নয়াদিল্লি, 22 ফেব্রুয়ারি: দুর্নীতিদমন আইনের (Prevention of Corruption Act) আওতায় দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বিরুদ্ধে এফআইআর (FIR will be filed against Manish Sisodia) দায়ের করার অনুমতি দিল স্বরাষ্ট্র মন্ত্রক (Ministry of Home Affairs) ৷ ফিড ব্যাক ইউনিট (এফবিইউ) হস্তক্ষেপ মামলায় (Feed Back Unit (FBU) Snooping Case) তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করার ক্ষেত্রে ছাড়পত্র দিয়েছে অমিত শাহের মন্ত্রক ৷ যদিও আম আদমি পার্টির বক্তব্য হল, রাজনৈতিক কারণেই এই পদক্ষেপ করা হয়েছে ৷ প্রসঙ্গত, মণীশের বিরুদ্ধে এফআইআর করার অনুমতি চেয়ে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনাকে আবেদন জানিয়েছিল সিবিআই ৷ ভিকে সাক্সেনা সেই আবেদন মঞ্জুর করেন এবং স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে বিষয়টি পাঠিয়ে দেন ৷
কী কারণে এই মামলা ?
আম আদমি পার্টি দিল্লির ক্ষমতায় আসার পর 2015 সালে তারা একটি পৃথক গুপ্তচর সংস্থা গড়ে তোলে ৷ অভিযোগ, এই সংস্থার মাধ্যমে বিভিন্ন মন্ত্রী, বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং অন্যান্য ক্ষেত্রের অসংখ্য ব্যক্তির উপর গোপনে নজরদারি শুরু করা হয় ৷ এই সংস্থাই হল 'ফিড ব্যাক ইউনিট' বা 'এফবিইউ' ৷ যার মাথায় রয়েছেন মণীশ সিসোদিয়া স্বয়ং ৷ পাশাপাশি, যাঁরা এফবিইউয়ের সঙ্গে যুক্ত, তাঁরা সকলেই দিল্লি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের কাছের লোক বলে দাবি সংশ্লিষ্ট সূত্রের ৷ এবং এই ব্যক্তিরা সরাসরি মুখ্যমন্ত্রীকেই যাবতীয় তথ্য সরবরাহ করেন ৷ কিন্তু, এফবিইউয়ের গঠন নিয়ে আইন ও সাংবিধানিক নিয়মভঙ্গের অভিযোগ উঠেছে ৷ পাশাপাশি, এফবিইউ চালাতে যে টাকা বরাদ্দ করা হয়, তাও বেআইনিভাবে (সিক্রেট সার্ভিস ফান্ড) বরাদ্দ করা হয়েছে বলে অভিযোগ ৷
আরও পড়ুন: বাজেট নিয়ে ব্যস্ত, আবগারি মামলায় হাজিরা দিতে সিবিআই-এর কাছে সময় চাইলেন মণীশ সিসোদিয়া
বিষয়টি নজরে আসার পরই এর তদন্ত শুরু করে সিবিআই ৷ সূত্রের খবর, এক আধিকারিকের দায়ের করা অভিযোগের ভিত্তিতে এফবিইউয়ের বিরুদ্ধে তদন্তে নামে সিবিআই ৷ তাদের দাবি, এফবিইউ সম্পূর্ণ বেআইনিভাবে সরকার এবং রাজনৈতিক ব্যক্তিদের উপর নজরদারি চালিয়েছে ৷ সিবিআইয়ের দাবি, প্রাথমিকভাবে এফবিইউয়ের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপের প্রমাণ মিলেছে ৷ এরপর এই ঘটনায় আরও তদন্ত চালিয়ে যাওয়ার অনুমতি চেয়ে ভিকে সাক্সেনার দ্বারস্থ হয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷
আম আদমি পার্টির দাবি:
এফবিইউ নিয়ে তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে আপ নেতৃত্ব ৷ বিজেপির বক্তব্য, এফবিইউয়ের মাধ্যমে মণীশ সিসোদিয়া অনৈতিকভাবে রাজনৈতিক হস্তক্ষেপ করেছেন ৷ কিন্তু, আপের দাবি, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন ৷ বিষয়টি নিয়ে একটি বিবৃতিও প্রকাশ করেছে অরবিন্দ কেজরিওয়ালের সরকার ৷ তাতে বলা হয়, মণীশ সিসোদিয়ার বিরুদ্ধে যে পদক্ষেপ করা হয়েছে, তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ৷ দিল্লি সরকারের বক্তব্য হল, "এখনও পর্যন্ত সিবিআই, ইডি এবং দিল্লি পুলিশ আমাদের বিরুদ্ধে 163টি মামলা রুজু করেছে ৷ কিন্তু, বিজেপি আমাদের বিরুদ্ধে একটি অভিযোগও প্রমাণ করতে পারেনি ৷ এখনও পর্যন্ত প্রায় 134টি মামলা আদালতে খারিজ হয়ে গিয়েছে ৷ বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার কোনও প্রমাণ পেশ করতে পারেনি ৷ সমস্ত মামলাই আদতে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ৷"