ETV Bharat / bharat

Parliament Monsoon Session 2023: মণিপুর ইস্যুতে উত্তাল হতে পারে সংসদের বাদল অধিবেশন, তৈরি বিরোধীরা

আজ থেকে শুরু সংসদের বাদল অধিবেশন ৷ মণিপুর ইস্যুতে শুরুর দিন থেকেই উত্তাল হতে পারে সংসদের দুই কক্ষ ৷ মণিপুর নারী নির্যাতন কাণ্ডে লোকসভায় আলোচনা চেয়ে নোটিশ দিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে থেকে শুরু করে অসমের লোকসভার কংগ্রেস সাংসদ গৌরব গগৈ ৷ 11 অগস্ট সংসদের চলতি অধিবেশন শেষ হওয়ার কথা ৷

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jul 20, 2023, 10:43 AM IST

Updated : Jul 20, 2023, 10:50 AM IST

নয়াদিল্লি, 20 জুলাই: শুরু হতে চলেছে সংসদের বাদল অধিবেশন ৷ তার আগে মণিপুর ইস্যুতে কেন্দ্রীয় সরকারের উপরে চাপ বাড়াতে চাইছে বিরোধীরা ৷ রাজনৈতিক মহলের একাংশের অনুমান এই ইস্যুতে সংসদ উত্তাল হতে পারে ৷ ইতিমধ্যেই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে রাজ্যসভায় মণিপুর ইস্যুতে আলোচনা চেয়ে নোটিশ দিয়েছেন ৷ লোকসভায় আলোচনা চেয়ে নোটিশ দিয়েছেন অসমের কংগ্রেস সাংসদ গৌরব গগৈ ৷ পাশাপাশি উদ্ধব ঠাকরে নেতৃত্বাধীন শিবসেনার সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদীও সংসদের উচ্চকক্ষে এই মর্মে নোটিশ দিয়েছেন ৷

সবমিলিয়ে পরিস্থিতি যা, তাতে প্রথমদিন থেকেই উত্তাল হতে চলেছে সংসদের দুই কক্ষ ৷ তবে যে কোনও বিষয়ে আলোচনা করতে কেন্দ্রীয় সরকার প্রস্তুত বলে জানিয়েছেন সংসদ বিষয়ক প্রহ্লাদ জোশী ৷ এই বাদল অধিবেশন প্রায় তিন সপ্তাহ চলবে ৷ 11 অগস্ট সংসদের চলতি অধিবেশন শেষ হওয়ার কথা ৷ মোট 23 দিনের মধ্যে 17 দিন বসবে সংসদ ৷ এর আগে বিভিন্ন ইস্যুতে একাধিকবার কার্যত ভেস্তে গিয়েছে সংসদের অধিবেশন।

জানা গিয়েছে, এই অধিবেশনে কেন্দ্রীয় সরকার মোট 31টি বিল পাশ করাতে চায় ৷ এর মধ্যে দিল্লির সীমানা সংক্রান্ত একটি বিল রয়েছে ৷ রয়েছে সিনেমা বিষয়ক একটি বিল ৷ বন সংরক্ষণ সংক্রান্ত বিল এবং তথ্য সুরক্ষা সংক্রান্ত বিলও পাশ করাতে চায় মোদি সরকার ৷ এর পাশাপাশি বিভিন্ন রাজ্যের সমবায় সংস্থাগুলির ভবিষ্যৎ নিয়েও একটি বিল পাশ করাতে চায় কেন্দ্র ৷ তাছাড়া ইউনিফর্ম সিভিল কোড অথবা অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত আলোচনাও হতে পারে সংসদে ৷

আরও পড়ুন: রাস্তায় নগ্ন করে দুই মহিলাকে যৌন হেনস্তা মণিপুরে, নিন্দার ঝড় দেশজুড়ে

এই বিলগুলির অন্তর্ভুক্তি ছাড়াও আরও কয়েকটি কারণে এবারের সংসদের অধিবেশন বিশেষ হতে চলেছে ৷ মানহানির মামলায় দোষী সাব্যস্ত হয়ে সাংসদ পদ খুইয়েছেন রাহুল গান্ধি ৷ 2004 সালে সাংসদ হওয়ার পর থেকে এই প্রথম কোনও অধিবেশনে থাকছেন না শতাব্দী প্রাচীন দলটির প্রাক্তন সেনাপতি। তাছাড়া আগামী বছরের লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাস্ত করতে জোট বাঁধার প্রাথমিক পর্ব শুরু করছে দিয়েছে বিরোধীরা ৷ 'ইন্ডিয়া' নামকে সামনে রেখে বিরোধীরা একজোট হচ্ছে ৷ বিরোধী সমন্বয়ের সেই ছবি সংসদের ভিতরে কতটা চোখে পড়ে সেদিকেই তাকিয়ে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল ৷

নয়াদিল্লি, 20 জুলাই: শুরু হতে চলেছে সংসদের বাদল অধিবেশন ৷ তার আগে মণিপুর ইস্যুতে কেন্দ্রীয় সরকারের উপরে চাপ বাড়াতে চাইছে বিরোধীরা ৷ রাজনৈতিক মহলের একাংশের অনুমান এই ইস্যুতে সংসদ উত্তাল হতে পারে ৷ ইতিমধ্যেই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে রাজ্যসভায় মণিপুর ইস্যুতে আলোচনা চেয়ে নোটিশ দিয়েছেন ৷ লোকসভায় আলোচনা চেয়ে নোটিশ দিয়েছেন অসমের কংগ্রেস সাংসদ গৌরব গগৈ ৷ পাশাপাশি উদ্ধব ঠাকরে নেতৃত্বাধীন শিবসেনার সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদীও সংসদের উচ্চকক্ষে এই মর্মে নোটিশ দিয়েছেন ৷

সবমিলিয়ে পরিস্থিতি যা, তাতে প্রথমদিন থেকেই উত্তাল হতে চলেছে সংসদের দুই কক্ষ ৷ তবে যে কোনও বিষয়ে আলোচনা করতে কেন্দ্রীয় সরকার প্রস্তুত বলে জানিয়েছেন সংসদ বিষয়ক প্রহ্লাদ জোশী ৷ এই বাদল অধিবেশন প্রায় তিন সপ্তাহ চলবে ৷ 11 অগস্ট সংসদের চলতি অধিবেশন শেষ হওয়ার কথা ৷ মোট 23 দিনের মধ্যে 17 দিন বসবে সংসদ ৷ এর আগে বিভিন্ন ইস্যুতে একাধিকবার কার্যত ভেস্তে গিয়েছে সংসদের অধিবেশন।

জানা গিয়েছে, এই অধিবেশনে কেন্দ্রীয় সরকার মোট 31টি বিল পাশ করাতে চায় ৷ এর মধ্যে দিল্লির সীমানা সংক্রান্ত একটি বিল রয়েছে ৷ রয়েছে সিনেমা বিষয়ক একটি বিল ৷ বন সংরক্ষণ সংক্রান্ত বিল এবং তথ্য সুরক্ষা সংক্রান্ত বিলও পাশ করাতে চায় মোদি সরকার ৷ এর পাশাপাশি বিভিন্ন রাজ্যের সমবায় সংস্থাগুলির ভবিষ্যৎ নিয়েও একটি বিল পাশ করাতে চায় কেন্দ্র ৷ তাছাড়া ইউনিফর্ম সিভিল কোড অথবা অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত আলোচনাও হতে পারে সংসদে ৷

আরও পড়ুন: রাস্তায় নগ্ন করে দুই মহিলাকে যৌন হেনস্তা মণিপুরে, নিন্দার ঝড় দেশজুড়ে

এই বিলগুলির অন্তর্ভুক্তি ছাড়াও আরও কয়েকটি কারণে এবারের সংসদের অধিবেশন বিশেষ হতে চলেছে ৷ মানহানির মামলায় দোষী সাব্যস্ত হয়ে সাংসদ পদ খুইয়েছেন রাহুল গান্ধি ৷ 2004 সালে সাংসদ হওয়ার পর থেকে এই প্রথম কোনও অধিবেশনে থাকছেন না শতাব্দী প্রাচীন দলটির প্রাক্তন সেনাপতি। তাছাড়া আগামী বছরের লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাস্ত করতে জোট বাঁধার প্রাথমিক পর্ব শুরু করছে দিয়েছে বিরোধীরা ৷ 'ইন্ডিয়া' নামকে সামনে রেখে বিরোধীরা একজোট হচ্ছে ৷ বিরোধী সমন্বয়ের সেই ছবি সংসদের ভিতরে কতটা চোখে পড়ে সেদিকেই তাকিয়ে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল ৷

Last Updated : Jul 20, 2023, 10:50 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.