মির্জাপুর (উত্তরপ্রদেশ), 5 জানুয়ারি: উত্তরপ্রদেশের মির্জাপুরে এক নাবালিকা নৃত্যশিল্পীকে গণধর্ষণের অভিযোগ ৷ এই ঘটনায় তার মাসতুতো দাদার বন্ধুদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে ৷ জানা গিয়েছে, 14 বছরের ওই নাবালিকা তার দাদার অর্কেস্ট্রা গ্রুপে নৃত্যশিল্পী হিসেবে কাজ করত ৷ পুলিশ নাবালিকার দাদা এবং তাঁর 2 বন্ধুকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে ৷
পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে মেয়েটি তার দাদার বাড়িতেই ছিল ৷ সেই সময় তার দাদার দুই বন্ধু মদ্যপ অবস্থায় সেখানে আসে এবং নাবালিকাকে ধর্ষণ করেন বলে অভিযোগ ৷ এই ঘটনায় বৃহস্পতিবার নাবালিকা লালগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ৷ পুলিশ ঘটনার তদন্তে নেমে দুই অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ৷ নাবালিকার স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ জানা গিয়েছে, নির্যাতিতার বাবা-মা মুম্বইয়ে থাকেন ৷ মেয়েটি মাসির ছেলের অর্কেস্ট্রা গ্রুপে কাজ করার সূত্রে উত্তরপ্রদেশের মির্জাপুরে থাকত ৷
পুলিশ তদন্তে নেমে নাবালিকার দাদার ভূমিকাও খতিয়ে দেখছে ৷ কারণ, ঘটনার সময় তিনিও বাড়িতে উপস্থিত ছিলেন ৷ তাহলে বোনের উপর অত্যাচার হওয়ার সময় তিনি বাধা দেননি কেন ? উঠছে সেই প্রশ্নও ৷ লালগঞ্জ সার্কেল অফিসার জানিয়েছেন, নির্যাতিতা নাবালিকার দাদাও নাকি মদ্যপ ছিলেন ৷ তবে, ঘটনার সময় তিনি ওই ঘরে উপস্থিত ছিলেন না ৷ তাহলে কি নাবালিকাকে ধর্ষণে বন্ধুদের মদত দিয়েছিলেন তিনি ? সেই প্রশ্নের উত্তর খুঁজতে, নাবালিকার দাদাকেও আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য ৷
পুলিশ এই ঘটনায় পকসো-সহ একাধিক ধারায় মামলা দায়ের করেছে ৷ আপাতত ওই নাবালিকাকে কোনও হোমে রাখার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন সার্কেল অফিসার ৷ নির্যাতিতার বাড়ির লোককে পুলিশ খবর পাঠিয়েছে ৷
আরও পড়ুন: