ETV Bharat / bharat

গোয়া মেডিক্যালে আরও 13 করোনা আক্রান্তের মৃত্যু - গোয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতাল

বিজয় সরদেশাই এর অভিযোগ, 11 মে রাতে গোয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে 21 জন করোনা আক্রান্তের মৃত্যু হয় ৷ 12 মে রাতে আরও 15 জন এবং শুক্রবার রাতে মোট 13 জনের মৃত্যু হয়েছে ৷ তবে, হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, শুক্রবার রাতে কোনও রোগীর মৃত্যু হয়নি ৷

more-13-corona-patients-died-at-goa-medical-college-and-hospital-on-friday
গোয়া মেডিক্যাল কলেজে আবারও 13 জন করোনা আক্রান্তের মৃত্যু
author img

By

Published : May 15, 2021, 12:05 PM IST

গোয়া, 15 মে : গোয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আবারও করোনা রোগীর মৃত্যুর ঘটনা ৷ অক্সিজেন সরবরাহের অভাবে 13 জন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে ৷ তবে, হাসপাতালের তরফে জানানো হয়েছে, রোগী মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি ৷ তবে, লাগাতার 3 দিন অক্সিজেনের অভাবে রোগী মৃত্যুর ঘটনা রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে ৷ গোয়া ফরওর্য়াড পার্টির সভাপতি বিজয় সরদেশাই অভিযোগ করেছেন অক্সিজেনের সরবরাহ কম থাকায় চার দিনে মোট 75 জনের মৃত্যু হয়েছে ৷

বিজয় সরদেশাইয়ে অভিযোগ, 11 মে রাতে গোয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে 21 জন করোনা আক্রান্তের মৃত্যু হয় ৷ 12 মে রাতে আরও 15 জন এবং শুক্রবার রাতে মোট 13 জনের মৃত্যু হয়েছে ৷ তবে, হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, শুক্রবার রাতে কোনও রোগীর মৃত্যু হয়নি ৷ শুক্রবার ভোরে 13 জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছিল ৷ তবে, সে সময় রোগীদের অক্সিজেনের মাত্রা কমে যায়নি বলে হাসপাতালের চিকিৎসকদের তরফে জানানো হয়েছে ৷

তবে, গোয়া ফরওর্য়াড পার্টির তরফে অভিযোগ করা হয়েছে, শুক্রবার রাত 2টো থেকে আজ সকাল 6 টা পর্যন্ত হাসপাতালের বিদ্যুৎ পরিষেবা বন্ধ ছিল ৷ সেই সময় আরও রোগী মারা গিয়েছেন ৷ তবে, এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন হাসপাতালেরই এক চিকিৎসক ৷ তিনি জানিয়েছেন, শুক্রবার সকালের দিকে দু’ধাপে 13 জন রোগীর মৃত্যু হয়েছিল ৷ তবে, তা অক্সিজেনের মাত্রা কমে যাওয়ার কারণে কি না তা এখনই বলা সম্ভব নয় ৷

আরও পড়ুন : অক্সিজেনের চরম সঙ্কট, চার দিনে ৭৪ জন করোনা রোগীর মৃত্যু গোয়ায়

এই ঘটনায় ঘটনায় প্রশাসনিক মহলেও চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ৷ গোয়া প্রশাসনের তরফে বোম্বে হাইকোর্টে একটি স্ট্যাটাস রিপোর্টে বলা হয়েছে, স্বাস্থ্য সচিব ও নগরোন্নয়ন দফতরের সচিব দু’জনে শুক্রবার রাত থেকে আজ ভোর পর্যন্ত হাসপাতালে থেকে নজরদারি চালিয়েছেন ৷ কিন্তু, সেই সময় অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার কোনও অভিযোগ তাঁরা পাননি ৷

গোয়া, 15 মে : গোয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আবারও করোনা রোগীর মৃত্যুর ঘটনা ৷ অক্সিজেন সরবরাহের অভাবে 13 জন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে ৷ তবে, হাসপাতালের তরফে জানানো হয়েছে, রোগী মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি ৷ তবে, লাগাতার 3 দিন অক্সিজেনের অভাবে রোগী মৃত্যুর ঘটনা রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে ৷ গোয়া ফরওর্য়াড পার্টির সভাপতি বিজয় সরদেশাই অভিযোগ করেছেন অক্সিজেনের সরবরাহ কম থাকায় চার দিনে মোট 75 জনের মৃত্যু হয়েছে ৷

বিজয় সরদেশাইয়ে অভিযোগ, 11 মে রাতে গোয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে 21 জন করোনা আক্রান্তের মৃত্যু হয় ৷ 12 মে রাতে আরও 15 জন এবং শুক্রবার রাতে মোট 13 জনের মৃত্যু হয়েছে ৷ তবে, হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, শুক্রবার রাতে কোনও রোগীর মৃত্যু হয়নি ৷ শুক্রবার ভোরে 13 জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছিল ৷ তবে, সে সময় রোগীদের অক্সিজেনের মাত্রা কমে যায়নি বলে হাসপাতালের চিকিৎসকদের তরফে জানানো হয়েছে ৷

তবে, গোয়া ফরওর্য়াড পার্টির তরফে অভিযোগ করা হয়েছে, শুক্রবার রাত 2টো থেকে আজ সকাল 6 টা পর্যন্ত হাসপাতালের বিদ্যুৎ পরিষেবা বন্ধ ছিল ৷ সেই সময় আরও রোগী মারা গিয়েছেন ৷ তবে, এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন হাসপাতালেরই এক চিকিৎসক ৷ তিনি জানিয়েছেন, শুক্রবার সকালের দিকে দু’ধাপে 13 জন রোগীর মৃত্যু হয়েছিল ৷ তবে, তা অক্সিজেনের মাত্রা কমে যাওয়ার কারণে কি না তা এখনই বলা সম্ভব নয় ৷

আরও পড়ুন : অক্সিজেনের চরম সঙ্কট, চার দিনে ৭৪ জন করোনা রোগীর মৃত্যু গোয়ায়

এই ঘটনায় ঘটনায় প্রশাসনিক মহলেও চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ৷ গোয়া প্রশাসনের তরফে বোম্বে হাইকোর্টে একটি স্ট্যাটাস রিপোর্টে বলা হয়েছে, স্বাস্থ্য সচিব ও নগরোন্নয়ন দফতরের সচিব দু’জনে শুক্রবার রাত থেকে আজ ভোর পর্যন্ত হাসপাতালে থেকে নজরদারি চালিয়েছেন ৷ কিন্তু, সেই সময় অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার কোনও অভিযোগ তাঁরা পাননি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.