করিমনগর, 31 জানুয়ারি : রবিবাসরীয় সকালে মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল তেলেঙ্গানার করিমনগর ৷ গাড়ি চালাতে গিয়ে ফুটপাথে থাকা চারজনকে পিষে দিল নবম শ্রেণির ছাত্র ৷ দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে (Minor runs car over people sitting on footpath) ।
পুলিশ জানিয়েছে, গাড়িটিতে মোট তিনজন ছিল । তারা প্রত্যেকেই নাবালক, এদের একজন বসেছিল চালকের আসনে ৷ করিমনগরের কাছে হঠাৎই স্টিয়ারিংয়ের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সে ৷ এরপরই ফুটপাতে উঠে যায় গাড়িটি । চালকের আসনে বসা নাবালকের বাবা-সহ গাড়িতে থাকা তিন নাবালকের বিরুদ্ধে আইপিসি 304 ধারা মামলা নথিভুক্ত করা হয়েছে ৷
রিপোর্ট অনুযায়ী, সমস্ত অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয়েছে এবং বিচার বিভাগীয় রিমান্ডে পাঠানো হবে । দুর্ঘটনাটি সকাল 6.50টায় ঘটে ৷ ঘন কুয়াশার কারণে একটি ডিভাইডারে ধাক্কা মেরে ফুটপাতে বসা লোকদের পিষে দেয় বেপরোয়া গাড়িটি ৷ দুর্ঘটনার পর প্রত্যেকেই গাড়ি রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় । পরে তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ ৷
আরও পড়ুন : বালিগঞ্জে সাইড লাইনে উঠল এসইউভি, গ্রেফতার 3
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, এই ঘটনায় 27 থেকে 32 বছর বয়সি তিন মহিলা এবং 14 বছর বয়সি একটি মেয়ের মৃত্যু হয়েছে ৷ আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে ।