ETV Bharat / bharat

মোদির অপমান বরদাস্ত নয়! মলদ্বীপ যাওয়ার বিমানের সমস্ত টিকিট বাতিল করল জনপ্রিয় ভ্রমণ সংস্থা - Maldives Boycott

Tour Operators on Maldives Boycott: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অবমাননাকর মন্তব্য করায় একদিকে বিমানের টিকিট বাতিল করল জনপ্রিয় ভ্রমণ সংস্থা ৷ অন্যদিকে বহু টিকিট বা হোটেল বাতিলের তথ্য নেই ৷ তবে নতুন করে ঘুরতে যাবে বলে মলদ্বীপ সম্পর্কে খোঁজ বা অনুসন্ধান করছে না কেউ ৷ পরে হলেও এর প্রভাব পরবে বলে মনে করছেন ট্যুর অপারেটররা ৷

Maldives Boycott
মলদ্বীপ বয়কট
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 8, 2024, 10:11 AM IST

Updated : Jan 8, 2024, 10:47 AM IST

নয়াদিল্লি, 8 জানুয়ারি: লাক্ষাদ্বীপ সফর নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য ৷ পদক্ষেপ করতে দেরি করল না ভারতের জনপ্রিয় অনলাইন ভ্রমণ সংস্থা-ইজিমাইট্রিপ । ইতিমধ্যেই ভারত থেকে মলদ্বীপ যাওয়ার সমস্ত বিমানের টিকিট বাতিল করা হয়েছে সংস্থার তরফে । এক্সে বিমানের টিকিট বাতিলের কথা পোস্ট করে জানান সংস্থার সিইও নিশান্ত পিট্টি ৷ তিনি লিখেছেন, "আমাদের দেশকে সম্মান জানিয়ে মলদ্বীপের সমস্ত বিমান বুকিং বাতিল করেছে ইজিমাইট্রিপ ৷"

অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রীকে অপমান করায় মলদ্বীপের তিন মন্ত্রীর তীব্র নিন্দা করেছেন সেদেশের বিদেশ মন্ত্রী মুসা জমির ৷ তিনি এক্সে লিখেছেন, "বিদেশী নেতা এবং আমাদের ঘনিষ্ঠ প্রতিবেশীদের বিরুদ্ধে সাম্প্রতিক মন্তব্যগুলি গ্রহণযোগ্য নয় ৷ তবে এই মন্তব্য মলদ্বীপ সরকারের অবস্থানকে প্রতিফলিত করে না । আমরা পারস্পরিক বোঝাপড়া ও সম্মানের মাধ্যমে আমাদের সমস্ত অংশীদার, বিশেষ করে আমাদের প্রতিবেশীদের সঙ্গে একটি ইতিবাচক এবং গঠনমূলক আলোচনার জন্য প্রতিশ্রুতিবদ্ধ ।"

  • The recent remarks against foreign leaders and our close neighbours are unacceptable and do not reflect the official position of the Government of #Maldives.

    We remain committed to fostering a positive and constructive dialogue with all our partners, especially our neighbours,…

    — Moosa Zameer (@MoosaZameer) January 7, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যকে ঘিরে বিতর্ক থামার নামই নিচ্ছে না ৷ একদিকে জনপ্রিয় অনলাইন ভ্রমণ সংস্থা বিমানের টিকিট বাতিল করছে ৷ অন্যদিকে ট্যুর অপারেটরদের দাবি, গণ ভ্রমণ বাতিলের কোনও তথ্য নেই ৷ তবে ট্যুর অপারেটরা জানাচ্ছেন, ভারতীয় পর্যটকদের মধ্যে ঘুরতে যাওয়ার জন্য নতুন করে কেউ মলদ্বীপ সম্পর্কে খোঁজ বা অনুসন্ধান করছেন না ৷ কিন্তু 20-25 দিনের ভিতরে মলদ্বীপ বয়কটের প্রভাব কতটা পর্যটনে পড়তে চলেছে , তা স্পষ্ট হয়ে যাবে ৷

সম্প্রতি লাক্ষাদ্বীপ সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর এই সফর নিয়ে অবমাননাকর মন্তব্য করেন মলদ্বীপের তিন মন্ত্রী ৷ এরপরেই ভারতের বিভিন্ন সংস্থা ও পর্যটকদের তরফে সোশাল মিডিয়ায় মলদ্বীপ বয়কটের ডাক দেওয়া হয় ৷ অক্ষয় কুমার থেকে সারা আলি খান বহু জনপ্রিয় অভিনেতা থেকে বিশিষ্ট ব্যক্তি প্রধানমন্ত্রী ও লাক্ষাদ্বীপের হয়ে পেন ধরেন ৷ এই বয়কটের ডাকের পরে অবশ্য মলদ্বীপ সরকারের তরফে পদক্ষেপ নেওয়া হয় ৷ মোদিকে অবমাননাকর মন্তব্য করায় অভিযুক্ত তিন মন্ত্রীকে সাসপেন্ড করা হয়েছে ৷ তবে প্রধানমন্ত্রী মোদিকে আক্রমণ যে ভালো চোখে নেননি ভারতীয়রা তার প্রমাণ মিলছে বলিউড সেলিব্রেটি থেকে সাধারণ মানুষ মলদ্বীপ বয়কট থেকে বিমানের টিকিট বাতিলের মতো পদক্ষেপে ৷

আরও পড়ুন:

  1. লাক্ষাদ্বীপ সফর নিয়ে মোদিকে অপমান! চাকরি গেল মলদ্বীপের তিন মন্ত্রীর
  2. মোদির উদ্দেশে অবমাননাকর মন্তব্যকে সমর্থন নয়, চাপে মুখে নতিস্বীকার মলদ্বীপ সরকারের

নয়াদিল্লি, 8 জানুয়ারি: লাক্ষাদ্বীপ সফর নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য ৷ পদক্ষেপ করতে দেরি করল না ভারতের জনপ্রিয় অনলাইন ভ্রমণ সংস্থা-ইজিমাইট্রিপ । ইতিমধ্যেই ভারত থেকে মলদ্বীপ যাওয়ার সমস্ত বিমানের টিকিট বাতিল করা হয়েছে সংস্থার তরফে । এক্সে বিমানের টিকিট বাতিলের কথা পোস্ট করে জানান সংস্থার সিইও নিশান্ত পিট্টি ৷ তিনি লিখেছেন, "আমাদের দেশকে সম্মান জানিয়ে মলদ্বীপের সমস্ত বিমান বুকিং বাতিল করেছে ইজিমাইট্রিপ ৷"

অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রীকে অপমান করায় মলদ্বীপের তিন মন্ত্রীর তীব্র নিন্দা করেছেন সেদেশের বিদেশ মন্ত্রী মুসা জমির ৷ তিনি এক্সে লিখেছেন, "বিদেশী নেতা এবং আমাদের ঘনিষ্ঠ প্রতিবেশীদের বিরুদ্ধে সাম্প্রতিক মন্তব্যগুলি গ্রহণযোগ্য নয় ৷ তবে এই মন্তব্য মলদ্বীপ সরকারের অবস্থানকে প্রতিফলিত করে না । আমরা পারস্পরিক বোঝাপড়া ও সম্মানের মাধ্যমে আমাদের সমস্ত অংশীদার, বিশেষ করে আমাদের প্রতিবেশীদের সঙ্গে একটি ইতিবাচক এবং গঠনমূলক আলোচনার জন্য প্রতিশ্রুতিবদ্ধ ।"

  • The recent remarks against foreign leaders and our close neighbours are unacceptable and do not reflect the official position of the Government of #Maldives.

    We remain committed to fostering a positive and constructive dialogue with all our partners, especially our neighbours,…

    — Moosa Zameer (@MoosaZameer) January 7, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যকে ঘিরে বিতর্ক থামার নামই নিচ্ছে না ৷ একদিকে জনপ্রিয় অনলাইন ভ্রমণ সংস্থা বিমানের টিকিট বাতিল করছে ৷ অন্যদিকে ট্যুর অপারেটরদের দাবি, গণ ভ্রমণ বাতিলের কোনও তথ্য নেই ৷ তবে ট্যুর অপারেটরা জানাচ্ছেন, ভারতীয় পর্যটকদের মধ্যে ঘুরতে যাওয়ার জন্য নতুন করে কেউ মলদ্বীপ সম্পর্কে খোঁজ বা অনুসন্ধান করছেন না ৷ কিন্তু 20-25 দিনের ভিতরে মলদ্বীপ বয়কটের প্রভাব কতটা পর্যটনে পড়তে চলেছে , তা স্পষ্ট হয়ে যাবে ৷

সম্প্রতি লাক্ষাদ্বীপ সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর এই সফর নিয়ে অবমাননাকর মন্তব্য করেন মলদ্বীপের তিন মন্ত্রী ৷ এরপরেই ভারতের বিভিন্ন সংস্থা ও পর্যটকদের তরফে সোশাল মিডিয়ায় মলদ্বীপ বয়কটের ডাক দেওয়া হয় ৷ অক্ষয় কুমার থেকে সারা আলি খান বহু জনপ্রিয় অভিনেতা থেকে বিশিষ্ট ব্যক্তি প্রধানমন্ত্রী ও লাক্ষাদ্বীপের হয়ে পেন ধরেন ৷ এই বয়কটের ডাকের পরে অবশ্য মলদ্বীপ সরকারের তরফে পদক্ষেপ নেওয়া হয় ৷ মোদিকে অবমাননাকর মন্তব্য করায় অভিযুক্ত তিন মন্ত্রীকে সাসপেন্ড করা হয়েছে ৷ তবে প্রধানমন্ত্রী মোদিকে আক্রমণ যে ভালো চোখে নেননি ভারতীয়রা তার প্রমাণ মিলছে বলিউড সেলিব্রেটি থেকে সাধারণ মানুষ মলদ্বীপ বয়কট থেকে বিমানের টিকিট বাতিলের মতো পদক্ষেপে ৷

আরও পড়ুন:

  1. লাক্ষাদ্বীপ সফর নিয়ে মোদিকে অপমান! চাকরি গেল মলদ্বীপের তিন মন্ত্রীর
  2. মোদির উদ্দেশে অবমাননাকর মন্তব্যকে সমর্থন নয়, চাপে মুখে নতিস্বীকার মলদ্বীপ সরকারের
Last Updated : Jan 8, 2024, 10:47 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.