মোরেনা (মধ্যপ্রদেশ), 28 জানুয়ারি: যুদ্ধবিমান মিরাজ 2000 ভেঙে পড়ল মধ্যপ্রদেশের মোরেনায় (Miraj Fighter Jet Fell in Morena) ৷ সেখানকার পাহাড়গড় জেলার জঙ্গলে ওই যুদ্ধবিমান ভেঙে পড়ে বলে খবর মিলেছে (Miraj Fighter Jet Fell in Pahargarh) ৷ একই এলাকায় আরও একটি যুদ্ধবিমান সুখোই-30 ভেঙে পড়ে ৷ দু’টি যুদ্ধবিমানেই আগুন ধরে যায় ৷ খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সেখানে পৌঁছে যায় পুলিশ ৷ এলাকা ঘিরে দেওয়া হয় ৷ স্থানীয় উৎসাহী মানুষও সেখানে ভিড় জমান ভেঙে পড়া বিমান দু’টি দেখতে ৷
এখনও পর্যন্ত এই ঘটনায় বিস্তারিত কোনও তথ্য পাওয়া যায়নি ৷ তবে বায়ুসেনা (IAF) সূত্রে খবর, মধ্যপ্রদেশের গোয়ালিয়র এয়ার বেস থেকে দু’টি বিমান অনুশীলনের জন্য আকাশে ওড়ে ৷ অনুশীলনের সময় এই দুর্ঘটনা ঘটে ৷ তবে কী কারণে দুর্ঘটনা, তা এখনও জানা যায়নি ৷ যান্ত্রিক ত্রুটি, নাকি অন্য কোনও কারণ আছে, তা খতিয়ে দেখা হচ্ছে ৷ সেই অনুশীলন চলাকালীনই দুর্ঘটনাটি ঘটে ৷ তদন্ত শুরু হয়েছে ৷ কেউ মারা গিয়েছেন কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে ৷
প্রতিরক্ষা মন্ত্রক (Defence Ministry) সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই এই নিয়ে খোঁজ খবর শুরু করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Defence Minister Rajnath Singh) ৷ তিনি কথা বলেন চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান ও বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল ভি আর চৌধুরীর সঙ্গে কথা বলেছেন প্রতিরক্ষা মন্ত্রী ৷ এই দুর্ঘটনা নিয়ে টুইট করেছেন মধ্য়প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ৷
মধ্যপ্রদেশে এটাই প্রথম বিমান দুর্ঘটনা নয় । প্রায় দেড় বছর আগে ওই রাজ্যের ভিন্দের কাছে একটি সেনা বিমান দুর্ঘটনার কবলে পড়ে । সেটিও একটি মিরাজ 2000 বিমান ছিল । একই মাসে, 6 জানুয়ারি রেওয়ার চোরহাটার কাছে হঠাৎ করে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় ।