সন্তানকে মেরে মায়ের আত্মঘাতী হওয়ার ঘটনায় প্রবল চাঞ্চল্য় ছড়াল রাজস্থানে (Mother killed her 3 children and dies by suicide in Chittorgarh) ৷ বুধবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে চিতোরগড়ের কাপাসন থানা এলাকায় ৷ অনুমান, পারিবারিক অশান্তির জেরেই এমন ঘটনা ঘটেছে ৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং এফএসএল দলকে ডেকে নমুনা সংগ্রহ শুরু করেছে ৷ মৃতদের নাম মা রূপা (28), মেয়ে শিবানী (7), রিতেশ (5) ও কিরণ (3) ৷

আরও পড়ুন : Birbhum TMC Leader Death : ময়ূরেশ্বর তৃণমূল পঞ্চায়েত সদস্যের রহস্যমৃত্যু, খুনের অভিযোগ দলের নেতার বিরুদ্ধেই

জানা গিয়েছে, রতলাম জেলার কাচিয়া খেদি রোডে আরএনটি পোলট্রি ফার্মে প্রায় 7 বছর ধরে কাজ করছিলেন ভুরালাল নামে এক ব্য়ক্তি ৷ বুধবার রাতে তিনি কোনও কাজে বাইরে বেরিয়েছিলেন । গভীর রাতে ফিরে এসে দেখেন তাঁর স্ত্রী ও তিন সন্তান ফাঁসিতে ঝুলছে । এরপরই খবর দেওয়া হয় পুলিশে ৷ পুলিশ এসে চারটি দেহ উদ্ধার করে ৷ ময়নাতদন্তের জন্য় দেহগুলি কাপাসন হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ৷

খবর পেয়ে ডেপুটি পুলিশ সুপার গীতা চৌধুরীও কাপসানে পৌঁছে ঘটনার খোঁজ নেন । পুলিশের অনুমান, প্রথমে তিন শিশুকে ফাঁসিতে ঝুলিয়ে আত্মহত্যা করেছেন মা রূপা । কাপাসনের এসএইচও টেলর জানান, পারিবারিক কলহের কারণে আত্মহত্যার ঘটনাটি ঘটতে পারে । তবে পুলিশ তদন্ত শুরু করেছে ৷ ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে বিষয়টি জানা যাবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.