রায়চুর (কর্ণাটক), 7 মার্চ: বাড়িতে থাকা শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র ফেটে বিপত্তি ৷ মৃত্যু হল মা ও দুই সন্তানের ৷ ঘটনাটি ঘটেছে কর্ণাটকের রায়চুর তালুকের শক্তিনগর পুলিশ স্টেশনের অন্তর্গত এলাকায় ৷ এই বিস্ফোরণের জেরে মৃত মহিলার নাম রঞ্জিতা (33) ৷ মৃত্যু হয়েছে তাঁর দুই সন্তান মৃদুলা (13) ও তারুণ্যর (5) (three died in AC explosion) ৷
জানা গিয়েছে সোমবার সন্ধ্যায় এই দুর্ঘটনাটি ঘটে ৷ আগুনে পুড়ে মৃত্যু হয় ওই তিনজনের ৷ ঘটনাস্থলে গিয়ে দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ ৷ জানা গিয়েছে, ওই মহিলা ও তাঁর স্বামী মাণ্ড্য জেলার বাসিন্দা ৷ তবে ঘটনায় এখনও কোনও মামলা রুজু হয়নি ৷ পুলিশ জানিয়েছে, মৃতার পরিবারের সদস্যরা আসার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে ৷
শর্ট সার্কিট হয়ে এই বিস্ফোরণ হয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা ৷ এসি বিস্ফোরণ হয়ে এভাবে মৃত্যুর ঘটনা যেহেতু সাধারণত দেখা যায় না, তাই এই তদন্তের বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন পুলিশ আধিকারিকরা ৷ ঘরের অন্য কোনও জায়গা থেকে আগুন লেগে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে ৷
আরও পড়ুন: ঐতিহ্য রক্ষায় গর্ভস্থ ভ্রূণকেই শোনানো হবে গীতা, রামায়ণ !
আরও জানা গিয়েছে এই বিস্ফোরণের ফলে বাড়ির অনেকাংশই ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ আগুন ধরে যায় বাড়িটির একাংশে ৷ এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ৷ যেহেতু দুর্ঘটনায় বাড়িতে থাকা তিনজনেরই মৃত্যু হয়েছে, তাই ঘটনার সময়কার বিবরণ পেতে বেগ পেতে হচ্ছে তদন্তকারীদের ৷ তদন্তের স্বার্থে ফরেন্সিক আধিকারিকরাও ঘটনাস্থলে যান ৷ নমুনা সংগ্রহ করেন তাঁরা ৷ ময়নাতদন্তের রিপোর্ট আসার পর এই বিষয়ে আরও কোনও তথ্য মিলতে পারে বলে মনে করা হচ্ছে ৷ ময়নাতদন্তের পর মৃতদের দেহ তাঁদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে ৷ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতদের পরিবারে ও এলাকায় ৷