নয়াদিল্লি, 8 জানুয়ারি: লাক্ষাদ্বীপ সফর নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য ৷ পদক্ষেপ করতে দেরি করল না ভারতের জনপ্রিয় অনলাইন ভ্রমণ সংস্থা-ইজিমাইট্রিপ । ইতিমধ্যেই ভারত থেকে মলদ্বীপ যাওয়ার সমস্ত বিমানের টিকিট বাতিল করা হয়েছে সংস্থার তরফে । এক্সে বিমানের টিকিট বাতিলের কথা পোস্ট করে জানান সংস্থার সিইও নিশান্ত পিট্টি ৷ তিনি লিখেছেন, "আমাদের দেশকে সম্মান জানিয়ে মলদ্বীপের সমস্ত বিমান বুকিং বাতিল করেছে ইজিমাইট্রিপ ৷"
-
In solidarity with our nation, @EaseMyTrip has suspended all Maldives flight bookings ✈️ #TravelUpdate #SupportingNation #LakshadweepTourism #ExploreIndianlslands #Lakshadweep#ExploreIndianIslands @kishanreddybjp @JM_Scindia @PMOIndia @tourismgoi @narendramodi @incredibleindia https://t.co/wIyWGzyAZY
— Nishant Pitti (@nishantpitti) January 7, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data="
">In solidarity with our nation, @EaseMyTrip has suspended all Maldives flight bookings ✈️ #TravelUpdate #SupportingNation #LakshadweepTourism #ExploreIndianlslands #Lakshadweep#ExploreIndianIslands @kishanreddybjp @JM_Scindia @PMOIndia @tourismgoi @narendramodi @incredibleindia https://t.co/wIyWGzyAZY
— Nishant Pitti (@nishantpitti) January 7, 2024In solidarity with our nation, @EaseMyTrip has suspended all Maldives flight bookings ✈️ #TravelUpdate #SupportingNation #LakshadweepTourism #ExploreIndianlslands #Lakshadweep#ExploreIndianIslands @kishanreddybjp @JM_Scindia @PMOIndia @tourismgoi @narendramodi @incredibleindia https://t.co/wIyWGzyAZY
— Nishant Pitti (@nishantpitti) January 7, 2024
অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রীকে অপমান করায় মলদ্বীপের তিন মন্ত্রীর তীব্র নিন্দা করেছেন সেদেশের বিদেশ মন্ত্রী মুসা জমির ৷ তিনি এক্সে লিখেছেন, "বিদেশী নেতা এবং আমাদের ঘনিষ্ঠ প্রতিবেশীদের বিরুদ্ধে সাম্প্রতিক মন্তব্যগুলি গ্রহণযোগ্য নয় ৷ তবে এই মন্তব্য মলদ্বীপ সরকারের অবস্থানকে প্রতিফলিত করে না । আমরা পারস্পরিক বোঝাপড়া ও সম্মানের মাধ্যমে আমাদের সমস্ত অংশীদার, বিশেষ করে আমাদের প্রতিবেশীদের সঙ্গে একটি ইতিবাচক এবং গঠনমূলক আলোচনার জন্য প্রতিশ্রুতিবদ্ধ ।"
-
The recent remarks against foreign leaders and our close neighbours are unacceptable and do not reflect the official position of the Government of #Maldives.
— Moosa Zameer (@MoosaZameer) January 7, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data="
We remain committed to fostering a positive and constructive dialogue with all our partners, especially our neighbours,…
">The recent remarks against foreign leaders and our close neighbours are unacceptable and do not reflect the official position of the Government of #Maldives.
— Moosa Zameer (@MoosaZameer) January 7, 2024
We remain committed to fostering a positive and constructive dialogue with all our partners, especially our neighbours,…The recent remarks against foreign leaders and our close neighbours are unacceptable and do not reflect the official position of the Government of #Maldives.
— Moosa Zameer (@MoosaZameer) January 7, 2024
We remain committed to fostering a positive and constructive dialogue with all our partners, especially our neighbours,…
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যকে ঘিরে বিতর্ক থামার নামই নিচ্ছে না ৷ একদিকে জনপ্রিয় অনলাইন ভ্রমণ সংস্থা বিমানের টিকিট বাতিল করছে ৷ অন্যদিকে ট্যুর অপারেটরদের দাবি, গণ ভ্রমণ বাতিলের কোনও তথ্য নেই ৷ তবে ট্যুর অপারেটরা জানাচ্ছেন, ভারতীয় পর্যটকদের মধ্যে ঘুরতে যাওয়ার জন্য নতুন করে কেউ মলদ্বীপ সম্পর্কে খোঁজ বা অনুসন্ধান করছেন না ৷ কিন্তু 20-25 দিনের ভিতরে মলদ্বীপ বয়কটের প্রভাব কতটা পর্যটনে পড়তে চলেছে , তা স্পষ্ট হয়ে যাবে ৷
সম্প্রতি লাক্ষাদ্বীপ সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর এই সফর নিয়ে অবমাননাকর মন্তব্য করেন মলদ্বীপের তিন মন্ত্রী ৷ এরপরেই ভারতের বিভিন্ন সংস্থা ও পর্যটকদের তরফে সোশাল মিডিয়ায় মলদ্বীপ বয়কটের ডাক দেওয়া হয় ৷ অক্ষয় কুমার থেকে সারা আলি খান বহু জনপ্রিয় অভিনেতা থেকে বিশিষ্ট ব্যক্তি প্রধানমন্ত্রী ও লাক্ষাদ্বীপের হয়ে পেন ধরেন ৷ এই বয়কটের ডাকের পরে অবশ্য মলদ্বীপ সরকারের তরফে পদক্ষেপ নেওয়া হয় ৷ মোদিকে অবমাননাকর মন্তব্য করায় অভিযুক্ত তিন মন্ত্রীকে সাসপেন্ড করা হয়েছে ৷ তবে প্রধানমন্ত্রী মোদিকে আক্রমণ যে ভালো চোখে নেননি ভারতীয়রা তার প্রমাণ মিলছে বলিউড সেলিব্রেটি থেকে সাধারণ মানুষ মলদ্বীপ বয়কট থেকে বিমানের টিকিট বাতিলের মতো পদক্ষেপে ৷
আরও পড়ুন: