ETV Bharat / bharat

গুরুতর সংক্রমণের ক্ষেত্রে 100 শতাংশ কার্যকরী তাদের ভ্য়াকসিন, দাবি মডার্নার

সংস্থার তরফে মার্কিন ফুড অ্য়ান্ড ড্রাগ প্রশাসনের কাছে মডার্নার তৈরি ভ্য়াকসিনে ছাড়পত্রের জন্য় আবেদন করা হবে ৷ ছাড়পত্র মিললে, ডিসেম্বরের মাঝামাঝির মধ্য়ে তারা 10 লাখেরও বেশি মানুষের হাতের মাধ্য়মে দু’টি করে ভ্য়াকসিনের ডোজ় অ্যামেরিকাবাসীকে দিতে পারবে বলে এদিন জানিয়েছে সংস্থাটি ৷

author img

By

Published : Nov 30, 2020, 8:57 PM IST

moderna-says-vaccine-100-percent-effective-in-severe-cases-seeks-clearance
100% কার্যকরি মডার্নার তৈরি ভ্য়াকসিন, আমেরিকায় ছাড়পত্র চেয়ে আবেদন সংস্থার

ওয়াশিংটন, 30 নভেম্বর : কোরোনায় আক্রান্ত রোগীর গুরুতর অবস্থায় 100 শতাংশ কাজ করে মর্ডানার তৈরি কোরোনার ভ্য়াকসিন ৷ সোমবার এমনই দাবি করল মার্কিন মেডিকেল সংস্থা মডার্না ৷ সংস্থার CEO স্টিফেন বানসেল জানান, তাঁরা বিশ্বাস করেন তাঁদের বানানো ভ্য়াকসিন কোরোনার সঙ্গে লড়াইয়ে এক নয়া হাতিয়ার হিসেবে কাজ করবে ৷ যা এই মহামারিকে রুখতে সাহায্য় করবে এবং গুরুতর রোগ প্রতিরোধে সাহায্য় করবে ৷ সংস্থার তরফে দাবি করা হয়েছে, সাধারণভাবে তাদের তৈরি করা ভ্য়াকসিন, 94.1 শতাংশ কার্যকরী এবং কোরোনায় গুরুতর অবস্থায় এটা 100 শতাংশ কাজ করবে ৷

সংস্থার তরফে মার্কিন ফুড অ্য়ান্ড ড্রাগ প্রশাসনের কাছে মডার্নার তৈরি ভ্য়াকসিনে ছাড়পত্রের জন্য় আবেদন করা হবে ৷ ছাড়পত্র মিললে, ডিসেম্বরের মাঝামাঝির মধ্য়ে তারা 10 লাখেরও বেশি মানুষের হাতের মাধ্য়মে দু’টি করে ভ্য়াকসিনের ডোজ় অ্যামেরিকাবাসীকে দিতে পারবে বলে এদিন জানিয়েছে সংস্থাটি ৷ অন্য়দিকে, আরেক মার্কিন মেডিকেল সংস্থা পিফাইজ়ার ও জ়ার্মানের বায়োএনটেক একই দাবিতে গত সপ্তাহে ছাড়পত্রের জন্য় আবেদন করেছে ৷ অ্যামেরিকায় এই সংস্থার তৈরি কোরোনা ভ্য়াকসিনকে আগামী 10 ডিসেম্বরের মধ্যে ছাড়পত্র দিয়ে দেওয়া হতে পারে ৷

মডার্নার এই ভ্য়াকসিন তৈরিতে সংস্থার সঙ্গে অ্যামেরিকার জাতীয় স্বাস্থ্য় সংস্থা যৌথভাবে কাজ করছে ৷ যারা ক্লিনিকাল ট্রায়ালে 30 হাজারেরও বেশি স্বেচ্ছাসেবকের উপর এই ভ্য়াকসিনের পরীক্ষা করেছে ৷ যার অন্তর্বর্তী পরীক্ষার বিশ্লেষণ নভেম্বরের শুরুতে প্রকাশ করেছিল মডার্না ৷ যেখানে ভ্য়াকসিনটিকে 95 শতাংশ কার্যকরী বলে দাবি করা হয়েছিল ৷

ওয়াশিংটন, 30 নভেম্বর : কোরোনায় আক্রান্ত রোগীর গুরুতর অবস্থায় 100 শতাংশ কাজ করে মর্ডানার তৈরি কোরোনার ভ্য়াকসিন ৷ সোমবার এমনই দাবি করল মার্কিন মেডিকেল সংস্থা মডার্না ৷ সংস্থার CEO স্টিফেন বানসেল জানান, তাঁরা বিশ্বাস করেন তাঁদের বানানো ভ্য়াকসিন কোরোনার সঙ্গে লড়াইয়ে এক নয়া হাতিয়ার হিসেবে কাজ করবে ৷ যা এই মহামারিকে রুখতে সাহায্য় করবে এবং গুরুতর রোগ প্রতিরোধে সাহায্য় করবে ৷ সংস্থার তরফে দাবি করা হয়েছে, সাধারণভাবে তাদের তৈরি করা ভ্য়াকসিন, 94.1 শতাংশ কার্যকরী এবং কোরোনায় গুরুতর অবস্থায় এটা 100 শতাংশ কাজ করবে ৷

সংস্থার তরফে মার্কিন ফুড অ্য়ান্ড ড্রাগ প্রশাসনের কাছে মডার্নার তৈরি ভ্য়াকসিনে ছাড়পত্রের জন্য় আবেদন করা হবে ৷ ছাড়পত্র মিললে, ডিসেম্বরের মাঝামাঝির মধ্য়ে তারা 10 লাখেরও বেশি মানুষের হাতের মাধ্য়মে দু’টি করে ভ্য়াকসিনের ডোজ় অ্যামেরিকাবাসীকে দিতে পারবে বলে এদিন জানিয়েছে সংস্থাটি ৷ অন্য়দিকে, আরেক মার্কিন মেডিকেল সংস্থা পিফাইজ়ার ও জ়ার্মানের বায়োএনটেক একই দাবিতে গত সপ্তাহে ছাড়পত্রের জন্য় আবেদন করেছে ৷ অ্যামেরিকায় এই সংস্থার তৈরি কোরোনা ভ্য়াকসিনকে আগামী 10 ডিসেম্বরের মধ্যে ছাড়পত্র দিয়ে দেওয়া হতে পারে ৷

মডার্নার এই ভ্য়াকসিন তৈরিতে সংস্থার সঙ্গে অ্যামেরিকার জাতীয় স্বাস্থ্য় সংস্থা যৌথভাবে কাজ করছে ৷ যারা ক্লিনিকাল ট্রায়ালে 30 হাজারেরও বেশি স্বেচ্ছাসেবকের উপর এই ভ্য়াকসিনের পরীক্ষা করেছে ৷ যার অন্তর্বর্তী পরীক্ষার বিশ্লেষণ নভেম্বরের শুরুতে প্রকাশ করেছিল মডার্না ৷ যেখানে ভ্য়াকসিনটিকে 95 শতাংশ কার্যকরী বলে দাবি করা হয়েছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.