ETV Bharat / bharat

Moody's on Adani Group: 'আগামী 1-2 বছর চিন্তার', আদানিদের মাথাব্যথা বাড়াল আরেক মার্কিন সংস্থার রিপোর্ট

ফেরা নয়া রিপোর্টে মাথাব্যথা বাড়ল আদানি গোষ্ঠীর । মার্কিন সংস্থা মুডি'স ইনভেস্টর সার্ভিসের রিপোর্ট বলছে, যেভাবে আদানিদের বিভিন্ন শেয়ারের পতন দেখা যাচ্ছে, তা সংস্থার ভবিষ্যতের পক্ষেও চিন্তার (Financial Flexibility of Adani Group) ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Feb 3, 2023, 4:51 PM IST

নিউইয়র্ক, 3 ফেব্রুয়ারি: আমেরিকার লগ্নি-গবেষণাকারী সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্ট (Hindenburg Research Report) আসার পরেই ক্রমশ পড়ছে আদানি গোষ্ঠীর শেয়ার । ওই রিপোর্টে দাবি করা হয়েছিল, নিজেদের শেয়ারের দর কারচুপি করে বেশি দেখিয়েছে আদানি গোষ্ঠী (Adani Group) । দিনকয়েকের মধ্যেই ফের মোদি-ঘনিষ্ঠ ব্যবসায়ীর মাথাব্যথা বাড়াল আরেক মার্কিন সংস্থা (Moody's Investors Service) ।

শুক্রবার প্রকাশ্যে এসেছে মুডি'স ইনভেস্টর সার্ভিসের রিপোর্ট । আদানি গোষ্ঠীর অধীনস্থ বিভিন্ন সংস্থার শেয়ার, মার্কেট ভ্যালু এবং ভবিষ্যতে স্টক মার্কেটে সেগুলির কী অবস্থান হতে পারে, তা নিয়ে যাবতীয় তথ্যসম্বলিত একটি রিপোর্ট এনেছে মুডি'স । তাতে দাবী করা হয়েছে, হিন্ডেনবার্গ রিপোর্টের পর যেভাবে আদানিদের বিভিন্ন শেয়ারের পতন দেখা যাচ্ছে, তা সংস্থার ভবিষ্যতের পক্ষেও চিন্তার (Financial Flexibility of Adani Group) ।

ওই নয়া রিপোর্টে বলা হয়েছে, অর্থনীতির ভাষায় এই অবস্থাকে বলা হয় অ্যাডভার্স ডেভেলপমেন্ট বা প্রতিকূল উন্নয়ন । এই মুহূর্তে হিন্ডেনবার্গ রিসার্চ প্রকাশ্যে আসার পর আদানি গোষ্ঠীর স্টক ভ্যালুতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে । গোষ্ঠীর অধীনস্থ বিভিন্ন সংস্থার কাঁধে ঋণের বোঝাও রয়েছে । ফলে আগামী 1-2 বছরে মূলধন বাড়িয়ে অধিক শেয়ার কেনার প্রক্রিয়া থমকে সম্ভবত গেল ।

আরও পড়ুন: আদানি ইস্যুতে যৌথ সংসদীয় কমিটি বা আদালতের নজরদারিতে তদন্তের দাবি বিরোধীদের

নিউইয়র্ক, 3 ফেব্রুয়ারি: আমেরিকার লগ্নি-গবেষণাকারী সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্ট (Hindenburg Research Report) আসার পরেই ক্রমশ পড়ছে আদানি গোষ্ঠীর শেয়ার । ওই রিপোর্টে দাবি করা হয়েছিল, নিজেদের শেয়ারের দর কারচুপি করে বেশি দেখিয়েছে আদানি গোষ্ঠী (Adani Group) । দিনকয়েকের মধ্যেই ফের মোদি-ঘনিষ্ঠ ব্যবসায়ীর মাথাব্যথা বাড়াল আরেক মার্কিন সংস্থা (Moody's Investors Service) ।

শুক্রবার প্রকাশ্যে এসেছে মুডি'স ইনভেস্টর সার্ভিসের রিপোর্ট । আদানি গোষ্ঠীর অধীনস্থ বিভিন্ন সংস্থার শেয়ার, মার্কেট ভ্যালু এবং ভবিষ্যতে স্টক মার্কেটে সেগুলির কী অবস্থান হতে পারে, তা নিয়ে যাবতীয় তথ্যসম্বলিত একটি রিপোর্ট এনেছে মুডি'স । তাতে দাবী করা হয়েছে, হিন্ডেনবার্গ রিপোর্টের পর যেভাবে আদানিদের বিভিন্ন শেয়ারের পতন দেখা যাচ্ছে, তা সংস্থার ভবিষ্যতের পক্ষেও চিন্তার (Financial Flexibility of Adani Group) ।

ওই নয়া রিপোর্টে বলা হয়েছে, অর্থনীতির ভাষায় এই অবস্থাকে বলা হয় অ্যাডভার্স ডেভেলপমেন্ট বা প্রতিকূল উন্নয়ন । এই মুহূর্তে হিন্ডেনবার্গ রিসার্চ প্রকাশ্যে আসার পর আদানি গোষ্ঠীর স্টক ভ্যালুতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে । গোষ্ঠীর অধীনস্থ বিভিন্ন সংস্থার কাঁধে ঋণের বোঝাও রয়েছে । ফলে আগামী 1-2 বছরে মূলধন বাড়িয়ে অধিক শেয়ার কেনার প্রক্রিয়া থমকে সম্ভবত গেল ।

আরও পড়ুন: আদানি ইস্যুতে যৌথ সংসদীয় কমিটি বা আদালতের নজরদারিতে তদন্তের দাবি বিরোধীদের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.