ETV Bharat / bharat

Minor Rape and killed : ফের শিরোনামে যোগী-রাজ্য, মোরাদাবাদে সাত বছরের নাবালিকাকে ধর্ষণ করে খুন - সাত বছরের নাবালিকাকে ধর্ষণ করে খুন, ঘটনা উত্তরপ্রদেশের মোরাদাবাদ

উত্তরপ্রদেশের মোরাদাবাদে নাবালিকাকে অপহরণ করে ধর্ষণ ও খুনের ঘটনা ঘটল (minor girl abducted raped and killed in moradabad) ৷ অপরাধী এখনও অধরা ৷

Minor Rape and killed
সাত বছরের নাবালিকাকে ধর্ষণ করে খুন
author img

By

Published : Dec 26, 2021, 7:20 PM IST

মোরাদাবাদ, 26 ডিসেম্বর : ফের ধর্ষণ করে খুনের ঘটনা উত্তরপ্রদেশে ৷ মোরাদাবাদে সাত বছরের এক নাবালিকাকে অপহরণ করে ধর্ষণ ও খুনের ঘটনা ঘটেছে (minor girl abducted raped and killed in moradabad) ৷ পুলিশ ঘটনার সত্যতার কথা স্বীকার করেছে ৷

জানা গিয়েছে, শুক্রবার মোরাদাবাদের কন্থ এলাকার কাছে এক আখের ক্ষেতে ওই নাবালিকার দেহ দেখতে পান এক কৃষক ৷ খবর দেওয়া হয় পুলিশে ৷ ময়নাতদন্তের রিপোর্টে ওই নাবালিকাকে ধর্ষণ করে খুনের কথা উল্লেখ করা হয়েছে বলে রবিবার জানিয়েছে পুলিশ ৷ গত বুধবার থেকে নিখোঁজ ছিল ওই নাবালিকা ৷

আরও পড়ুন : বাচ্চাদের ভ্যাকসিনেশনের সিদ্ধান্ত অবৈজ্ঞানিক, দাবি এইমসের মহামারি বিশেষজ্ঞের

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারা ও পকসো আইনে মামলা রুজু হয়েছে ৷ ঘটনার তদন্ত চলছে ৷ পুলিশের দাবি, তদন্ত প্রায় শেষ পর্যায়, খুব শীঘ্রই দোষী ব্যক্তিকে ধরা সম্ভব হবে ৷

মোরাদাবাদ, 26 ডিসেম্বর : ফের ধর্ষণ করে খুনের ঘটনা উত্তরপ্রদেশে ৷ মোরাদাবাদে সাত বছরের এক নাবালিকাকে অপহরণ করে ধর্ষণ ও খুনের ঘটনা ঘটেছে (minor girl abducted raped and killed in moradabad) ৷ পুলিশ ঘটনার সত্যতার কথা স্বীকার করেছে ৷

জানা গিয়েছে, শুক্রবার মোরাদাবাদের কন্থ এলাকার কাছে এক আখের ক্ষেতে ওই নাবালিকার দেহ দেখতে পান এক কৃষক ৷ খবর দেওয়া হয় পুলিশে ৷ ময়নাতদন্তের রিপোর্টে ওই নাবালিকাকে ধর্ষণ করে খুনের কথা উল্লেখ করা হয়েছে বলে রবিবার জানিয়েছে পুলিশ ৷ গত বুধবার থেকে নিখোঁজ ছিল ওই নাবালিকা ৷

আরও পড়ুন : বাচ্চাদের ভ্যাকসিনেশনের সিদ্ধান্ত অবৈজ্ঞানিক, দাবি এইমসের মহামারি বিশেষজ্ঞের

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারা ও পকসো আইনে মামলা রুজু হয়েছে ৷ ঘটনার তদন্ত চলছে ৷ পুলিশের দাবি, তদন্ত প্রায় শেষ পর্যায়, খুব শীঘ্রই দোষী ব্যক্তিকে ধরা সম্ভব হবে ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.