বেঙ্গালুরু, 21 মার্চ: রাশিয়ার (Russia Ukraine War) ছোড়া গোলায় গত 1 মার্চ প্রাণ গিয়েছে খারকিভ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ফাইনাল ইয়ারের ছাত্র নবীন শেখরাপ্পা জ্ঞানগৌড়ার (Indian Student killed in Ukraine) ৷ সোমবার ইউক্রেন থেকে বেঙ্গালুরুতে ফিরল তাঁর দেহ ৷ তাঁকে শেষশ্রদ্ধা জানালেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই ৷ ওই ছাত্রের দেহ দেশে ফেরাতে উদ্যোগী হওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান তিনি ৷
ছাত্রের দেহ দেশে ফেরার কথা টুইটে জানিয়ে বোম্মাই (Karnataka Chief Minister Basavaraj Bommai news) লেখেন, "রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যথেচ্ছ গোলাবর্ষণে মৃত্যু হওয়া আমাদের ছাত্র নবীন জ্ঞানগৌড়ার দেহ ফিরেছে, তাঁর প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে ৷ তাঁর দেহ ফিরিয়ে আনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিদেশমন্ত্রী ড. এস জয়শংকরজিকে জানাই ধন্যবাদ ৷"
-
Received & honoured body of our student Naveen Gyanagoudar killed in indiscriminate bomb shelling in Russia-Ukraine war.
— Basavaraj S Bommai (@BSBommai) March 20, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
Thanks to PM @narendramodi Ji & @DrSJaishankar Ji for getting his mortal remains. pic.twitter.com/s8YTh2gUqP
">Received & honoured body of our student Naveen Gyanagoudar killed in indiscriminate bomb shelling in Russia-Ukraine war.
— Basavaraj S Bommai (@BSBommai) March 20, 2022
Thanks to PM @narendramodi Ji & @DrSJaishankar Ji for getting his mortal remains. pic.twitter.com/s8YTh2gUqPReceived & honoured body of our student Naveen Gyanagoudar killed in indiscriminate bomb shelling in Russia-Ukraine war.
— Basavaraj S Bommai (@BSBommai) March 20, 2022
Thanks to PM @narendramodi Ji & @DrSJaishankar Ji for getting his mortal remains. pic.twitter.com/s8YTh2gUqP
এদিন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে গিয়ে নবীনকে (Mortal remains of Indian student killed in Ukraine) শেষশ্রদ্ধা জানান কর্নটকের মুখ্যামন্ত্রী ৷ সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "সংকটের সময়ই একটি দেশের শক্তি বোঝা যায় ৷ আর প্রধানমন্ত্রী এই সংকটের সময়ে নবীনের দেহ ফিরিয়ে এনে দেশের শক্তি বুঝিয়েছেন ৷ আজই দেহ এসেছে এবং যাবতীয় ব্যবস্থা আমরা করে রেখেছি ৷"
আরও পড়ুন: Russia Ukraine Conflict : ইউক্রেনের স্কুলে বোমা ফেলল রাশিয়া, এখনও পর্যন্ত যুদ্ধের বলি 150 শিশু
বোম্মাই আরও জানান, "ছাত্রদের নিরাপদে ফিরিয়ে আনার সময় আমাদের অফিসারদের দিল্লি, গাজিয়াবাদ, মুম্বই ও বেঙ্গালুরুর বিমানবন্দরে রাখা হয়েছে ৷ যাতে তাঁরা ইউক্রেন থেকে ফেরা ছাত্রদের যত্ন নিতে পারেন ৷ ইউক্রেন থেকে ফেরা ছাত্ররা যাতে নিরাপদে বাড়ি ফিরতে পারেন, তা নিশ্চিত করা হয়েছে ৷"
সংকটকালের 12 ঘণ্টার মধ্যে একটি হেল্পলাইন চালু হয়েছে ৷ বিদেশমন্ত্রক ও ইউক্রেনে ভারতীয় দূতাবাসের সঙ্গে কর্নাটকের আধিকারিকরা প্রতিনিয়ত যোগাযোগ রাখছেন বলে জানিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী ৷ ইউক্রেনে আটকে থাকা ছাত্রদের জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ও ওয়েবসাইটও তৈরি করেছে সরকার ৷
-
Karnataka | Natives of Haveri offer their tributes to Naveen Shekarappa as part of the last rites, post which his family will donate the body to Davangere's SS Hospital pic.twitter.com/3c7RbBpAom
— ANI (@ANI) March 21, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Karnataka | Natives of Haveri offer their tributes to Naveen Shekarappa as part of the last rites, post which his family will donate the body to Davangere's SS Hospital pic.twitter.com/3c7RbBpAom
— ANI (@ANI) March 21, 2022Karnataka | Natives of Haveri offer their tributes to Naveen Shekarappa as part of the last rites, post which his family will donate the body to Davangere's SS Hospital pic.twitter.com/3c7RbBpAom
— ANI (@ANI) March 21, 2022
কর্নাটকের ছাত্রের দেহ ফিরিয়ে আনতে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য রাজ্য, দেশ, ইউক্রেন ও পোল্যান্ডের আধিকারিকদের ধন্যবাদ জানিয়েছেন বাসবরাজ বোম্মাই ৷ তাঁর কথায়, "নবীনকে জীবিত অবস্থায় ফিরিয়ে আনতে না পারাটা আমাদের কাছে যন্ত্রণার ৷ আমাদের সরকার নবীনের পরিবারের সঙ্গে আছে ৷ আমরা ক্ষতিপূরণ ঘোষণা করেছি ৷ নবীনের ছোট ভাইয়ের জন্য কিছু করা যায় কি না তা দেখছি ৷"
নবীনের দেহ বেঙ্গালুরু বিমানবন্দরে এসে যখন পৌঁছয়, তখন সেখানে উপস্থিত ছিলেন সে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কে সুধাকর, হাভেরির সাংসদ শিবকুমার উদাসী, বিধায়ক অরুণ কুমার ও বিধান পরিষদের সদস্য সলিম আহমেদ ৷ এ ছাড়াও ছিলেন নবীনের পরিবার ও আত্মীয়-স্বজনেরা ৷ তাঁরা কর্নাটকের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন ৷